Office এ কবে থেকে এই নিয়ম জারি হচ্ছে?
স্কুল মানেই নির্দিষ্ট ড্রেস কোড বজায় রাখতেই হয়। মেনে চলতে হয় সকল নিয়ম। তবে যদি Office এ এই নিয়ম মানতে হয়। সকলের সেটি নাও পছন্দ হতে পারে।
কিন্তু এবার থেকে সরকারি কর্মচারীদের মানতে হবে বিশেষ নিয়ম। Office এ পড়া যাবে না ক্যাসুয়াল ড্রেস। অফিসে গেলেও পড়তে হবে ফরমাল ড্রেস। না মানলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে?
পুজোর কেনাকাটায় বাম্পার Offer 80%, কোন সাইটে কবে থেকে সেল শুরু হচ্ছে, দেখুন
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বারেলিতে এই নিয়ম জারি করা হয়েছে। বারেলির ডিস্ট্রিক্ট ম্যাজেস্ট্রেটের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেসকল কর্মচারী এই ড্রেস কোড মানবেন না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী জানান, অফিসার যোগ্যতায় মানাননসই রাখতে সরকারি কর্মকর্তাদের ফরমাল পোশাক পরতে হবে। ক্যাসুয়াল পোশাক পড়লে তা বাইরে পড়া যাবে।
কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি 2022, উচ্চ বেতনে কেন্দ্রীয় সরকারী চাকরীর সুযোগ
বিশেষত, অফিসে জিনস, টি-শার্ট পরা নিয়ে এর আগেও নানা পদক্ষেপ নিতে শোনা গিয়েছিলো অনেক রাজ্য সরকারকে। এবার বারেলিতেও একই পদক্ষেপ গ্রহন করা হল।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
সরকারী কৃষি ব্যাংকে কর্মী নিয়োগ, প্রচুর শূন্যপদ, মাধ্যমিক থেকে গ্রাজুয়েট সবাই করুন আবেদন