রান্নার গ্যাসের দাম তথা LPG Cylinder Rate

নভেম্বর মাসের শুরুতেই মোদি সরকারের পক্ষ থেকে রান্নার গ্যাসের দাম তথা LPG Cylinder Rate নিয়ে মিললো দেশবাসীর জন্য দারুন সুখবর। নতুন মাস পড়তে না পড়তেই এলপিজি সিলিন্ডার (LPG Cylinder Rate) সহ সমস্ত পেট্রো পণ্যের দাম (Petrol Diesel Price) পুনর্নির্ধারণ করা হলো সরকারের তরফে। আভাস পাওয়া যাচ্ছে এক্ষেত্রে অনেকটাই কমতে পারে এলপিজি গ্যাসের দাম (LPG Cylinder Rate). যদি সত্যি তা হয়, তাহলে এবার থেকে গরিব মানুষের মাথা থেকে চিন্তার হাত নামবে। যদিও গতকালই বানিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছে মোদী সরকার।

Advertisement

Ujjwala Yojana LPG Cylinder Rate today

২০২৪ এর লোকসভা ভোট আর মাত্র কয়েক মাস পরেই শুরু হবে। সর্বভারতীয় কক্ষে নিজের স্থান দখল করার জন্য প্রতিটি রাজনৈতিক দলই এখন জনমুখী কর্মসূচি গ্রহণ করবে। মোদি সরকারও ব্যতিক্রম করলো না তার। আগস্ট মাসে উজ্জ্বলা যোজনার এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা (LPG Cylinder Rate) কমানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

PM Ujjwala Yojana 2.0

যার দ্বারা উপকৃত হয়েছিলেন হাজার হাজার দরিদ্র মানুষ। তারপর দুমাস যাবত গ্যাসের দামে আর কোন পরিবর্তন আসেনি। ভোটের আগে এবার আরও একবার পুন নির্ধারিত হল এলপিজি সিলিন্ডারের দাম। অনেকেরই আশায় অনেকটা সস্তা হতে চলেছে এবারে এই মহার্ঘ্য রান্নার গ্যাস। তবে চিন্তার বিষয় হলো যে গৃহস্থলী গ্যাসের দাম (Domestic Gas Cylinder Price) কমালেও এরই মধ্যে গতকাল বানিজ্যিক সিলিন্ডার (Commercial Gas Cylinder Price) এর দাম ১০১.৫০ টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার।

Ads

ইতিমধ্যেই মোদি সরকার মারফত ঘোষণা করা হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ২.০ (Ujjwala Yojana 2.0) চালু করার। যার আওতায় আরো ৭৫ কোটি দেশবাসীকে বিনামূল্যে গ্যাস পরিষেবা প্রদান করতে চলেছে কেন্দ্র। সেই সঙ্গে কিছু কিছু রাজ্যে গ্যাসের উপর ভর্তুকি ও বাড়ানো হয়েছে। যেমন কয়েকদিন আগেই গোয়ার রাজ্য সরকার এরূপ একটি ঘোষণা করে।

Advertisement

সে যাই হোক এবার সমগ্র দেশবাসীর কথা চিন্তা করল কেন্দ্রীয় সরকার। ভোটের আগেই মাস্টার স্ট্রোক হিসেবে এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারের দাম (LPG Cylinder Price) কমিয়ে দিল অনেকটা। এর ফলে সাময়িক ভাবে উপকৃত হতে পারে দেশবাসী। আর আগামী ৫ জানুয়ারী লোকসভা ভোট নিয়ে সর্বদলীয় বৈঠক হতে পারে। আর তারপর নির্বাচন বিধি চালু হলে জিনিসপত্রের দাম কমানো বা নতুন প্রকল্প চালু করা নিয়ে আইনি বাঁধা থাকতে পারে। তাই সময় থাকতেই আঁটসাঁট ভাবে পরবর্তী নির্বাচনী বইতরনী পাড় করার পরিকল্পনা নিয়েছে।

Advertisement
ফ্রি রেশন সামগ্রীর তালিকা (Free Ration items list)

উৎসবের মরসুম শেষ হয়নি এখনো। আর প্রতিটি মানুষই চায় এসময়টা আনন্দে কাটাতে। যার যত টাকাই থাক সে নিজের মতো করে সংসার খরচ টানার চেষ্টা করে। কিন্তু বর্তমানে জিনিসপত্রের যা দাম তাতে কোনমতেই সহজ ভাবে সংসার খরচ বাঁচানো সম্ভব নয়। বরং তা বেড়ে চলছে বেশি করে। বিশেষ করে রান্নার গ্যাসের ক্ষেত্রে দাম শুনলে তো মানুষের মাথায় হাত পড়ে যায়।

Ads

আরও পড়ুন, জ্যোতিপ্রিয় মল্লিকের আমলের 2 কোটি রেশন কার্ড বাতিল ঘোষণা। আপনার কার্ড ঠিক আছে তো?

তবে এ বছর উৎসবে শেষ হচ্ছে এই চিন্তা। শোনা যাচ্ছে রান্নার এলপিজি গ্যাস গুলির দামে এসেছে বড়সড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকার নাকি এক ধাক্কায় অনেকটা সস্তা করেছে এলপিজি সিলিন্ডারের দাম। কোন পরিমাণ গ্যাসের কত টাকা মূল্য হ্রাস হয়েছে সেই তালিকাও প্রকাশ করেছে অর্থ দপ্তর।
বাণিজ্যিক গ্যাস গুলির দাম নিম্নমুখী হতে পারে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে অন্যান্য পরিমাণ গ্যাসের দামেও এসেছে বিরাট পরিবর্তন। দেখে নিন তালিকা।

আরও পড়ুন, নভেম্বরের শুরুতেই ব্যাংক একাউন্টে ঢুকবে 8000 টাকা। আপনি পাবেন কিনা জেনে নিন।

LPG Cylinder Rate in different Cities

দেশের বিভিন্ন জায়গায় গ্যাসের বিভিন্ন দাম:-
১. কলকাতায় গ্যাস সিলিন্ডারের বর্তমান দাম রয়েছে 929 টাকা।
২. দিল্লিতে এই দাম রয়েছে 903 টাকা।
৩. এই দাম 14.2 কেজির গার্হস্থ্য সিলিন্ডারের ক্ষেত্রে, 19 কেজির ক্ষেত্রে এই দাম রয়েছে 1839 টাকা থেকে বেড়ে গতকাল থেকে হয়েছে ১৯৪৩ টাকা করে।

৪. তবে কলকাতায় উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধাভোগীরা 629 টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারছেন।
এবার নভেম্বরের শুরুতে এই রেটে কোনও পরিবর্তন হয় কিনা সেদিকেই তাকিয়ে গ্রাহকেরা।
এই সংক্রান্ত আরও আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।
আমাদের WhatsApp করতে এখানে ক্লিক করুন।
Written by Nabadip Saha.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *