WB College Admission: কবে থেকে খুলছে কলেজে ভর্তির পোর্টাল? কিভাবে অ্যাপ্লিকেশন করবেন?

WB College Admission 2025

উচ্চমাধ্যমিক পাশ করে যারা কলেজ ভর্তির চিন্তাভাবনা করছেন (WB College Admission) তাঁদের জন্য জরুরী খবর। আরম্ভ হচ্ছে কলেজের অ্যাডমিশন। চলতি মাসেই কলেজে ভর্তির পোর্টাল খুলে যাচ্ছে। এখন কলেজে ভর্তির জন্য কী কী নথি লাগবে, কিভাবে অ্যাডমিশন নেবেন আজকে এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক।

WB College Admission 2025

অনেকদিন আগেই পশ্চিমবঙ্গে (West Bengal) উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। রেজাল্ট হাতে পেয়ে গ্রাজুয়েশন কোর্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের কলেজে ভর্তি শুরু হচ্ছে শীঘ্রই। অভিভাবকেরাও ভাবছেন, সন্তানের কলেজে এডমিশনের কথা। ইতিমধ্যে বেশ কয়েকটি কলেজের পোর্টাল (WB College Admission Portal) খুলে গিয়েছে। তারই মাঝে কলেজ ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ জানিয়ে দিল শিক্ষা দপ্তর।

কবে থেকে খুলছে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল?

উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য জরুরি খবর। কলেজে ভর্তির অনলাইন পোর্টাল খোলার তারিখ জানিয়ে দিল শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী এর আগে জানিয়েছিলেন, গত বছরে উনিশে জুন অনলাইন পোর্টাল খোলা হয়েছিল। আর এই বছর খুব সম্ভবত তার আগেই ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পেয়ে যাবেন। কারণ আগামী ১৭ জুন দুপুরে কলেজে ভর্তির অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হবে।

অনলাইন পোর্টাল দ্বারা ভর্তি হবেন কিভাবে?

অনলাইন পোর্টাল খোলার তারিখ জেনে যাওয়ার পর ছাত্র-ছাত্রীদের মাথায় প্রশ্ন আসছে অনলাইন পোর্টালের দ্বারা কিভাবে ভর্তি হবেন। আর ভর্তি হওয়ার জন্য কি কি নথি লাগবে। এই বছর স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের কেন্দ্রীয়ভাবে অনলাইনে এডমিশন নেওয়া হবে। উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে থাকা শিক্ষার্থীরা সরাসরি পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। পোর্টাল খুলছে ১৭ তারিখ দুপুর দুটো নাগাদ।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান। পড়াশোনা কমপ্লিট হলেই মিলবে লাখ লাখ টাকার চাকরি।

চলতি বছর কেন্দ্রীয়ভাবে বাংলার বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে এডমিশন (WB College Admission) নেওয়া হবে বলে জানা যাচ্ছে। ভর্তি নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এর উপর নির্ভর করে। এখান থেকে ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দমত বিষয় বেছে নিয়ে কলেজে ভর্তি হতে পারবেন। ছাত্র -ছাত্রীদের কলেজে ভর্তি হওয়া এর দ্বারা অনেকটা সহজ হতে চলেছে। পশ্চিমবঙ্গের মোট ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ৪৬০টি কলেজে একটি পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদন জানাতে পারবেন।

কলেজে এডমিশনের জন্য আবেদন কিভাবে?

এই পোর্টালের মাধ্যমে কিভাবে ছাত্র-ছাত্রীরা কলেজের এডমিশনের জন্য আবেদন জানাবেন? প্রথমেই ওই পোর্টালে ভিজিট করে ছাত্রছাত্রীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। পোর্টাল মারফত রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নিজের পছন্দমত কলেজ বেছে নিয়ে সেখানে আবেদন জানাতে পারবেন। মনে রাখুন, ছাত্রছাত্রীরা একের বেশি কলেজে আবেদন জমা করতে পারবেন। তাই একটি কলেজের সিট পূরণ হয়ে গেলে অন্য কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনাও থাকছে।

কোন কোন নথি সঙ্গে রাখতে হবে?

ছাত্র-ছাত্রীদের যে সকল নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল- ১) উচ্চমাধ্যমিকের অরিজিনাল মার্কশিট ও জেরক্স কপি, ২) উচ্চমাধ্যমিকের

সার্টিফিকেট ৩) মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড ৪) জন্ম শংসাপত্র ৫) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) ৬) আবেদনকারীর আধার কার্ড, ৭) ফোন নম্বর ৮) মেইল আইডি, ৯) আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি ১০) স্বাক্ষর ইত্যাদি।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশ করার পর সেরা কিছু কোর্সের সন্ধান। পড়াশোনা কমপ্লিট হলেই মিলবে লাখ লাখ টাকার চাকরি।

উপসংহার

সরাসরি পোর্টাল দ্বারা আবেদন করতে পারলে সেটা ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্যই সুবিধা জনক। নির্ধারিত দিনের পোর্টাল খুলে গেলে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করবেন। নিয়ম মেনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বাকি সমস্ত ডিটেলস ওই পোর্টালেই পেয়ে যাবেন।

Related Articles

Back to top button