পশ্চিমবঙ্গে প্রতিমাসে DA দিতে হবে নবান্ন কে। সঙ্গে এরিয়ার। আইনজীবী বদল হতেই ঘুরে গেল মামলা
WB Govt Employees DA Case
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা চলছে আদালতে। দীর্ঘদিন ধরে নিজেদের দাবী পূরণের অপেক্ষায় মুখিয়ে আছেন লাখ লাখ সরকারি কর্মী। তবে মামলার শুনানি বাকি আছে। আগামী বৃহস্পতিবার দিন ফের ডিএ (Dearness Allowance) মামলার শুনানি। তার আগেই রাজ্যে সরকারি কর্মীদের জন্য সামনে এল জরুরী খবর। তাহলে কি বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA Hike)? সম্পূর্ণ জানতে আজকের প্রতিবেদনটি পড়ে নিন।
WB Government Employees DA Hike
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার দাবি তুলেছেন, তাঁরা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা দাবি তুলেছেন বকেয়া ডিএ ও কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির (DA Hike). যদিও রাজ্য সরকার সেই দাবি প্রথম থেকেই মানতে নারাজ। তাঁদের স্পষ্ট কথা, মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ (Dearness Allowance) সরকারি কর্মীদের ন্যায্য অধিকার নয়। তবে বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে বিলম্ব করেই চলেছে রাজ্য সরকার।
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা (Dearness Allowance) চলছে। আগামী বৃহস্পতিবার আবার এই মামলা উঠবে সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএ সংক্রান্ত দাবি যাতে সফল হয়, তার জন্য দিন গুনছেন রাজ্য সরকারি কর্মীরা তাঁরা অপেক্ষায় আছেন মহার্ঘ ভাতা মামলায় শীর্ষ আদালত কী রায় দেয়, তার দিকে। ডিএ বৃদ্ধির (DA Hike) আশাও করছেন তাঁরা। এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বড় দাবি তুললেন। ঠিক কি বললেন তিনি?
ডিএ মামলায় চাপ বাড়ালেন আইনজীবী
আইনজীবী ফিরদৌস শামিম বললেন, রোপা ২০০৯ এর নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাঁদের গ্রেড পে, বেসিক পে, ছাড়াও মেডিক্যাল অ্যালোওয়েন্স, হাউজ রেন্ট অ্যালোওয়েন্স আর মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বা Dearness Allowance এর মত বিষয় দেওয়ার উল্লেখ রয়েছে। পাশাপাশি, চিকিৎসকদের ক্ষেত্রে একটি বাড়তি ভাতা ছিল। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike) আর বকেয়া ডিএ নিয়ে আইনজীবীর বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের DA বাড়ল! সঙ্গে ৫ লক্ষ টাকা, ছুটি বাড়িয়ে দিল সরকার
সরকারি কর্মীদের বেশি টাকা দিতে হবে?
আইনজীবী যে বক্তব্য রাখলেন তাতে লাভবান হতে পারেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তিনি ঠিক কী বলেছেন আসুন জেনে নেওয়া যাক। আইনজীবী বললেন, রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের যে সুপারিশ গ্রহণ করেছিল, তাতে মহার্ঘ ভাতা (Dearness Allowance) মিটিয়ে দেওয়ার দাবি মেনেই করা হয়েছিল। আর তৈরি করে রাখা আইনেই দাবি তোলা হয়েছে সেটা কার্যকর করার।
ফিরদৌস শামীম আরও বলেছেন, রোপা ২০০৯ বিশ্লেষণ করলে দেখা যাবে বছরে যদি দু’বার নাও পারা সম্ভব হয়, তবে রাজ্য সরকারকে প্রতিমাসে সরকারি কর্মীদের তাঁদের প্রাপ্য ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) দিতে হবে। খুব স্বাভাবিকভাবেই সেটা হলে সরকারি কর্মীরা ডিএ এরিয়ার হিসেবে আরও বেশি টাকা পাবেন। তবে আইনজীবী বক্তব্যে সরকারি কর্মীরাও আশার আলো দেখছেন বকেয়া ডিএ ও ডিএ বৃদ্ধির জন্য। (DA Hike).
এই কথার সূত্র ধরেই তিনি আরও বলেন, সরকারি কর্মীদের স্বার্থে তাই প্রতিমাসেই প্রকাশ করা হয় সর্বভারতীয় মূল্যসূচকের পরিসংখ্যান। তাই মহার্ঘ ভাতাও (Dearness Allowance) নির্ধারণ করা যায় প্রত্যেক মাসে। তবে প্রশাসনিকভাবে তাতে অসুবিধা হত বলেই সেই কথা মাথায় রেখে বছরে দুবার ডিএ দেওয়ার রীতি গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার।
উপসংহার
আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা। একদিকে যেমন সরকারি কর্মীরা তেমনি মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে অন্যদিকে লড়ে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ আদালতে একটি লিখিত হলফনামা জমা হয়েছে। সকলেই মনে করছেন, মহার্ঘ ভাতা মামলার পরবর্তী শুনানি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে রাজ্য সরকার ডিএ বৃদ্ধি (DA Hike) করবে নাকি তার জন্য দিন গুনছেন সরকারি কর্মীরা।