Dearness Allowance: বকেয়া ডিএ না দিতে পারলে, ক্ষমতা ছেড়ে দিন। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ পরিশোধ নিয়ে বড় খবর
WB Dearness Allowance Case
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ (Dearness Allowance) এর অপেক্ষায় দিনের পর দিন ধরে আছেন। এদিকে সরকার শুধুই বিলম্ব করছে। এই ডিএ নিয়ে রাজ্যে জলঘোলা কম হয়নি। সুপ্রিম কোর্ট সরকারি কর্মীদের ডিএ নিয়ে জরুরী নির্দেশ দিয়েছে। তারপরেও এখনো পর্যন্ত সরকারি কর্মীদের একাউন্টে ঢোকেনি টাকা। এই পরিস্থিতিতে সরাসরি তৃণমূল সরকারের দিকে হুঁশিয়ার রাজ্য সরকারি কর্মীদের।
West Bengal Dearness Allowance Case
তৃণমূল সরকারের দিকে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন সরকারি কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক। ডিএ (DA) দিতে না পারলে সরকার তার ক্ষমতা ছেড়ে দিক! ঠিক এটাই বলেছেন তিনি। কিন্তু কেন ডিএ দিচ্ছে না সরকার? সেই প্রশ্নের উত্তর অতল গভীরে। বেশ কিছু সম্ভাবনা উঠে আসছে। আর দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে রাজ্যের সরকারি কর্মীদের।
ডিএ নিয়ে কী জানাচ্ছে সরকার?
পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছিল যে, গত ২৭ জুনের মধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা। সুপ্রিম কোর্টে চলা পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত বকেয়া মহার্ঘ ভাতা মামলায় নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজ্য সরকার বেঁকে বসে। আর বকেয়া ডিএ না মিটিয়ে তাঁরা শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়। সরকার কর্মীদের এই বকেয়া ডিএয়ের ২৫ শতাংশ মেটাতে ছয় মাস চেয়েছে।
তবে চুপ করে বসে নেই সরকারি কর্মচারীরাও। কনফডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ অগস্ট। ডিএ মামলা (WB DA Case) উঠতে চলেছে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অ্যাডভান্স লিস্টও। এক নম্বর সিরিয়াল হিসেবে এই মামলা উঠবে বলে কনফেডারেশনে সাধারণ সম্পাদক জানিয়েছেন।
আরও পড়ুন: সরকারি কর্মীদের DA বাড়ল! সঙ্গে ৫ লক্ষ টাকা, ছুটি বাড়িয়ে দিল সরকার
রাজ্য সরকারি কর্মীরা কী বলছেন?
বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীরা এই দাবি তুলছেন যে, শীর্ষ আদালতের নির্দেশ মতো রাজ্য সরকারকে বাকি থাকা ২৫ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে। আর সেইসঙ্গে পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বাকি যে ৭৫ শতাংশ বকেয়া ডিএ নিয়েও সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে বলে আশা করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বকেয়া DA মামলার পরবর্তী শুনানি নিয়ে বড় আপডেট! সব টাকা মিলবে এবারে?
উপসংহার
তবে সরকারি কর্মীরা আন্দোলন থেকে পিছু হটেন নি। আগামী সোমবার সরকারি কর্মীদের একাধিক সংগঠন ‘নবান্ন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে। এই বিষয়ে তাঁদের দাবি স্পষ্ট। তাঁরা চাইছেন যাতে সরকার তাঁদের প্রাপ্য ডিএ দিয়ে দেন। অপেক্ষায় আছেন সরকারি কর্মীরা। শীঘ্রই ডিএ পাবেন বলে আশার আলো দেখছেন তাঁরা।