Lottery winning tips – লটারি কাটার সঠিক নিয়ম শিখে, লটারি জেতার গোপন সুত্র জেনে নিন।
আজকাল শখের বসে বা নিজের ভাগ্য যাচাই করতে লটারি কেটে থাকেন। তবে Lottery winning tips বা লটারি কাটার নিয়ম না মেনে টিকিট কাটলে, আন্দাজে এবং অন্ধকারে ঢিল মারার সমান। তবে Lottery winning tips বা নিয়ম মেনে টিকিট কাটলে লটারি জেতার নিশ্চয়তা না পেলেও জেতার চান্স বাড়তে পারে। আর নিয়ম মেনে লটারি কাটলে যদি জেতার চান্স বেড়ে যায়, তবে Lottery winning tips বা লটারি কাটার ফর্মুলা শিখতে ক্ষতি কি?
মহামারী পরবর্তী সময়ে সারা দেশের আর্থিক অবস্থা অবনতি বহাল রয়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। এই অবস্থায় যে কেউ তার বা তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা রক্ষায় সদা প্রস্তুত। অল্প সময়ে এবং অল্প বিনিয়োগে বেশি পরিমাণ অর্থ কে না চায়? তবে সেই ক্ষেত্রে লটারি পারে মানুষের সেই চাহিদা পূরণ করতে। এই আশা করে মাত্র ৫০ টাকার লটারি কেটেও নিজের ভাগ্য পরীক্ষা করে।
যদি জিতে নিতে পারে দু লাখ টাকা বা ৫ লাখ টাকার লটারি টিকিট! তাই লটারি যখন কাটতেই হয়, তবে একটু Lottery winning tips বা নিয়ম শিখে নিন। এতে পুরষ্কার পাবেন কিনা তার গ্যারান্টি নেই, তবে জেতার চান্স বাড়ে পারে। এবং নিচের এই টিপস গুলো বিজেতাদের কাছ থেকে এবং সংখ্যা বিন্যাস হিসাবের ভিত্তিতে করা।
Top 5 Lottery winning tips in Bengali
তবে কোনরকম পর্যবেক্ষণ ছাড়া কোনরকম টিপস (lottery winning tips) না মেনে টিকিট কেটে অনেকেই হয়রানির শিকার হয়। মেলে না জয়। আজকের প্রতিবেদনে উল্লেখ করা lottery winning tips মেনে টিকিট কাটলে যেটার চান্স অনেক গুণ বেড়ে যায়। সুতরাং আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
নিম্নে উল্লেখ করা Lottery winning tips গুলি মেনে টিকিট কাটলে জেতার চান্স ৯০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। এগুলি হল –
১) খেয়াল রাখবেন টিকিটের শেষের দুই সংখ্যা যেন বিজোড় হয়। বিগত কিছু লটারী বিজেতাদের টিকিট পর্যবেক্ষণ করে দেখা গেছে তাদের টিকিটের শেষ সংখ্যা বিজোড় ছিল। যেমন – ১,৩,৫,৭ ইত্যাদি। অতএব দেখা যাচ্ছে, বিজোড় সংখ্যা বিশিষ্ট টিকিটগুলি জেতার চান্স অনেকটা বাড়িয়ে দেয়।
২) আপনার পছন্দের সংখ্যা বাছুন। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিজেতারা তাদের প্রিয় সংখ্যা বা লাকি সংখ্যা বেছে টিকিট কেটেই জিতে গেছেন। তাই চেষ্টা করুন নিজের লাকি সংখ্যা বিশিষ্ট টিকিট কাটার।
৩) টিকিটের প্রথম সংখ্যা যেন জোড় হয়। টিকিটের প্রথম সংখ্যা ২, ৪, ৬, ৮ হলে দেখা যায় যে তার সুযোগ অনেকখানি বেড়ে যাচ্ছে।
আরও পড়ুন, পোষ্ট অফিসের 10 টি নতুন সঞ্চয় প্রকল্প। গরীব মানুষের কথা ভেবেই উচ্চ সুদ।
৪) “৭৮৬” সংখ্যাটি আছে এমন টিকিটটি বাছুন। মাইথোলজি বলে এই সংখ্যাটি একটি খুবই শক্তিশালী সংখ্যা। বিজেতাদের অনেকেই জানাচ্ছেন এই সংখ্যা বিশিষ্ট টিকিটটি বেছেই তারা জিতেছেন।
খেলায় হার জিৎ তো আছেই। আজকের প্রতিবেদনে উল্লিখিত এই Lottery winning tips বা লটারি জেতার উপায় গুলি সম্পূর্ণই পূর্ব লটারি বিজেতাদের অভিজ্ঞতা থেকেই লেখা।
আরও পড়ুন, চাকরি পাচ্ছেন না? এই ব্যবসা করে অনেকেই বড়লোক হয়েছে।
এ বিষয়ে কোনো প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে সুখবর বাংলা লটারি কাটাকে সমর্থন করে না, বা অনুপ্রেরনা দেয় না। লটারি কাটা আর্থিক ক্ষতির কারন হতে পারে। নিজের ভাগ্য পরীক্ষা করতে দুই একবার কেটে দেখতে পারেন। তবে নিয়মিত অভ্যেসে পরিনত করবেন না। এরকম আরো খবর পেতে আমাদের পোর্টালটি ফলো করুন।