WB DA Hike: এতদিনে স্বস্তি! ডিএ বাড়াতে চলেছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের লড়াই কাজে দিল?

West Bengal Government Employees DA Hike

রাজ্য সরকারি কর্মীদের ডিএ (WB DA Hike) নিয়ে অপেক্ষা যেন আর শেষ হয় না। দিনের পর দিন ধরে ডিএ বৃদ্ধির আশা করে রয়েছেন তাঁরা। এদিকে কেন্দ্র সদ্য ডিএ বৃদ্ধি করায় রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) সঙ্গে তাঁদের মহার্ঘ ভাতার ব্যবধান ক্রমশ বাড়ছে।‌ আর অসন্তোষ বাড়ছে রাজ্য সরকারি কর্মী মহলে। তবে এবার জানা যাচ্ছে, সরকারি কর্মীদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে মমতা ব্যানার্জির সরকার। অবশেষে বাড়িতে চলেছে ডিএ। সেক্ষেত্রে ডিএ বৃদ্ধি পাবে কতটা? জেনে নিন।

West Bengal DA Hike Update

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার নিজেদের বঞ্চিত বলে উল্লেখ করছেন। কারণ, রাজ্য সরকার বছরের পর বছর ধরে সরকারি কর্মীদের দাবিকে প্রাধান্য দিতে চাইছে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দাবি তুলেছেন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ও বকেয়া ডিএর জন্য। পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। কিন্তু সরকারি কর্মীরা থেমে থাকতে রাজি নন। রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে ডিএ দাবিতে অসন্তোষ। মামলা গড়িয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের এই নীরবতা আর মানতে রাজি নন সরকারি কর্মী মহল। আর ঠিক এই পরিস্থিতিতেই এখন শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার নাকি ডিএ বৃদ্ধি করতে চলেছেন। চলতি বছরের শেষপর্বে বাড়বে ডিএ? নাকি মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনাদের এখনই জেনে রাখা দরকার ডিএ সংক্রান্ত নতুন আপডেট। ‌

WB Government Decision About DA

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে। আর সেই সিদ্ধান্তের পর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন। আর এই ডিএ বৃদ্ধি রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ব্যবধান বাড়িয়েছে। কেন্দ্রের পথে হেঁটে ভারতের অন্যান্য রাজ্যগুলিও মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু রাজ্য সরকার মোটেও ডিএ বৃদ্ধি নিয়ে কোন সুখবর শোনায়নি। আর এখন রাজ্য সরকারি কর্মীরা তাই আদালতের রায় শোনার অপেক্ষায়। তবে তার আগেই চলতি বছরের নভেম্বর মাসে ডিএ নিয়ে নতুন আপডেট সামনে চলে এল। শীর্ষ আদালত এর রায় শোনার আগে মহার্ঘ ভাতার নতুন এই আপডেটটিও আপনার জেনে রাখা দরকার।

আমরা সকলেই জানি, চলতি বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল।‌ আর এরপর কেন্দ্রের দেখাদেখি দেশের বেশ কিছু রাজ্যের সরকারও নিজেদের কর্মীদের ডিএ এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেয়। বাংলার সরকারি কর্মীদের মধ্যেও সেই অচলাবস্থা চলছে। স্বাভাবিক ভাবেই সরকারি কর্মীদের স্বার্থে রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে তাই নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে রাজ্যের ভূমিকা নিয়েও। এরই মাঝে নতুন খবর শোনা যাচ্ছে যে, অসন্তুষ্ট সরাকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূলের ফেডারেশন। বর্তমানে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমন করতে খোদ আসরে নামতে পারেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ছে! 2025 সালের শুরুতেই জোড়া সুখবর!

এক রিপোর্ট থেকে জানা যায়, তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে। আর সবথেকে বড় কথা হল, সেই সভাতে হাদিস থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। তারা সেটাই চাইছেন। এর জন্যে সংগঠনের তরফ থেকে উদ্যোগী হয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া। আপাতত অপেক্ষা, সভায় থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দেন কিনা। তিনি সবুজ সংকেত দিলেই এর প্রস্তুতি শুরু করে দেবে তাঁরা। আর এই সভা থেকে মহার্ঘ ভাতা নিয়ে নতুন ঘোষণা শোনা যেতে পারে। সরকারের অন্তরে কি পরিকল্পনা চলছে তার আভাস মিলতে পারে।

Related Articles

Back to top button