Smartphone: 10,000 টাকা বাজেটের মধ্যে সেরা ৫ স্মার্টফোন। ঝকঝকে ক্যামেরা, দুর্দান্ত স্টোরেজ, সুপারফাস্ট ব্যাটারি।
Top Five Budget Friendly Smartphone
আপনি কি নতুন স্মার্টফোন (Smartphone) কিনবেন বলে ভাবছেন? আপনার বাজেট কি ১০০০০ টাকার মধ্যে? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য। পকেটে ১০,০০০ টাকা নিয়ে স্মার্টফোন কিনতে চাইলে কোন কোন ব্র্যান্ডকে এগিয়ে রাখবেন? যাতে দুর্দান্ত ক্যামেরা, স্টোরেজ আর সুপারফাস্ট ব্যাটারি পাওয়া যায়? এরকমই পাঁচটি স্মার্টফোনের কথা (Budget Friendly Smartphone) আজকের প্রতিবেদনে উল্লেখ করা হল।
Top 5 Smartphone Under Rs 10000
১) POCO M6 Pro 5G
বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের তালিকায় প্রথমেই উল্লেখ করা যাক POCO M6 Pro 5G ফোনটির কথা। সদ্য লঞ্চ হওয়া বাজেট ফ্রেন্ডলি এই 5G স্মার্টফোনটি মাত্র ৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13বেসড MIUI 14-তে চলে। এই ফোনে আপনি পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট সহ 6.79-ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকছে তার সাথে 8MP সেলফি ক্যামেরাও পাচ্ছেন। এছাড়া 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, 5000mAh ব্যাটারি থাকছে ফোনটিতে।
২) Oppo A3x
দ্বিতীয় যে ফোনটির ডিটেলস তুলে ধরব সেটি হল Oppo A3x. এটিও ১০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে। এই ফোন ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং দিচ্ছে। ক্যামেরায় পাচ্ছেন ৫০ এমপি ক্যামেরা। এই ফোনটি ৬.৬৭ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যুক্ত। এছাড়া এতে রয়েছে ১৬০৪ × ৭২০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফোনটির দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা।
৩) স্যামসাং গ্যালাক্সি এম০৬
বাজেট ফ্রেন্ডলি ভালো ফোনের তালিকায় অবশ্যই থাকছে স্যামসাং গ্যালাক্সির নাম। Samsung Galaxy M06 ফোনটিতে থাকছে ৬.৭ ইঞ্চি হাই-রেজোলিউশনের সুপার AMOLED স্ক্রিন। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম সঙ্গে এসেছে। আপনি এই ফোনটি কিনলে ছয় বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট ও ছয় বছরের নিরাপত্তা আপডেট পাচ্ছেন। ফোনটিতে ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাচ্ছেন ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধাও। ফোনটির দাম রাখা হয়েছে ৯৫৮৭ টাকা।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 10-এর স্টোরেজ ও কালার। ক্রেতাদের জন্য দারুন সুখবর
৪) মটোরোলা জি৩৫
মটোরোলা জিও ফোনটিও থাকছে তালিকায়। এই ফোনটি 6.72-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ এসেছে। ডিসপ্লেতে ১০০০ নিটস ব্রাইটনেস, এই ফোনটি এইচডিআর ১০, সাথে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন-সহ। থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। এর পাশাপশি,২৪০ হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফোনটি 5000mAh ব্যাটারি যুক্ত। ফোনটির দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা।
৪) POCO C71
১০ হাজার টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ফোনের তালিকায় রয়েছে POCO C71 স্মার্টফোনটিও। ফোনটিতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে ৬,৪৯৯ টাকা। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, সঙ্গে ৬.৮৮-ইঞ্চি এইচডি+ টাচস্ক্রিন, অসাধারণ রেজোলিউশন নিয়ে আসছে। ফোনটিতে ৩২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকছে সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও থাকছে।
আরও পড়ুন: ৩০০০০ টাকার কমে সেরা Gaming Smartphone! বাজেট মোবাইল ফোনের তালিকা দেখুন
উপসংহার
তাহলে এবার বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন কেনার ক্ষেত্রে আর কোন চিন্তা রইল না। সেরা ৫ ফোনের বিবরণ রইল আপনার জন্য। প্রত্যেকটা ফোনেই দুর্দান্ত ফিচার দেওয়া হচ্ছে। ফোনগুলি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অফলাইন স্টোর ভিজিট করে অথবা অনলাইনে চেক করে নিতে পারেন।