সাধারণ মানুষের ওপরের সরকারের দায়বদ্ধতা বিস্তর। প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকার বার বার সাধারণ জনগণকে সতর্ক করে আসছে বহু দিন থেকেই। কিন্তু অনেকে হয়তো জানতে পারছেন না যোগাযোগ মাধ্যমের অভাবে। আবার অনেকেই দিচ্ছেন না কোন গুরুত্ব। তবে এবারে কেন্দ্র বেশ কঠোর হতে পারে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্যান কার্ড নিয়ে জরুরী বার্তা।
কেন্দ্রের বিভিন্ন স্কিমের মাধ্যমে এখন দেশের প্রতিটি মানুষেরই এখন আছে ব্যাংক একাউন্ট। তবে ডিজিটাল ভারতের ফলস্বরূপ এই ব্যাংক নিয়ে আর্থিক নানা করচুপির ক্ষেত্রে সরকার নিচ্ছে কঠোর পদক্ষেপ। সরকার আধুক প্রযুক্তির ব্যবহার করে সমস্ত ব্যাংককে নিয়ে এসেছে এক ছাতার তলায় যার নাম কোর ব্যাংকিং সিস্টেম। এক্ষেত্রে সমস্ত গতিবিধি আরবিআই তদারকি করতে সক্ষম হয়।
এক্ষেত্রে আধার কার্ড, ব্যাংক একাউন্ট এবং PAN Card – এই 3 টি বিষয়ই একসাথে জড়িত। কেন্দ্র বারংবার জনগণকে সজাগ করে চলে আধার প্যান লিংক এর বিষয়ে। আর অপর দিকে ব্যাংকের একাউন্ট থাকলে প্যান কার্ড থাকাও বাধ্যতামূলক। অনেকেরই ভুল ধারণা থাকে যে, অনেক টাকা আয় না করলে প্যান কার্ডের কোন প্রয়োজনীয়তা নেই। তবে এই ধারণা একেবারেই ভুল।
এবারে শেষ বারের মতো সুযোগ মিলছে PAN Card নিয়ে। এবারে এই কাজ না করলে বাতিলের খাতায় চলে যাবে আপনার নাম। গুরুত্ব না দিলেই হারাতে হবে সব। ভারতের আয়কর দপ্তরের বার্তায় বলা হচ্ছে, 31 শে মার্চ, 2023 সালের মধ্যে এই প্যান – আধার লিংকের কাজ করতেই হবে সকলকে। এরপরে আর এই বিষয়ে সুযোগ দেওয়া হবে না।
এবছরের 31 শে মার্চ, 2022 তারিখে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার নির্ধারিত দিন শেষ হয়ে গেছে। এবারে যারা ঐ কাজ করেন নি, তাদের ক্ষেত্রে আগামী বছর 31 শে মার্চ, 2023 সালের মধ্যে কাজটি সেরে ফেলতে সব।। তবে এক্ষেত্রে অবশ্যই ফাইন দিয়ে কাজটি করতে হবে। এক্ষেত্রে জরিমানা দিতে হবে 1,000/- টাকা। তবে এরপর আর কোন সুযোগ না দিয়ে প্যান কার্ডটিকে আর ব্যবহার উপযোগী রাখা যাবে না।
আধার কার্ডকে এখন সব জায়গায় পরিচয় প্রমান হিসেবে ব্যবহার করছে অধিকাংশ মানুষ। তবে প্যান কার্ডের দিকে অনেকেই গুরুত্ব দিতে নারাজ। এবারে গুরুত্ব দিয়ে সেরে ফেলুন এই কাজ। নিচে বিস্তারিত আলোচনা করা হল।
1. আপনাকে প্রথমে আয়কর ওয়েবসাইট www.incometaxindiaefiling.gov.in – এ যেতে হবে।
2. Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।
3. একটি নতুন পৃষ্ঠা খুলবে, এখানে আপনাকে আপনার প্যান নম্বর, আধার নম্বর ও অন্যান্য অনেক বিবরণ পূরণ করতে হবে।
4. এখানে অ্যাড ফাইন এর ফি জমা দিন। আপনি ক্রেডিট, ডেবিট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এটি পূরণ করতে পারবেন।
5. এরপরে আপনি ক্যাপচা কোড দেখতে পাবেন যা আপনাকে পূরণ করতে হবে।
6. আপনার আধার নম্বর লিখুন সতর্কতার সাথে।
7. আধার লিঙ্ক করা নম্বরে ওটিপি আসবে, যা আপনাকে লিখতে হবে।
8. অবশেষে আপনার আধার ও প্যান লিঙ্ক করার কাজটি সম্পন্ন হয়ে যাবে।
ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও 10000 টাকা দিচ্ছে মোদী, কিভাবে পাবেন জেনে নিন।
আয়কর দপ্তরের বিশেষ সতর্কতা:
অবৈধ প্যান কার্ড অথবা একবার PAN Card করা থাকলে আবার নতুন করে PAN Card পাবার জন্য আবেদন করবেন না। অনেকের কার্ড হারিয়ে যায় বা কোন কারণে নস্ট হয়ে যায়। সেক্ষেত্রে থানায় ডায়েরি করে সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার পুরানো নাম্বারের নতুন প্যান কার্ড পেয়ে যাবেন।
তবে অনেকে ভুল করে ফ্রেস আবেদন করে ফেলেন। যা করলে অনেক টাকার জরিমানা গুনতে হবে আপনাকে। অবৈধ PAN Card ব্যবহার করলে তা আয়করের ধারা 272B এর লঙ্ঘন করা হবে। এমন পরিস্থিতিতে দোষী প্রমাণিত হলে সর্বাধিক 10 হাজার টাকা জরিমানা হতে পারে। এই ধরণের আপডেট নিউজ পেতে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের প্রতিবেদনের ইতি টানছি। ধন্যবাদ।
Written by Mukta Barai.