Lottery জেতার গোপন 4টি অব্যর্থ ফর্মুলা! শুভ দীপাবলিতে ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য।

টিপস মেনে Lottery খেলায় অংশ নিয়ে জিতুন কোটি টাকা।

লটারি খেলায় অংশ নিয়ে আপনি রাতারাতি ভাগ্যের জোড়ে হয়ে যেতে পারেন কোটিপতি। কিন্তু Lottery খেলায় যে একেবারেই কোনো হিসেব নিকেশ কাজ করে না, তা কিন্তু নয়। বারংবার লটারি কেটে অসফল? নির্দিষ্ট এই চারটি নিয়ম মেনে শুভদীপাবলিতে করে ফেলুন নিজের ভাগ্যের পরীক্ষা।

Lottery খেলার নম্বরগুলি দেওয়া থাকে চার্টে। সেখানে লক্ষ্য রাখতে হবে যে কোন নম্বর গুলি কতগুলি গেমের পরে আবার ড্র হচ্ছে। আবার কোন নম্বর গুলি একেবারেই ড্র হচ্ছে না। এক্ষেত্রে আপনি দুই ধরণের নম্বরই ট্রাই করে দেখতে পারেন।

ডেল্টা পদ্ধতির ব্যাবহার করে লটারির নম্বর বেছে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে হিসেব করে দেখা গেছে ছোট নম্বর গুলি অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা গুলির সফলতার হার 60 শতাংশ। তবে এক্ষেত্রে বিজ্ঞান সম্মত কোনো কারণ নেই।

পর পর জোড় সংখ্যা যেমন 2,4,6,8 অথবা পর পর বিজোড় সংখ্যা যেমন 1,3,5,7,9 হিসেবেও নম্বরগুলি রাখতে পারেন। অনেকেই  আবেগের বসে নিজের বা পরিবারে কারো জন্মতারিখ, বিবাহের তারিখ, মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি দিয়েই নাম্বার পছন্দ করেন। এক্ষেত্রে সফলতার হার খুবই কম।

Lottery জেতার গোপন টেকনিক আবিষ্কার, টিকিট সংখ্যা বাছাইয়ের সঠিক পদ্ধতি, একবার যাচাই করে দেখুন।

কিছু বিশেষ ওয়েবসাইট আছে যারা আপনাকে লটারি জেতার জন্য একটি Random Number বেছে দেবার কথা বলে। কিন্তু এর বিনিময়ে তারা Subscription Charge নিয়ে থাকে। তবে খুব বেশি টাকা এক্ষেত্রে ব্যয় করা সমীচিন নয়। কারণ, ভাগ্যে থাকলে ঠেকায় কে?

যেহেতু Lottery জেতা সম্পূর্ণ  ভাগ্যের ব্যাপার,তাই পূর্বে লটারি খেলে জয়ী হয়েছেন এমন ব্যক্তির সাথে শেয়ার করে লটারি খেলতে পারেন। তাহলে এমনও হতে পারে ওই লাকি ব্যক্তির সাথে যুক্ত হয়ে আপনার ভাগ্যেও লটারি খেলা এনে দিতে পারে বড়ো সফলতা।

লটারি কাটার সঠিক পদ্ধতি, আন্দাজে লটারি না কিনে এই নিয়মে কাটুন, লোকে সেলাম ঠুকবে।

আমরা কোন ভাবেই এই Lottery কাটার বিষয়কে উৎসাহ দেই না। শুধুমাত্র সঠিক তথ্যগুলি তুলে ধরি। আরো কিছু টিপস পেতে আমাদের ওয়েবসাইটে দেওয়া আগের পোস্ট গুলিতে একটু চোখ বুলিয়ে দেখতে পারেন। আসা করি সফল হবেন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

সম্পাদক

Leave a Comment