Vi তথা ভোডাফোন পরিষেবা সংক্রান্ত খুবই খারাপ খবর। এই টেলিকম সংস্থা থেকে পোর্ট করছেন গ্রাহকেরা। ফলে বেশ খতির সম্মুখীন হচ্ছে এই Vi টেলিকম কোম্পানি। Hutch থেকে যাত্রা শুরু করা টেলিকম সংস্থা ভোডাফোন হয়ে বর্তমানে হয়েছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। তবে এই সংস্থার আর্থিক মন্দা দেখা দেবার ফলে খুবই খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে কম্পানি। এমনকি দেউলিয়া হবার সম্ভাবনা দেখা দিয়েছে। বিস্তারিত দেখে নেওয়া যাক।
অন্যান্যদের মতো সুবিধা না পেয়ে Vi পরিষেবা ছাড়লেন বহু গ্রাহক।
ইতিমধ্যেই ভারতে চালু হয়েছে 5G পরিষেবা। সেদিক থেকে Jio এবং Airtel ভারতের বিভিন্ন নামী শহরে লঞ্চ করেছে তাদের 5G পরিষেবা। এমনকি তাদের অয়ার্ড ইন্টারনেট ফাইবার কানেকশন এখন বেশ জনপ্রিয়। সেই তুলনায় Vi গ্রাহকেরা কোম্পানির থেকে এই ধরণের সুবিধা পাচ্ছে না বা ভবিষ্যতে পাবে কিনা, তা নিয়ে সন্দিগ্ধ। এই টেলিকম সংস্থা বিশেষ খতির সম্মুখীন।
যেখানে সারা দেশের 72 টি শহরে লঞ্চ করেছে Jio 5G পরিষেবা, এয়ারটেল বেশ এগিয়ে সেখানে এই Vi টেলিকম সংস্থাটি বর্তমানে হারিয়েছে 60 লক্ষের মতো গ্রাহক। গ্রাহকেরা তাদের চাহিদা মতো পরিষেবা পাচ্ছেন না কোম্পানির থেকে। এই কারণে তারা এই পরিষেবা ছেড়ে সুবিধা নিচ্ছেন অন্য টেলিকম সংস্থা থেকে। ফলে গ্রাহক কমছে ভোডাফোন আইডিয়া কোম্পানির।
2023 সালে মোবাইল রিচার্জের খরচ হল অর্ধেক! হূড়মুড়িয়ে বাড়ছে BSNL গ্রাহক। বিস্তারিত দেখুন।
বর্তমানে এই সংস্থা নিজেদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাতে প্রয়োজন 7000 কোটি টাকা। এই বিপুল অর্থের যোগান পেতে টেলিকম সংস্থার তরফ থেকে লোন চাওয়া হয়েছে। মূলত ইন্ডাস টাওয়ার্স নামক এক সংস্থার বিপুল পরিমাণ এই ঋণ পরিশধের জন্যই এই লোনের প্রয়োজন টেলিকম সংস্থার।
দেশের ওপরের দিকে থাকা ব্যাংকের সাথে আলোচনায় আছে এই Vi লিমিটেড সংস্থাটি। তবে সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত এখন পর্যন্ত প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এখন পর্যন্ত 5G চালুর বিষয়ে কোন রকমের প্রচারে নেই এই টেলিকম সংস্থা। ফলে ভবিষ্যতে আরও কমতে পারে গ্রাহক সংখ্যা। এবারে ভবিষ্যৎ কেমন দাঁড়ায়, সেটাই দেখার।
পশ্চিমবঙ্গে কারেন্ট বিল অর্ধেক কমে গেল, বিদ্যুৎ বিল নিয়ে বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। এছাড়া সরকারি চাকরি, ব্যবসা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকল্প, স্কুল, কলেজ, সরকারি কর্মচারি, রাশিফল, নতুন ব্যবসার আইডিয়া সংক্রান্ত বিষয়ে জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
I wish jio recharge.
Thank you very much.
Not iwant you vi vodaphone communication, ♥️😎😃😁
আমি ভোডাফোনের একজন গ্রাহক ۔۔۔আমি কি গ্রাহক হিসেবে বর্তমানে ভোডাফোনের উপর আস্থা রাখতে পারি ?