Mobile Recharge: বারবার রিচার্জের ঝামেলা শেষ। 20 টাকার রিচার্জ করলেই চলবে ফোন। জানুয়ারি থেকে নতুন নিয়ম টেলিকম দপ্তরের
TRAI Announced New Recharge Plan 2025
মূল্যবৃদ্ধির বাজারে মোবাইল রিচার্জ (Mobile Recharge) করতেও বেশ চিন্তায় পড়তে হয় গ্রাহকদের। বিশেষ করে ২০২৪ সালের শুরুর দিকে যেভাবে মোবাইলের প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম হু হু করে বেড়েছে সেখানে মাসিক খরচ হিসেব করতে গিয়ে কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের। তাই ২০২৫ সালের শুরুতেই নতুন নিয়ম জারি করল টেলিকম দপ্তর (TRAI). এই নতুন নিয়মে বলা হচ্ছে, এবার কম রিচার্জ করলেও সক্রিয় থাকবে আপনার সিম কার্ড (Sim Card). কিভাবে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
Mobile Recharge Plan By TRAI
দেশের সাধারণ মানুষের সুবিধার্থে নতুন বছরে নতুন নিয়ম জারি করল টেলিকম দপ্তর। নিয়ম শুনে স্বস্তিতে আমজনতা। টেলিকম দপ্তরের এই নতুন নিয়মের আওতায়, জানিয়েছে যে, এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখতে আর কোনো বড় রিচার্জ করার প্রয়োজন হবে না। আপনারা মাত্র ২০ টাকা প্রিপেইড ব্যালেন্স ভরেই সিমের সক্রিয়তা বজায় রাখতে পারবেন। এটিকে বলা হচ্ছে TRAI-র নতুন অটোমেটিক নম্বর রিটেনশন স্কিম। জানা যাচ্ছে, এই নিয়মটি কার্যকর হবে ২৩ জানুয়ারি থেকে। টেলিকম দপ্তরের নিয়ম প্রযোজ্য হবে ভারতবর্ষে চালু থাকা প্রত্যেকটি টেলিকম অপারেটরের জন্য। তাই যদি আপনি এয়ারটেল জিও, ভোডাফোন আইডিয়া কিংবা বিএসএনএল অপারেটর ব্যবহার করেন, তবে এই সুবিধা আপনি পেয়ে যাবেন।
কত টাকা রিচার্জ করলে সিম চলবে?
ইতিমধ্যে জানা যাচ্ছে, ২৩ জানুয়ারি থেকেই এই নতুন নিয়ম চালু হওয়ার কথা। ভারতের টেলিকম দপ্তর TRAI টেলিকম কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে যে, তাঁরা যাতে কম খরচের রিচার্জ প্ল্যান চালু করে। এই রিচার্জ প্ল্যান চালু করলে গ্রাহকরা মোবাইলের অতিরিক্ত খরচের বোঝা থেকে মুক্তি পাবে। এখন আপনাকে সিম সচল রাখার জন্য নূন্যতম ২০ টাকা রিচার্জ করতে হবে। আপনি যদি আপনার ফোনে ২০ টাকা ব্যালেন্স রাখেন, তবে আপনার সিম সক্রিয় থাকবে টানা ৯০ দিন পর্যন্ত। অর্থাৎ যদি আপনি ২০ টাকার রিচার্জ করে ৯০ দিন কোনো রিচার্জ নাও করেন, তবুও আপনার নম্বর কিন্তু বন্ধ হবে না। ফলে, দীর্ঘদিন ধরে রিচার্জ না হওয়ার কারণে সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় আর নেই। এর পাশাপাশি, বহুমূল্য রিচার্জ করে সিম চালু রাখতে হবে না।
Google Pay অ্যাপ থাকলে 2000 টাকা পাবেন প্রতিদিন! অবাক লাগলেও সত্যি খবর
কোনো রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে?
তবে গ্রাহকদের এই কথা মনে রাখতে হবে, যদি আপনি সিম সচল রাখতে চান তাহলে আপনাকে নূন্যতম রিচার্জ করতে হবে। যদি সিমে কোনো ব্যালেন্স না থাকে অথবা রিচার্জ না করা হয়, তবে আপনার সিম পরিষেবা কিন্তু পনেরো দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। টেলিকম দপ্তরের এই নিয়ম কার্যকর হবে শুধুমাত্র সিমের সক্রিয়তা বজায় রাখার জন্য। আপনাকে মোবাইল রিচার্জ করে রাখতে হবে OTP এবং অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য।
রিচার্জ না করলেও এবার চালু থাকবে সিম। নতুন বছরে নতুন নিয়ম প্রত্যেক মোবাইল ব্যবহারকারীদের জন্য
তবে TRAI আরও একটি সুবিধা রেখেছে। আর সেটি হল, যদি ৯০ দিনের পরেও একজন গ্রাহক রিচার্জ না করেন, তবে তিনি অতিরিক্ত ১৫ দিনের গ্রেস পিরিয়ড পাবেন। এই সময়ে, সেই গ্রাহক তাঁর সিম চালু রাখতে রিচার্জ করতে পারবেন। গ্রাহক যদি ১৫ দিনের মধ্যে রিচার্জ না করেন, তবে আপনার সিম পরিষেবা কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে সর্বোপরি বলা যায়, টেলিকম দপ্তরের নতুন এই নিয়ম সাধারণ মানুষের জন্য যথেষ্ট উপকারী হবে।