WB DA Announcement 2022 – পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। ডিএ বাবদ কত টাকা পাবেন জানেন?
WB DA Announcement – ডিএ মেটাতে রাজ্য সরকারের কত টাকা প্রয়োজন জানেন?
বছরে দুবার করে সরকারি কর্মচারীদের বৃদ্ধি পায় মহার্ঘ ভাতা বা ডিএ (WB DA Announcement)। সেই মতো প্রতিবছর মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলেও সেই টাকা হাতে পাননি সরকারি কর্মচারীরা। বকেয়া রয়েছে বেশ কয়েক মাসের মহার্ঘ ভাতা। এই নিয়ে মামলা ওঠে কলকাতা হাইকোর্টে। যাতে হাইকোর্টের তরফের নির্দেশ দেওয়া হয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ৩১ শতাংশ ডিএ মেটাতে হবে।
একটি রিপোর্ট থেকে উঠে আসছে, সরকারকে এই ৩১ শতাংশ ডিএ (WB DA Announcement) মেটাতে লাগবে প্রায় ২৩ হাজার কোটি টাকা। তবে এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোন স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি দিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। তবে এই বকেয়া ডিএ মেটানো হলে রাজ্য সরকারি কর্মচারীদের কত পেতে পারেন দেখে নেওয়া যাক।
প্রকাশিত হলো ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশনে বিভিন্ন শূন্যপদে 1 লক্ষ টাকা বেতনের নিয়োগ বিজ্ঞপ্তি
১) যে সমস্ত গ্রুপ-ডি কর্মীদের বেতনক্রম ৬ হাজার ৬০০ টাকা, তাদের বকেয়া ডিএ-এর পরিমাণ প্রায় ২ লক্ষ ৭৮ হাজার টাকা। (WB DA Announcement)
২) যে সমস্ত গ্রুপ-সি কর্মীদের বেতনক্রম ৮ হাজার ৮০০ টাকা, তাদের বকেয়া ডিএ-এর পরিমাণ প্রায় ৩ লক্ষ ৭৩ হাজার টাকা।
বহু প্রাথমিক শিক্ষক সব ডকুমেন্ট দিতে পারলেন না, চাকরী খোয়ানোর সম্ভাবনা বাড়লো
৩) আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে চাকুরীরত কর্মীরা প্রায় ৫ লক্ষ টাকা বকেয়া ডিএ বাবদ পেতে পারেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ইজ-এর হিসেব অনুযায়ী, এই কর্মচারীদের অ্যাকাউন্টে ডিএ বাবদ আসতে পারে ৪ লক্ষ ৬৬ হাজার টাকা।
৪) হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে চাকুরীরত কর্মীদের কাছে ডিএ বাবদ আসতে পারে প্রায় ৬ লক্ষ টাকা। (WB DA Announcement)
প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালিটি।
Written by Manisha Basak.
SBI তে বিভিন্ন পদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি
Is there any GO by WB govt,then how these calculations come?
I am really pleased with your information.. thank you very much