The Technology News – মাত্র কয়েক বছরেই ল্যাপটপ-কম্পিউটার হয়ে গেছে Slow? নতুনের মত স্পিড আনতে ফলো করুন এই 5 টি টিপস।

The Technology News – সার্ভিসিং ছাড়াই জানেন কি করে বাড়ানো যায় PC-র স্পিড?

এখনকার যুগ হলো প্রযুক্তিনির্ভর যুগ (The Technology News)। যেখানে হাত বাড়ালেই মেলে সমস্যার সমাধান। এখন প্রত্যেক ব্যক্তির বাড়িতে এবং অফিসে অবশ্যই দেখতে পাওয়া যায় ল্যাপটপ কিংবা কম্পিউটার দুটোই। তাদের সমস্ত কিছুর চাপ সহ্য করার একটি সীমা থাকে। সেই সময় অতিক্রান্ত হলে হয় সেটি খারাপ হয়ে যায়, নইলে তার কর্মক্ষমতা কমে আসে।

কিন্তু সাধারণত কি ধরনের সমস্যা তৈরি হয় জানা আছে?
দীর্ঘদিন অথবা ৩ বছরের অধিক সময় ধরে ল্যাপটপ ব্যবহার করলে তার হার্ড ড্রাইভের স্টোরেজ ধীরে ধীরে কমতে থাকে (The Technology News)। পাশাপাশি ল্যাপটপ গরম হওয়ার ঘটনা তো সকলেরই জানা। আর এই দুইয়ের কম্বিনেশনে ল্যাপটপ হয়ে যায় স্লো। এর ফলে প্রায় সেই ল্যাপটপ হ্যাং করতে দেখা যায়।

এই সমস্যার সম্মুখীন হন না এমন ব্যবহারকারী নেই বললেই চলে। তাই এই সমস্যার সমাধান হওয়া একান্ত প্রয়োজনীয়। কিভাবে করা যাবে সমস্যার সমাধান? চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সার্ভিস সেন্টারে সার্ভিসিং করানো ছাড়াও ল্যাপটপকে করে তোলা যায় নতুনের মতো ফাস্ট।

১) নিয়মিত সিস্টেম আপডেট করা-
আপনার যে কোম্পানিরই ল্যাপটপ হোক কিছুদিন পরপর করতে হবে সিস্টেম আপডেট (The Technology News)। এক্ষেত্রে যতবারই ফুল সিস্টেম কিংবা কোন সফটওয়্যার ইন্সটলের পর আপডেট করার জন্য নোটিফিকেশন আসুক না কেন সবগুলি নিয়মিত করা দরকার। এখানে প্রতিটি আপডেট এই কোনো-না-কোনো সিকিউরিটি ফাইল অথবা বাগ ফিক্স ইত্যাদি বিভিন্ন ফাইল পাঠানো হয়। যা ল্যাপটপকে ছিল হওয়া থেকে রক্ষা করে।

২) রিস্টার্ট করা-
প্রতিবার কাজের শেষে ল্যাপটপ অথবা কম্পিউটার মনে করে Shut Down করতে হবে (The Technology News)। কম্পিউটার অথবা ল্যাপটপ ওপেন করার পরেই যদি হ্যাং করে অথবা স্লো হতে শুরু করে তাহলে হাতে রাখা কাজটি সেভ করে রিস্টার্ট করা যেতে পারে।

৩) ফরম্যাটিং-
যদি কম্পিউটার অনেকদিন ধরে অতিরিক্ত হ্যাং করে এবং কাজ করতে অত্যধিক সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে নিকটবর্তী সার্ভিস সেন্টারে (The Technology News) গিয়ে অথবা বাড়িতে বা কর্মক্ষেত্রে লোক ডেকে এনে ল্যাপটপ অথবা কম্পিউটার সার্ভিসিং বা ফরম্যাটিং করা যেতে পারে।

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা, কি বার্তা এলো বিকাশ ভবন থেকে?

তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ফরম্যাট করলে প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যার এবং ফাইল, ফোল্ডার সমস্ত কিছু ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আগে থেকে এই সমস্ত সফটওয়্যার এবং ফাইল, ফোল্ডার অন্যথা সেভ করে রাখার বা সরিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই পেনড্রাইভ, ক্লাউড ড্রাইভ ব্যবহার করা যায়।

৪) অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করা-
দীর্ঘদিনের পড়ে থাকা অপ্রয়োজনীয় পুরনো ফাইল, ফোল্ডার, এমনকি সফটওয়্যার যেগুলি ব্যবহার করা হয় না অথচ সিস্টেমের স্টোরেজ (The Technology News) অপচয় করে, সেগুলি সব ডিলিট করা দরকার। আর যদি মনে হয় পরে সেগুলি কাজে লাগতে পারে তাহলে অবশ্যই সেগুলি কোন ক্লাউড ড্রাইভে বিনামূল্যে স্টোর করে রাখা যেতে পারে।

একাদশ শ্রেণীর রেজাল্ট কবে, দ্বাদশের ক্লাস কবে শুরু, জানিয়ে দিলো সংসদ

৫) RAM বাড়ানো-
যে সিস্টেমে RAM যত বেশি থাকে সেই সিস্টেমে ততো ফাস্ট হয়। সিস্টেম অতিরিক্ত হ্যাং করলে অবশ্যই তার RAM পরিবর্তন (The Technology News) করা দরকার। এক্ষেত্রে সমস্যা অনেকটাই দূর হয়।

তাহলে এখন আর work-from-home হোক কিংবা এডুকেশন ফ্রম হোম, কোন কিছুতেই নো টেনশন। হাতের নাগালে এসে গেল সিস্টেমকে নতুন করে তোলার ৫ টি দুর্দান্ত টিপস। টেকনোলজি সম্পর্কিত এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

যোগব্যাম করে টাকা আয় করার সুযোগ দিচ্ছে এই সংস্থা

রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির সময়সীমা বাড়ানোর মুল কারন কি? জানুন বিস্তারিত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button