প্রত্যেকেই বিষয়টি হয়তো জানেন যে, পশ্চিমবঙ্গ রাজ্যের বকেয়া ডিএ (DA) মামলা বেশ চিন্তিত রাজ্যের প্রত্যেক সরকারি কর্মী। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেলেও তা গ্রহণ না করে ফেলা হয়েছে ডিফেক্ট লিস্টে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বকেয়া ডিএ (DA) মামলা কড়া নেড়েছে কোলকাতা হাইকোর্ট আর স্যাট এর ঘরে। সেক্ষেত্রে হিসেব করে দেখা যায়, এমন 8 টি মামলার মধ্যে 7 টি মামলাতেই জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। আজ কি হতে চলেছে, তা জেনে নেওয়া যাক।
সুপ্রিমকোর্টে রাজ্যের বকেয়া ডিএ মামলার ডিফেক্ট ঠিক না হওয়া পর্যন্ত কোলকাতা হাইকোর্টে মামলা চলতে থাকবে। তার সরাসরি প্রমাণ মিলেছে গতকাল রাতেই। সূচি অনুসারে 9.11.2022 তারিখে দুপুর 2.00 টায় মামলা তিনটি উঠবে। সেক্ষেত্রে বিষয়গুলি দেখবেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিদ্বয় অর্থাৎ, হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়। তাদের সিদ্ধান্তের দিকেই আপাতত তাকিয়ে আছে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী।
রাজ্যের বকেয়া ডিএ নিয়ে কবে ফাইনাল সিদ্ধান্ত আসে, সেটাই দেখার।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্যের বকেয়া ডিএ মামলা এখনো গৃহীত হয়নি। একাধিক ভুল রয়েছে তাদের আবেদনের নথিতে। যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের এই বকেয়া ডিএ মামলার আবেদন গ্রহণ হবে, ততদিন কোলকাতা হাইকোর্টের মামলাগুলি চলতে কোন বাধা নেই। তার প্রমাণ আজই মিলেছে। কোলকাতা হাইকোর্টের মামলার কজলিস্টে এসেছে কন্টেম্পট মামলা।
তবে একটি নয়, একসাথে 3 টি মামলাই আজ তথা 9ই নভেম্বর, 2022 তারিখে উঠছে আদালতে।
প্রত্যেক ক্ষেত্রেই ফুটে উঠেছে একই কথা যে, ডিএ (DA) রাজ্য সরকারি কর্মীদের মৌলিক এবং আইনি ন্যায় সঙ্গত অধিকার। রাজ্য সরকারও বিষয়টি মেনে নিয়েছে। তবে রাজ্যের কাছে টাকা নেই। এই নিয়ে রাজ্যের বিরোধী দলীয় নেতাদের অনেকেরই বক্তব্য এমন যে, যারা সরকারের সমস্ত রকম কাজের মূল হাতিয়ার, সরকার তাদেরকেই বঞ্চিত করছে।
যারা চাকুরীরত, তাদেরকেই ঠিক মতো বেতন দিতে পারছেন না সরকার। হলফনামায় তা স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। তাহলে নতুন চাকুরী হলে সেই সকল নতুন কর্মীদের বেতন দেবার উৎস নিয়ে রীতিমতো শঙ্কিত বিশেষজ্ঞ মহল। এবারে গত 3 রা ডিসেম্বর 2022 তারিখে রাজ্যের বকেয়া ডিএ মামলা গেল সুপ্রিম কোর্টে। তবে অজস্র ভুল রয়েছে আবেদনে।
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্যের বকেয়া ডিএ (DA) মামলার সবেমাত্র ডায়েরি নাম্বার পড়েছে। এখন পর্যন্ত কেস নাম্বার পড়ে নি। কারণ অনেক ভুল ধরা পড়েছে আবেদনে। পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (DA) মামলার ডায়েরি নাম্বার হল – 35292/2022, তারিখ – 03-11-2022, সময় – 02.43 PM. এই মামলার পিটিশনার হল পশ্চিমবঙ্গ সরকার এবং রেসপন্ডেন্ট হল কনফেডারেসন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজ। এই সমস্ত ভুলগুলি নিয়ে আমরা আগের প্রতিবেদনে বিশদে আলোচনা করেছি। অবশ্যই দেখে নেবেন ওয়েবসাইটে ভিজিট করে।
রাজ্যের বকেয়া ডিএ (DA) মামলা গ্রহণ করে নি সুপ্রিম কোর্ট! ভুলে ভরা আবেদনের কারণ কি?
9ই নভেম্বর, 2022 এ দুপুর 2 টায় – কন্টেম্পট মামলার বিষয় গ্রহণ করা হবে। এই নাম্বার তথা – CPAN/880/2022 IN WP.ST/102/2020 কনটেম্পট ম্যাটারটি হচ্ছে সরকারী কর্মচারি পরিষদ এবং অন্যান্যদের মামলা। এক্ষেত্রে তাদের হয়ে মামলাটি লড়বেন অ্যাডভোকেট গুড্ডু সিং মহাশয়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যের বকেয়া ডিএ (DA) বিষয়ে মামলা করা হয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি ডঃ হরি কৃষ্ণ দ্বিবেদী, প্রধান সচিব এবং এএনআর এর বিরুদ্ধে।
ঐ একই সাথে কোলকাতা হাইকোর্টে উঠছে দ্বিতীয় মামলাটি যার বিষয়বস্তু একই। রাজ্যের সরকারি কর্মচারীদের অপর সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভঃ এমপ্লয়িজের মামলার নাম্বার তথা – CPAN/882/2022 IN WP.ST/102/2020 যা করা হয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি অর্থাৎ ডাঃ হরি কৃষ্ণ দ্বিবেদী এবং এএনআর এর বিরুদ্ধে।
পশ্চিমবঙ্গের কর্মীরা কবে পাবেন বকেয়া ডিএ (DA)? কি জানালেন মুখ্যমন্ত্রী।
9ই নভেম্বর, 2022 এ দুপুর 2 টায় – 3 নম্বর কন্টেম্পট মামলার বিষয় গ্রহণ করা হবে যার নাম্বার – CPAN/1046/2022 WPST 102/2020 যেটি করা হয়েছে ইউনিটি ফরাম এর তরফ থেকে। সাথে আছে রাজ্য সরকারের বেতনভোগী কর্মচারীদের সংগঠন এবং ANR. এক্ষেত্রেও মামলা করা হয়েছে রাজ্যের চিফ সেক্রেটারি ডঃ হরি কৃষ্ণ দ্বিবেদী, প্রধান সচিব এবং এএনআর এর বিরুদ্ধে।
তবে রাজ্যের বকেয়া ডিএ (DA) বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দলীয় অনেক নেতাকেই বলতে শোনা গেছে যে, সরকার অবশ্যই রাজ্যের বকেয়া ডিএ মিটিয়ে দিতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। সময় এলেই রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত না করে সরকার রাজ্যের বকেয়া ডিএ মিটিয়ে দেবেন। সরকার সব সময় রাজ্য সরকারি কর্মীদের পাশেই আছেন।
আজকে অর্থাৎ 9.11.2022 তারিখে গুরু নানকের জন্মদিনের শুভ লগ্নে কি রাজ্য সরকারি কর্মীরা কোলকাতা হাইকোর্টের দিভিশন বেঞ্চ থেকে পেতে পারেন কোন শুভ বার্তা! আশা নিয়ে তাকিয়ে থাকবেন হয়তো রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীরা। অপরদিকে সুপ্রিমকোর্টে মামলা ততদিন গৃহীত হবে না যতদিন ডিফেক্ট গুলি কারেকশন হচ্ছে। এমন বিষয়ে আপডেট পেতে নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.