মাধ্যমিক পাশেই Asha Karmi নিয়োগ, রাজ্যের মহিলাদের জন্য দারুন সুযোগ।

Asha Karmi নিয়োগে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।

বর্তমান পরিস্থিতিতে চাকরি বা ব্যবসা সকলেই করতে চান (Asha Karmi)। মূল বিষয়টি হল অর্থ রোজগার করা। যাতে পরিবারের সদস্যদের অর্থ সাহায্য করা যায়। এক্ষেত্রে মহিলাদের জন্য সুখবর। সম্প্রতি উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগ স্থান ও পদের নাম– কোচবিহারের দিনহাটা-১ মহকুমার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী (Asha Karmi) নিয়োগ।
আবেদনের যোগ্যতা– এই পদে আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে মাধ্যমিক পাশ/ মাধ্যমিক অনুত্তীর্ণ (বিবাহিত, বিধবা, বিবাহবিচ্ছেদ) হতে হবে। উল্লেখ্য, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Higher Secondary পরীক্ষার্থীদের জন্য 2টি নথি জমা করা বাধ্যতামূলক করা হল

বয়সসীমা– সাধারণ বা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে বয়স কমপক্ষে ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে। এছাড়া তফশিলি জাতি বা তফশিলি উপজাতি আবেদনকারীদের বয়স কমপক্ষে ২২ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি– Asha Karmi পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। নিচে আবেদনের অফিশিয়াল ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে। এছাড়া সাদা পাতায় দরখাস্তের নির্দিষ্ট বয়ান অনুযায়ী আবেদন করা যাবে।

বছরের মাঝখানেই পশ্চিমবঙ্গের স্কুলে বদলে যাচ্ছে সিলেবাস, নতুন টপিক যুক্ত হলো

আবেদনের শেষ তারিখ– ১২ সেপ্টেম্বর,২০২২.
অফিশিয়াল ওয়েবসাইট-
www.coochbehar.nic.in

চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

বদলে গেল সমস্ত ধরনের পিএফ এর নিয়ম, সময় থাকলে দেখুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button