WB Holiday: বছর শেষে লম্বা ভ্যাকেশন! টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করল সরকার! কবে থেকে ছুটি পড়ছে?
টানা ১৫ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা।
রাজ্য সরকারি কর্মীরা বছর ভর নানান ধরনের ছুটি পান (WB Holiday). বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে ছুটি পেয়ে থাকেন তাঁরা। বছরের শুরুর দিকে রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটির লিস্ট প্রকাশ করে দেয় সরকার। সেই লিস্ট ধরে সকলে আগে থেকেই জেনে যান সারা বছর ঠিক কবে কবে ছুটি থাকছে। তবে হঠাৎ করেই রাজ্য সরকার নিত্যনতুন ছুটির ঘোষণা করে। যেমন এখন শোনা যাচ্ছে, একটানা ১৫ দিনের ছুটি ঘোষণা করছে সরকার। এই সকল রাজ্য সরকারি কর্মীরা নতুন করে ছুটি পেতে চলেছেন।
WB Holiday Update 2024
তবে রাজ্য সরকারি ছুটি (WB Holiday) শুধুমাত্র কর্মীদের জন্যই থাকেনা। ছুটির কারণে বন্ধ থাকে রাজ্যের স্কুল, কলেজ এবং অফিস। রাজ্য সরকার লম্বা ছুটির ঘোষণা করে এবার চমকে দিল রাজ্য সরকারি কর্মীদের। ভাবা যায়! দশ দিনের বদলে টানা ১৫ দিনের ছুটি পেতে চলেছেন কর্মীরা। আর এই ছুটি সংক্রান্ত খবর সামনে আসতে তো দারুন আনন্দ পেয়েছেন সকলে। তবে সকলের মনেই এখন একটাই প্রশ্ন। কবে থেকে ছুটি পড়ছে রাজ্যে। আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনারা কবে থেকে ছুটি পেতে চলেছেন। অকারণ দেরি না করে চটপট ছুটির তারিখের দিকে নজর দেওয়া যাক।
টানা ১৫ দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা!
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার বিরাট খুশির খবর ঘোষনা হল। বিশেষ এক পরিষেবায় রাজ্যে কর্মরতদের ছুটির সংখ্যা বাড়ল। সরকারি ছুটির সময়সীমাতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই নতুন নীতি সকল সরকারি কর্মীদের জন্য স্বস্তি আনবে। অনেক সরকারি কর্মী রয়েছেন যারা জনসেবার খাতিরে উৎসবের দিনগুলিতে লাগাতার ডিউটি করেছেন। উৎসবের দিন গুলিতে কাজ করার জন্য তাঁরা ওই দিনগুলিতে ছুটি পাননি। বহু সরকারি কর্মী উৎসবের দিনগুলিতে জরুরি কালীন কাজ করেছেন। আর তাঁদের জন্যই এই দুর্দান্ত সুখবর এনে দিল রাজ্য সরকার।
সাধারণত, পশ্চিমবঙ্গে কর্মরত বিভিন্ন সরকারি কর্মীরা দুর্গাপুজো থেকে একের পর এক উৎসব যেমন, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার মধ্য দিয়ে একটি দীর্ঘ ছুটি উপভোগ করেন। তবে, অন্য বিভাগে কর্মরত সরকারি কর্মীরা- পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যকর্মী এবং পৌরসভার কর্মীরা উৎসবের দিনগুলিতে টানা ছুটি পান না। পরিবর্তে, উৎসবের পর সেই দিনগুলিতে কাজ করার জন্য দশ দিনের জন্য বিশেষ ছুটি পান।
১০ দিনের পরিবর্তে ১৫ দিনের ছুটি পাবেন!
তবে সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, জরুরি পরিষেবায় কর্মরত কর্মীদের জন্য এই বিশেষ ছুটি এবার ১০ দিনের পরিবর্তে ১৫ দিন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, সম্প্রতি শুক্রবার দিন আদিবাসী ভবনে বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই তিনি এই ঘোষণা করেছেন।
নভেম্বর পড়তেই লম্বা ছুটির ছক্কা! 5 দিনের নতুন ছুটির ঘোষণা করল নবান্ন!
আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের জরুরি পরিষেবায় কর্মরতদের জন্য বিশেষ ছুটি ১০ দিন এর বদলে ১৫ দিন করেছে। নয়া ১৫ দিনের এই ছুটি পেতে চলেছেন পুলিশ কর্মী, ফায়ারম্যান, স্বাস্থ্যসেবা কর্মী এবং পৌরসভার কর্মীরা। এই বর্ধিত ছুটি নীতির প্রাথমিক সুবিধাভোগী হবেন
তাঁরাই। বিশেষ করে রাজ্যের যে সকল কর্মীরা আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান এবং জন-নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করেন। তাঁদের জন্যই এই ছুটির ঘোষণা করেছে সরকার।