Uttarkanya Scholarship: শুরু হলো উত্তরকন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন ও ফর্ম ফিল আপ। উত্তরকন্যা স্কলারশিপ স্ট্যাটাস চেক, টাকার পরিমাণ, যোগ্যতা ও পদ্ধতি জেনে নিন

Uttarkanya Scholarship 2025

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার চালু করা হলো উত্তরকন্যা স্কলারশিপ বা Uttarkanya Scholarship. মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিল থেকে এই স্কলারশিপের টাকা পড়ুয়াদের দেওয়া হবে। এই স্কলারশিপ কে অনেকে নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) ও বলে থাকেন। তব নবান্ন সারা রাজ্যের জন্য , আর এই স্কলারশিপ উত্তর বঙ্গের জন্য প্রধানত চালু হয়েছে। উত্তরকন্যা হলো ২০১৪ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্বোধন করা একটি ভবন যেখানে উত্তরবঙ্গ বিভাগের উন্নয়নের অস্থায়ী সচিবালয় রয়েছে এবং উত্তরকন্যা-স্কলারশিপ হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জেলা গুলিতে রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপ।

Uttarkanya Scholarship Apply and Eligibility

উত্তরকন্যা নাম শুনেই আপনারা বিশ্লেষণ করতে পারবেন এই স্কলারশিপ উত্তরবঙ্গের পড়ুয়াদের জন্য। নবান্ন ও উত্তরকন্যা দুটি স্কলারশিপই একই। শুধু মাত্র বঙ্গ হিসাবে এদের নাম দুটি আলাদা। তাই যে সকল ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

উত্তরকন্যা স্কলারশিপের সুবিধা

উত্তরকন্যা স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তর পর্যন্ত টাকা দেওয়া হবে। গরীব দুঃস্থ পড়ুয়াদের পড়াশোনায় আর্থিক অভাব যেনো বাঁধা সৃষ্টি করতে না পারে তাই সরকারের তরফ থেকে এই স্কলারশিপ। উত্তরকন্যা-স্কলারশিপে কত টাকা করে পাবেন পড়ুয়ারা? বৃত্তি বাবদ পড়ুয়ারা প্রত্যেক বছরে পাবেন ১০ হাজার টাকা করে।

Jio সিম থাকলেই সুখবর, ক্লিক করে দেখুন।

উত্তরকন্যা স্কলারশিপের শর্তাবলী

  • Uttarkanya Scholarship এ আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিস্টহানের পড়ুয়া হলেও এই স্কলারশিপ পেতে পারেন।
  • আবেদনকারী ছাত্র ছাত্রীদের মাধ্যমিকে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেতে হবে।
  • আবেদনকারী পড়ুয়াদের পারিবারিক আয় বার্ষিক ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।

উত্তরকন্যা স্কলারশিপে আবেদনের পদ্ধতি

উত্তরকন্যা-স্কলারশিপের জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। তবে এর ফর্ম ডাউনলোড করতে হবে নির্দিষ্ট অনলাইন পোর্টালটি থেকে। এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটি একটি A4 সাইজ পেপারে ডাউনলোড করে নিতে হবে। এর পর উল্লিখিত ডকুমেন্টস সহ ফর্মটি পোস্ট অফিসে স্পিড পোস্ট মারফৎ জমা করতে হবে বা নিজে গিয়ে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে।

এই পদ্ধতিটি বেশি কার্যকর। এছাড়া কোনো পড়ুয়া যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে ফর্মটি ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তাকে বানিয়ে ফেলতে হবে। এবং সেই পিডিএফ ফাইল পাঠিয়ে দিতে হবে cmo@wb.gov.in এই ইমেল এড্রেসে।

উত্তরকন্যা স্কলারশিপের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

১) পূর্ববর্তী শ্রেণীর ফলাফল
২) পড়ুয়ার আধার কার্ড
৩) ব্যাংক পাসবুকের ছবি
৪) কালার পাসপোর্ট সাইজ ফটো
৫) ইনকাম সার্টিফিকেট

৬) নতুন শ্রেণীতে ভর্তির রশিদ
৭) সেলফ ডিক্লারেশন ফর্ম
৮) MP অথবা MLA দ্বারা সুপারিশপত্র

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের SC ST OBC ছাত্র ছাত্রীদের বছরে ৪৫০০০ টাকা দিচ্ছে। অনলাইনে আবেদন করুন

অফলাইনে ফর্ম জমা দেওয়ার ঠিকানা

Department of CMRT Scholarship
‘UTTARKANYA ‘, New satellite Township,
Kamrangaguri, Fulbari, West Bengal – 734015.

উপরের নিয়মাবলী সঠিক ভাবে পূরণ করে অনলাইন বা অফলাইনে জমা করলেই এই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এখানে ক্লিক করুন। ছাত্র ছাত্রীরা নিয়মিত আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button