Old Coin Sale (পুরানো কয়েন বিক্রি)

Old Coin Sale – কোথায় ও কীভাবে বিক্রি করবেন জানুন বিস্তারিত।

কথায় আছে ‘পুরোনো চাল ভাতে বাড়ে’, ঠিক তেমনই পুরোনো কয়েন (Old Coin Sale) বা নোটও দামে বাড়ে। অনেক মানুষই শখ করে পুরোনো নোট এবং কয়েন জমান। এই পুরোনো টাকাই কিন্তু বদল আনতে পারে আপনার ভাগ্যে। করে দিতে পারে লাখপতিও। নিশ্চয় ভাবছেন কীভাবে? এই প্রতিবেদনে সেই বিষয়েই আলোচনা করা হয়েছে বিশদে।

Advertisement

আসলে বাইরের অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে পুরোনো কয়েন (Old Coin Sale) এবং নোটের বিশাল চাহিদা আছে। বহু মানুষ অনলাইনে অনেক দাম দিয়ে এই রকম অ্যান্টিক জিনিস নিজেদের সংগ্রহে রাখতে চান। এই সব পুরোনো টাকা বিক্রি করার জন্য বেশ কিছু অ্যাপও আছে। সেই অ্যাপগুলিতে রেজিস্টার করে নিয়ে খুব সহজেই নিজের সংগ্রহের পুরোনো টাকা বিক্রি করে রাতারাতি বড়োলোক হয়ে যাওয়া সম্ভব।

রাজ্যের বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর বিরাট সুযোগ, কিভাবে পাবেন এই সাহায্য জেনে নিন।

বর্তমানে পুরোনো ২ টাকার কয়েনের (Old Coin Sale) ব্যাপক চাহিদা চলছে বর্হিবাজারে। তবে, যে কোনো পুরোনো ২ টাকার কয়েন হলে চলবে না, থাকতে হবে কিছু বিশেষত্ব এবং ঐতিহাসিক গুরুত্বও। যে পুরনো দুই টাকার মুদ্রাটি নিয়ে কথা বলা হচ্ছে, তা প্রকাশ করা হয়েছিল ১৯৯৪ সালে। ওই মুদ্রাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর পিছনের দিকে ভারতবর্ষের একটি নকশা রয়েছে।

Ads

শুধু এটাই নয়, ওই নকশার মধ্যে ভারতের একটি মানচিত্রও যুক্ত করা আছে। সব মিলিয়ে এই কয়েন তাই অত্যন্ত বিরল। বিরলতার কারণে এটি এখন বহুমূল্য। কয়েন বিশেষজ্ঞদের মতে, এই পুরনো ২ টাকার মুদ্রার মূল্য হতে পারে প্রায় কয়েক লক্ষ টাকা।

Advertisement

বিক্রি করবেন কীভাবে?
যদি আপনার সংগ্রহে এমন কোন দুই টাকার কয়েন থাকে, তবে তা বিক্রি করে আপনি খুব সহজেই লাখপতি হতে পারবেন। এর জন্য কোনও বাড়তি কসরত করার প্রয়োজন নেই, বাড়িতে বসেই আপনি কয়েন বাজার অথবা ইবে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে কয়েনটিকে অনলাইনে বিক্রি করতে পারবেন।

Advertisement

এর জন্য, প্রথমেই কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেকে ‘সেলার বাৎবিক্রেতা’ হিসেবে রেজিস্টার করে নিতে হবে। এর পরে আপনার কাছে থাকা ওই বিশেষ কয়েনের ছবি তুলে একটি বিজ্ঞাপন হিসেবে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সাথে জুড়ে দিতে হবে নিজের কন্টাক্ট নম্বর দিতে হবে।

Ads

পরবর্তীতে, এই ওয়েবসাইট, কয়েনটি কিনতে ইচ্ছুক ক্রেতাদের কাছে ওই কয়েনের বিজ্ঞাপন পাঠিয়ে দেবে। তাদের সঙ্গে সরাসরি কন্টাক্ট করে আপনি কয়েনের দাম ঠিক করতে পারবেন। এভাবে খুব সহজেই বাড়িতে বসে কেবলমাত্র কয়েন বিক্রি করে লাখপতি হওয়া সম্ভব!

1 টাকার এই স্পেশাল পুরনো কয়েন বিক্রয় করে হয়ে যান কোটিপতি।

Advertisement
3 thoughts on “Old Coin Sale – দুই টাকার এই পুরাতন কয়েন বিক্রি করে কামান লক্ষাধিক টাকা, জানুন কীভাবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *