বিশেষ অফারে তুমুল সস্তায় Vivo T4 Lite স্মার্টফোন। 128GB স্টোরেজ, 6000 mAh ব্যাটারি, 50MP ক্যামেরা। দেখুন সম্পূর্ণ ফিচার্স
Vivo T4 Lite Specifications
আপনার কি নতুন মোবাইল কেনার পরিকল্পনা? তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না। বিশেষ অফারে Vivo T4 Lite স্মার্টফোনটি বিক্রি হচ্ছে। আপনিও চাইলে এই মোবাইল কিনতে পারেন। তবে তার আগে মোবাইলের সম্পূর্ণ ফিচার জেনে নিতে হবে। আসুন দেখে নেওয়া যাক ভিভোর এই স্মার্টফোনটিতে ঠিক কোন কোন ফিচার যুক্ত করা হয়েছে, আর কত দামে ফোনটি পাওয়া যাচ্ছে।
Vivo T4 Lite Smartphone
প্রতিবছর স্বাধীনতা দিবসের আগে অনলাইনে একটা সেল চলে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। অনলাইনে চলছে ফ্রিডম সেল। জনপ্রিয় বিপণি সাইট ফ্লিপকার্ট দিচ্ছে এই সেল। আর তাতেই Vivo T4 5G ফোন মিলছে দারুন সস্তায়। Vivo T4 Lite 5G স্মার্টফোনটি পাচ্ছেন 10000 টাকারও কম দামে। শুনে অবাক হচ্ছেন? স্মার্টফোনটিতে ঠিক কি কি ফিচার যুক্ত করা হয়েছে, আসুন সে বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক।
Vivo T4 Lite Smartphone Specifications
ফ্লিপকার্টে চলা এই ফ্রিডম সেলে ভিভোর নতুন স্মার্টফোন আপনি পাচ্ছেন একেবারেই সস্তায়। ফোনটিতে যুক্ত করা হয়েছে 6000mAh ব্যাটারি পাওয়ার। তাছাড়া ফোনটি একটি 5G ফোন। এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। দাম রাখা হয়েছে একেবারে মধ্যবিত্তের নাগালের মধ্যে 10,000 টাকারও কম দামে। ভিভোর এই ফোন ইতিমধ্যে ভারতে লঞ্চ করা হয়েছে। Vivo T4 Lite ফোনটি সেলে 4000 টাকারও বেশি ছাড়ে কিনতে পারবেন।
এবার জেনে নেওয়া যাক Vivo T4 Lite ফোনে কি কি ফিচার রাখা হয়েছে। এই ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের পিক ব্রাইটনেস 1000 নিট পর্যন্ত রয়েছে আর 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। ভিভোর Vivo T4 Lite ফোনটি আধুনিক AI ফিচার দেওয়া। এটি 6000mAh এর ব্যাটারি সহ আসছে। ফোনটি 44W এর ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল Google Pixel 10-এর স্টোরেজ ও কালার। ক্রেতাদের জন্য দারুন সুখবর
আর ফটোগ্রাফির ক্ষেত্রেও Vivo T4 Lite ফোনটি দুর্দান্ত। এই ফোন ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে থাকে। ফোনে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর তার সাথে থাকছে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ব্যবহার হয়েছে 5 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo T4 Lite Smartphone Price
যদি আপনি অফারের কথা বিবেচনা করেন তো জেনে নিন এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে। একটিতে স্টোরেজ রাখা হয়েছে 4GB RAM+128GB, দ্বিতীয়টিতে স্টোরেজ রয়েছে 6GB+128GB এবং তৃতীয়টিতে স্টোরেজ রাখা হয়েছে 8GB+256GB। এই তিনটি মডেলের দাম যথাক্রমে 9,999 টাকা, 10,999 টাকা ও 12,999 টাকা।
উপসংহার
তাহলে এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কে আপনি জেনে নিলেন। এবার ফোনটি কিনতে পারবেন অনলাইনে ফ্লিপকার্ট মাধ্যমে। এখন এখানে সেল চলছে। তাই আপনি আপনার পছন্দের ফোনটি ক্রয় করে নিতে পারবেন। এটি ছাড়াও আরো নানান ধরনের অফার চলছে অনলাইন সাইটটিতে।