ATM Card ছাড়া ATM থেকে কিভাবে টাকা তুলবেন? হাতে শুধু মোবাইল থাকলেই কেল্লাফতে

UPI Powered ATM In India

ATM আসার পর থেকে মানুষের সুবিধা আগের চাইতে অনেকটাই বেড়েছে। ATM Card থাকলে খুব সহজেই এখন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া জয়ম তার জন্য ব্যাংকের লম্বা লাইনে দাঁড়াতে হয় না। প্লাস যখন ইচ্ছে টাকা তোলা যায়। কিন্তু যদি এটিএম কার্ড নিতেই ভুলে যান? চিন্তা নেই! সমাধান আছে। এখন এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলে নেওয়া যাবে। শুধুমাত্র হাতে মোবাইল থাকলেই হবে কেল্লাফতে।

ATM Card ছাড়া ATM থেকে টাকা তোলা

এরকম অনেক সময় হয়েছে, আপনি হয়তো তাড়াহুড়ো করে এটিএম-এ গিয়েছেন অথবা রাস্তায় কোনভাবে টাকার দরকার হয়েছে কিন্তু আপনার সঙ্গে এটিএম কার্ড নেই। তাহলে এখন উপায়? কিভাবে তুলবেন টাকা? এটিএম কার্ড না থাকলেও এখন এটিএম থেকে টাকা তোলা যায়। যুগের সঙ্গে পাল্লা দিয়ে আরো আধুনিক হচ্ছে মানুষ। আর টেকনোলজি ছুটছে দুরন্ত গতিতে।

সম্প্রতি যে সিস্টেম বাজারে এসেছে তার দ্বারা এটিএম কার্ড ছাড়াই আপনি টাকা তুলে নিতে পারবেন অতি সহজেই। রাস্তায় বেরোলে তো আপনারা সবাই স্মার্টফোন ক্যারি করেন। তাই এই স্মার্টফোনকে ব্যবহার করেই দারুন সহজ পদ্ধতিতে আপনার প্রয়োজনীয় টাকা তুলে নেওয়া সম্ভব। ভাববেন না, এর জন্য আপনাকে বিরাট লাইনে দাঁড়াতেও হবে না। আসুন সেই পদ্ধতিটি জেনে নেওয়া যাক।

UPI-Powered ATM In India

সম্প্রতি সাধারণ মানুষের সমস্যার একেবারে সমাধান বের করে ফেলেছে Slice। এটি হল একটি ফিনটেক সংস্থা। এই সংস্থাটি সম্প্রতি কার্ড ছাড়া এটিএম থেকে টাকা তোলার উপায় বের করে ফেলেছে। দেশের মধ্যে ইতিমধ্যে বেঙ্গালুরুতে বসানো হয়েছে এটিএম। যেখানে গিয়ে UPI-তে পেমেন্ট করেই যে কোনো গ্রাহক টাকা তুলে নিতে পারবেন অথবা নিজের অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন। খুব সহজে QR স্ক্যান করলেই আপনার হাতে আসবে নগদ। কার্ড ছাড়াই টাকা তুলে নিতে পারবেন এই ইউপিআই ভিত্তিক এটিএম থেকে।

আরও পড়ুন: এটিএম থেকে টাকা তুললেই এবার দিতে হবে চার্জ। মে মাসের শুরু থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

এটি কিভাবে কাজ করবে?

সম্প্রতি সংস্থার তরফে জানা গিয়েছে, শুধুমাত্র ATM মেশিন নয়। ইতিমধ্যে দেশের প্রথম UPI-Powered ব্যাঙ্কের শাখাটিও তাঁরা খুলে ফেলেছে। যেখানে কিনা নগদ বা ব্যাঙ্কের বইয়ের কোনও দরকারই পড়বে না, কারণ সবটাই ডিজিটাল। মনে করা হচ্ছে, ব্যাঙ্কিং সেক্টরে এই বদলটা একেবারে ঐতিহাসিক। যা আগে কখনও হয়নি। এর দ্বারা অনেক বেশি সুবিধা পাবেন দেশের মানুষ।

আরও পড়ুন: এবারে কি 500 টাকার নোট বাতিল হতে চলেছে? দেশের সকল ATM এ RBI এর নির্দেশ পৌঁছে গেল

উপসংহার

এই সিস্টেম যে যুগান্তকারী পদক্ষেপ সে তো বোঝা যাচ্ছে। আগামী দিনে ক্রেডিট কার্ডকে UPI ভিত্তিক করে দেওয়া হবে। আর এটি তখনই সফল হবে, যখন কিনা গোটা ব্যাঙ্কিং সেক্টর এক সঙ্গে কাজ করবে। এতদিনের পরিচিত ব্যাঙ্কিংয়ের ধারণাও খুব শীগ্রই একেবারে বদলে যাবে।

Related Articles

Back to top button