বাড়িতে বসে Voter ID Card-এর জন্য আবেদন করুন। কত দিনের মধ্যে পাবেন? অনলাইনে অ্যাপ্লিকেশন করার পদ্ধতি জানুন

Voter ID Card Application

ভারতবর্ষের জনসাধারণের কাছে গুরুত্বপুর্ণ একটি নথি হল ভোটার আইডি কার্ড (Voter ID Card). কোনো ব্যক্তির ১৮ বছর বয়স হলে তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হন। তিনি পান ভোটদানের অধিকার। আর তখন জরুরী নথি হিসেবে ভোটার আইডি কার্ডের দরকার হয়। তবে এছাড়াও এই নথিটি একাধিক ক্ষেত্রের জন্য অতি প্রয়োজনীয় ডকুমেন্ট। এখন বাড়িতে বসে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা যাবে।

Voter ID Card Application Process

আপনার কী নতুন ভোটার কার্ড বানাতে হবে? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপুর্ণ। ভোটার আইডি কার্ড বানানোর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে। কার্ড বানানোর জন্য আপনি যেমন সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারেন ঠিক তেমন ভাবেই অনলাইনে বাড়িতে বসে আবেদন করা যায়।

একজন ভারতীয় নাগরিকের জন্য ১৮ বছর বয়স পূর্ণ হয়, তবে তিনি ভোটাধিকার পাবেন। কার্ডটি বানানোর জন্য আপনাকে ভিজিট করতে হবে অফলাইনে অর্থাৎ রাজস্ব অথবা পৌর কার্যালয়ে। আবার বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

ভোটার আইডি কার্ড বানানোর নিয়ম

ভারতবর্ষে ভোটার আইডি কার্ড জারির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইসিআই। এই সিদ্ধান্ত থেকে জানা যাচ্ছে, নতুন ভোটাধিকার প্রাপ্ত ব্যক্তিরা অথবা যে সকল ব্যক্তিদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে তাঁরা নতুন করে কার্ড বানানোর জন্য আবেদন করতে পারেন। আগের চাইতে অনেক কম সময় লাগবে ভোটার কার্ড হাতে পেতে।

আরও পড়ুন: একসঙ্গে ৪ মাসের ফ্রি রেশন দেওয়া হবে। রেশন কার্ড হোল্ডারদের জন্য বিরাট সিদ্ধান্ত সরকারের

১৫ দিনের মধ্যে ভোটার কার্ড পেয়ে যাবেন!

নতুন ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে অথবা ভোটার আইডি কার্ড বানানোর আবেদন করার ক্ষেত্রে আগের মত আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। আগে যেখানে এক মাস সময় লাগতো এখন মাত্র ১৫ দিনের মধ্যেই কার্ড আবেদনকারীর হাতে পৌঁছে যাবে। সম্প্রতি এই ব্যবস্থা গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন। ইসিআই জানিয়েছে, ভোটার আইডি কার্ডের আবেদনের পর থেকে কার্ড পাওয়া পর্যন্ত আপনি সমস্ত তথ্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন।

ভোটার কার্ড বানানোর জন্য আবেদন পদ্ধতি

  • প্রথম ধাপে আপনাকে ভিজিট করতে হবে https://www.eci.gov.in/ ওয়েবসাইটে।
  • এইবার এই ওয়েবসাইট খুললে ‘Electors’ দেখতে পাবেন।
  • এবার এর উপর ক্লিক করুন।
  • এর পরের ধাপে দেখতে পাবেন’Resister in Electoral Roll’.
  • এর উপর যদি ক্লিক করেন তবে সেখানে ‘New Registration for general Electors’ দেখা যাবে।
  • এর পরের ধাপে ‘fill form 6’ এর উপর ক্লিক করতে হবে।
  • এই ক্লিক করলে নথিভুক্ত করা যাবে নতুন ভোটাধিকার।
  • এনআরআই হলে সরাসরি এখান থেকে আবেদনপত্র পূরণ করতে হবে।
  • তারপর সেটি জমা দিয়ে অপেক্ষা করুন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার হাতে চলে আসবে আপনার ভোটার আইডি কার্ড।

আরও পড়ুন: Aadhaar Card ও PAN Card দেখিয়ে কাজ হবে না! কেন্দ্র সরকারের বড় নির্দেশ

উপসংহার

ইসি সূত্রে খবর, রিয়েল টাইম ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে। নতুন ভোটার আইডি কার্ড জারি করার জন্য চালু করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP)। সবমিলিয়ে যতটা দ্রুত সম্ভব আবেদনকারীর কাছে সংশোধিত অথবা নতুন ভোটার আইডি কার্ড পৌঁছে দেওয়ার বন্দোবস্ত হয়েছে। তাই মাত্র ১৫ দিনের মধ্যেই ভোটার আইডি কার্ড আপনার কাছে পৌঁছে যাবে।

Related Articles

Back to top button