TOTO Service in West Bengal (টোটো চাক্লকদের সতর্কবার্তা)

টোটো চালকদের মানতেই হবে এই নিয়ম। অন্যথায় বাজেয়াপ্ত হবে টোটোর লাইসেন্স। কড়া নির্দেশ জারি পরিবহণমন্ত্রীর। রাজ্যে TOTO Service নিয়ে কি আইন হচ্ছে জেনে নিন।

Advertisement

TOTO Service in West Bengal

এবার টোটো চালকদের উদ্দেশ্যে রাজ্য সরকার কর্তৃপক্ষ চালু করল এক বিশেষ নিয়ম। এখন থেকে এই বিশেষ জিনিস যদি টোটো গাড়িতে না পাওয়া যায় তাহলে বাতিল করা হবে সেই টোটোর লাইসেন্স। এই বিশেষ জিনিস হল QR Code. যা এখন থেকে প্রতিটি টোটোতে থাকা আবশ্যক (TOTO Service) বলে ঘোষণা করেছে রাজ্য সরকার।

সূত্রের খবর অনুযায়ী, যদি কোন টোটো তে এই কোড (QR Code) না দেওয়া থাকে তাহলে সেই টোটো কে অবৈধ বলে বিবেচনা করা হবে। সেই স্বরূপ, যিনি সেই টোটোর চালক তার লাইসেন্স এবং সংশ্লিষ্ট এলাকায় যাত্রী পরিবহনের অনুমতি দুইই বাতিল করা হতে পারে এক্ষেত্রে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিষয়টি সম্পর্কে বিশদে।

Ads

দীর্ঘদিন ধরে রাজ্যের বহু শহরের পৌরসভায় যাত্রীদের অভিযোগ জমা পড়ছে যে সেই এলাকায় নির্দিষ্ট টোটো গুলি ছাড়াও বহু টোটো অবৈধভাবে চলাচল (TOTO Service) করতে শুরু করেছে। আর এই সমস্ত অবৈধ টোটোর সংখ্যা বাড়ার ফলে স্বাভাবিকভাবেই যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। তাই এবার এই সমস্যা রুখতে রাজ্যের পরিবহণ দফতর মারফত সব টোটোগুলির সরকারিভাবে নথিভুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

গত কয়েকদিন আগেই রাজ্যের পরিবহণ মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন এই বিষয়টি সম্পর্কে। সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেন রাজ্যের সকল টোটো ডিলারদের সঙ্গে একটি বৈঠক করার। পরিবহন মন্ত্রী জানান এখন থেকে রাজ্যের প্রতিটি টোটো ডিলারকে এই কিউ আর কোড ব্যবহারের সম্পর্কে কড়া ভাবে সতর্ক করে দেওয়া হবে, আর যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন তার টোটো লাইসেন্স বাতিল করা হবে।

Advertisement

পরিবহন দপ্তর কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি পৌরসভা এলাকার টোটো গাড়ি গুলিতে এই নিয়ম (TOTO Service) চালু করার। পরিবহণ মন্ত্রী শ্রী স্নেহাশীষ চক্রবর্তী মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে এই বিশেষ ব্যবস্থা উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এই বিশেষ সিদ্ধান্তের ফলে একদিকে রাস্তাঘাটে যেমন বৈধ টোটো গুলির এবং যাত্রীদের চলাচলের সুবিধা হল, তেমনি অন্যদিকে নিরাপত্তাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেল যাত্রীদের।

Ads
রোজগার মেলা (Rozgar Mela)

যেমন ভাবে চার চাকা অথবা দুই চাকার গাড়িতে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার থাকার দরুন সেটিকে সনাক্ত করতে সুবিধা হয়, ঠিক তেমনভাবেই এখন থেকে প্রতিটি টোটোর এই কিউআর কোড দ্বারা সেগুলিকে সহজেই সনাক্ত করা যাবে। ফলে অতি সহজেই বোঝা যাবে কোনো অবৈধ টোটো রাজ্যের রাস্তাগুলিতে চলাচল করছে কি না।

আরও পড়ুন, বৃষ্টিতে সবজি নষ্ট। পুজোর আগে কোন কোন সবজির দাম বাড়ছে, তালিকা ও বাজারদর জেনে নিন।

পাশাপাশি টোটোর যাত্রীগণ অথবা চালক কোনো সমস্যায় পড়লে সেই কোড স্ক্যান করে যাবতীয় তথ্য নিয়ে প্রশাসনের (TOTO Service) কাছে এই বিষয়টি দাখিল করা যাবে। টোটো রেজিস্ট্রেশন নম্বর থেকে শুরু করে ইঞ্জিন নম্বর এমনকি মালিকের নাম ও ঠিকানা ইত্যাদি সব থাকবে এই QR Code এর মধ্যে। তাই এই কোড মারফত অতি সহজেই শনাক্তকরণ করা যাবে সেই বৈধ টোটো গুলিকে।

আরও পড়ুন,  নিয়ম না মানায় SBI ও PNB সহ 4 টি ব্যাংক কে জরিমানা করলো রিজার্ভ ব্যাংক। মহা চিন্তায় 40 কোটি গ্রাহক।

অন্যথায় যে টোটো গুলি এই নিয়মের অধীনে থাকবে না সেগুলির নাম রাখা হবে একটি কালো তালিকায়, এমনটা জানিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর।
Written by Nabadip Saha.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *