ব্যাংক থেকে Loan নিয়েছিলেন? EMI নিয়ে চাপে আছেন? ঋণ নিয়েও চাপমুক্ত থাকার কার্যকরী উপায় জেনে নিন

How To Stay Worry Free From EMI

আমাদের দ্রুতগতির জীবনে যেকোনো প্রয়োজনে ঋণ (Loan) নিতেই হয়। গাড়ি, বাড়ি কেনা, কিংবা ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে, অথবা নিজস্ব কোন প্রয়োজনে লোনের জন্য আমাদের আবেদন করতে হয়। কিন্তু লোন মানসিক চাপ সৃষ্টি করে। সময়মতো EMI না মেটাতে পারলে হিতে বিপরীত হবে। এমনটা চিন্তা করে অনেকেই চাপে পড়ে যান। তাই আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো লোন নেওয়ার পরেও কিভাবে চাপমুক্ত থাকবেন এমন কিছু কার্যকরী উপায় সম্পর্কে বিস্তারিত।

Loan নিয়ে চাপমুক্ত থাকার কার্যকরী উপায়

যেকোনো ব্যক্তিগত প্রয়োজনে লোন নিতে হতেই পারে। আর লোন নেওয়ার জন্য ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে আবেদন জমা করতে হয়। তবে লোন গ্রহণের পর টাকা তো পাওয়া যায়, কিন্তু মাথায় চাপে EMI-এর বোঝা। মাসে মাসে ইএমআই শোধ করতে গিয়ে কালঘাম ছোটে আমজনতার। তাই লোন নেওয়ার আগে, লোন নেওয়ার পর কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

১) বাজেট তৈরি করা

লোন নেওয়ার চিন্তাভাবনা থাকলে বাজেট তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাজেট তৈরি এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখা হলো ইএমআই পরিশোধের প্রথম ধাপ। এর জন্য যেটা আপনাকে করতে হবে, আপনার মাসিক আয় আর খরচের একটি বিস্তারিত হিসাব তৈরি করে ফেলতে হবে। ইএমআই পরিশোধের জন্য পর্যাপ্ত তহবিলকেও নিশ্চিত করতে হবে। আপনার সেই বাজেটে ইএমআই-এর জন্য একটি নির্দিষ্ট অংশ তুলে রাখুন, EMI চলাকালীন অপ্রয়োজনীয় খরচ কমান। এতে আর্থিক শৃঙ্খলা বজায় থাকবে।

২) অতিরিক্ত আয়ের বন্দোবস্ত করুন

EMI মেটাতে যেহেতু অতিরিক্ত টাকা আপনার বেরিয়ে যাচ্ছে তাই আগে অতিরিক্ত আয়ের উৎস তৈরি করে রাখতে হবে। অফিসের কাজের সঙ্গে ফ্রিল্যান্সিং অথবা পার্ট-টাইম কাজ করতে পারেন।ছোট ব্যবসা শুরু করতে পারেন। আপনার মধ্যে থাকা বিশেষ দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্স শুরু করুন গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, বা অনলাইন কোর্স শেখানোর মতো ফিল্ডে। যেখান থেকে আপনার অতিরিক্ত আয় আসবে আর সেটা ইএমআই পরিশোধে সহায়তা করবে।

আরও পড়ুন: টাকা তোলা ছাড়াও ATM Card দিয়ে করতে পারবেন এই ছয়টি কাজ। যা 90% লোক জানেন না!

৩) রিফাইন্যান্সিং

যদি দেখেন লোনের জন্য ইএমআই-এর পরিমাণ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে একটা উপায় করতে পারেন। আর সেটা ঋণের পুনর্গঠন। এই রিফাইন্যান্সিং হল একটু কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে ভারতীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঋণের মেয়াদ বাড়িয়ে মাসিক কিস্তি কমানোর সুবিধা দিয়ে থাকে। অনেক মানুষ যারা লোন গ্রহণ করেছিলেন, এর দ্বারা তাঁদের আর্থিক চাপ বেশ অনেকটাই কম হয়েছে।

৪) অর্থনৈতিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ

আপনি লোন নিয়েছেন এবং ইএমআই পরিশোধ নিয়ে চিন্তায় আছেন। এই পরিস্থিতিতে আপনাকে সঠিক পথ দেখাতে পারে একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ। তিনি বিভিন্ন পথের সন্ধান নিতে পারেন। আর্থিক উপদেষ্টারা ঋণ পরিশোধ সংক্রান্ত বিভিন্ন কৌশল, বিনিয়োগের পরিকল্পনা এবং সঞ্চয়ের উপায় সম্পর্কেও গাইড করতে পারেন।

আরও পড়ুন: সেভিংস একাউন্টে KYC করা নিয়ে RBI এর বড় ঘোষণা ব্যাংক গ্রাহকদের জন্য

উপসংহার

তাহলে কি বুঝলেন? লোন নিয়েও যদি সঠিক উপায় মেনে চলেন তাহলে ইএমআই পরিষদ হবে, আর আপনার চিন্তাও থাকবে না। তাই এবার থেকে উক্ত বিষয়গুলি মেনে চলুন। আর দেখবেন এর দ্বারা আপনি অনেকটাই চাপমুক্ত হচ্ছেন।

Related Articles

Back to top button