Primary TET – টেট নিয়ে ফের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ! চাকরি প্রার্থীদের ঠিক কি জানালেন তিনি?
প্রাথমিক শিক্ষক নিয়োগ বা Primary TET নিয়ে যে দুর্নীতির খবর উঠে এসেছে তারফল ভোগ করছে হাজার হাজার টেট পাশ চাকরি প্রার্থী। মিছিল মিটিং পথ অবরোধ পেরিয়ে আন্দোলন আজও সুপ্রিমকোর্টে বিচারাধীন। এই শিক্ষক নিয়োগ নিয়ে কম জলঘোলা হয়নি। শিক্ষামন্ত্রী থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি জেলে পর্যন্ত রয়েছে। টাকা দিয়ে যে চাকরি দেওয়া হয়েছে তার ফলে চাকরিহীন হয়ে পথে অবরোধে নেমেছে টেট পাশ প্রার্থীরা।
What did the Education Council Say About WBBPE Primary TET?
২০২২ এর নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান চাকরি প্রার্থীরা কারণ বিএডে নম্বর বেশি রয়েছে তাদের। এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মামলায় বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগ বা Primary TET প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না৷ এই অবস্থায় বিএড পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তারা।
কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই আবেদন মানতে চায়নি। ফলে তারা এখন সমস্যায় পড়ে তারা। এই অবস্থায় নতুন করে হলো এই মামলা হাইকোর্টে। তাদের দুটি ডিগ্রি আছে। বিএড ডিগ্রি গ্রহণ করা হয়নি৷ ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের তালিকাভুক্ত করা হল না? সেই প্রশ্ন করেছেন মামলাকারীরা।
সোমবার প্রাথমিক শিক্ষক পদে ২০২২ সালের প্যানেল প্রকাশের নির্দেশ দেয়। মোট ৯৫৩৩ জন চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হয়। ২০১৪ ও ২০১৭ সালের টেট পাশ (Primary TET) ও ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরাও রয়েছেন। এই মামলার কারণে ২০২২ এর নিয়োগ এখনও আটকে আছে।
সরকারি কর্মীদের জন্য সুখবর! বদলি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর।
এরই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল মহাশয় (Primary TET) মালদায় ওয়েবকুপার সম্মেলনে অংশ নিলে সেখানে ২০২২ এর ডি এল এড ঐক্য মঞ্চের সদস্যরা গৌতম পাল মহাশয়কে জিজ্ঞেস করে বসেন “স্যার ২০২২ এর টেট (Primary TET) পাশদের নিয়োগ কবে হবে”?
গৌতম পাল মহাশয়ের সামনে হাত জোড় করে নিয়োগের আর্জি জানালেন তারা। কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞেস করলেন এই বছরের মধ্যে কি নিয়োগ হবে ? ২০২২ ও ২০২৩ নিয়োগ কি একসঙ্গে না আলাদা হবে? এই সমস্ত প্রশ্নের উত্তরে সাবলীল ভাবেই গৌতম পাল মহাশয় সেই সমস্ত টেট উত্তীর্ণদের মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করেন এবং আশীর্বাদ করেন।
সরকারি কর্মীদের জন্য সুখবর! অবশেষে DA নিয়ে স্বস্তির খবর শোনালো আদালত।
তিনি আরও বলেন যে রাতে ঘুমাতে যাওয়ার সময় তাদের মুখগুলো চোখের সামনে ভেসে ওঠে তার। তিনি চান তাদের সবার ভালো হোক। এই বলে তিনি মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। ২০২২ এর নিয়োগ নিয়ে টেট উত্তীর্ণদের একপ্রকার ধোঁয়াশা রয়েই গেছে। দেখা যাক এবছরের মধ্যে সমস্ত জট কাটিয়ে উঠে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় কিনা।