Investment Plans: আপনার শিশুর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? দেখে নিন সেরা ৫ টি বিনিয়োগ পরিকল্পনা।
Investment Plans For Childrens
প্রত্যেক অভিভাবক তাঁর সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। বিনিয়োগ (Investment Plans) শুরু করেন। শিশুর ভবিষ্যতকে নিরাপদ করতে হলে সঠিক সময়ের মধ্যেই বিনিয়োগ শুরু করতে হবে। আর তার জন্য সরকারি ও বেসরকারি তরফে বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যান চালু রয়েছে। আজকে আমরা আলোচনা করে নেব এই রখম পাঁচটি বিনিয়োগের পরিকল্পনা।
Top 5 Investment Plans For Childrens
সন্তানের শিক্ষা থেকে শুরু করে তাঁর বিবাহ শুধু তাই নয়, তাঁরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে সুন্দর ও নিরাপদ জীবনযাপন করতে পারে তার জন্য অভিভাবকেরা বিভিন্ন সঞ্চয়ের পরিকল্পনা গ্রহণ করেন। শিশু বড় হয়ে ওঠার সময়ে যদি অল্প অল্প করে বিনিয়োগ করা যায় তাহলে একসময় মোটা অংকের অর্থ হাতে আসে। তবে কোথায় বিনিয়োগ করলে রিটার্ন ভাল আসবে জেনে নেওয়া জরুরী।
শিশুদের জন্য সেরা পাঁচটি বিনিয়োগ প্ল্যান
১) সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)
কেন্দ্রীয় সরকার কন্যা সন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) চালু করেছেন। ২১ বছর পর্যন্ত মেয়াদী এই স্কিমে বেশ ভালো সুদের হার দেওয়া হয়। আপনার মেয়েকে পড়াশোনা করিয়ে তাঁকে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা প্রদান করতে পারবেন। তবে নির্দিষ্ট নিয়ম মেনে বেশ অনেক বছর ধরে বিনিয়োগ করতে হবে। প্রকল্প সম্পর্কিত তথ্য পাবেন আপনার নিকটবর্তী ব্যাংক ও পোস্ট অফিসে।
২) ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান (ULIP)
দ্বিতীয় যে বিনিয়োগ পরিকল্পনার কথা বলব সেটি হল ULIP. এটিতে একদিকে যেমন বীমার কভার থাকে, তেমনই অর্থের কিছু অংশ বাজারে আবার বিনিয়োগ করা হয়। এক্ষেত্রে আপনি ইকুইটি বা ডেট ফান্ডে বিনিয়োগের অপশনটিও বেছে নিতে পারবেন। এটিতে মিলবে করছাড়ও।
আরও পড়ুন: অবসর জীবনে বাড়ি বসে পাবেন 8 কোটি টাকা। কোথায় বিনিয়োগ করলে সর্বাধিক লাভ? একনজরে জেনে নিন
৩) চাইল্ড সেভিংস প্ল্যান
ভারতবর্ষের বিভিন্ন বীমা কোম্পানিগুলির চাইল্ড সেভিংস প্ল্যান আপনার শিশুর পড়াশোনা, বিয়ে ইত্যাদি লক্ষ্যপূরণের জন্য বানানো হয়ে থাকে। এই প্ল্যানে মিলবে জীবনবীমা কভারও। শিশুর ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আর চিন্তাই করতে হবে না।
৪) পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
বিনিয়োগ পরিকল্পনা তালিকার চতুর্থ নম্বরে আলোচনা করা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF নিয়ে। এটি একটি দীর্ঘমেয়াদি, নিরাপদ এবং ট্যাক্স-বেনিফিট সহ সঞ্চয় পদ্ধতি। ১৫ বছর এর জন্য এটি চালানো যায় আর সুদ জমা হয় চক্রবৃদ্ধি হারে। এই বিনিয়োগে ঝুঁকি নেই। শিশুর ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
৫) মিউচুয়াল ফান্ড
ভবিষ্যৎ সুরক্ষার জন্য এবং ভালো রিটার্ন পাওয়ার জন্য মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগের তো বিকল্প হয় না। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে একজন অভিভাবক তাঁর শিশুর জন্য মাসে মাসে ছোট অঙ্কের টাকা বিনিয়োগ করে বড় ফান্ড গড়ে তুলতে পারেন। আপনি চাইলে বেশি ঝুঁকি ও বেশি রিটার্ন পাওয়ার জন্য ইকুইটি ফান্ড কম ঝুঁকি সংক্রান্ত ডেট ফান্ড আর উভয়ের মিশ্রণ হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে পারেন।
আরও পড়ুন: ATM Card ব্যবহার করতে হলে এই নিয়ম মানতে হবে। ব্যাংক গ্রাহকদের জন্য জন্য জরুরী নির্দেশ।
উপসংহার
আজকের প্রতিবেদনে আপনার শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য পাঁচটি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এবার এই সকল শিশুদের জন্য বিনিয়োগ পরিকল্পনার মধ্যে যেটা আপনার ঠিক মনে হবে বিবেচনা করে বিনিয়োগ করবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য পেতে আর্থিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন।