WB Holiday 2025: নতুন বছরের ছুটির তালিকা প্রকাশিত। টানা 46 দিনের ছুটি দিল নবান্ন। কবে কবে ছুটি থাকছে জেনে নিন

WB Government Holiday List Released By Nabanna

প্রতি বছরের শুরুর দিকেই ছুটির (WB Holiday) ক্যালেন্ডার প্রকাশ করে রাজ্য সরকার। আর সেই ক্যালেন্ডারে উল্লেখ থাকে সারা বছরের ছুটির হিসেব। সরকারি কর্মী থেকে স্কুল কলেজের পড়ুয়ারা, সকলেই সেই ছুটির তালিকায় নজর রাখে। উইকেন্ড তথা সাপ্তাহিক ছুটি বাদে গোটা বছর ধরে কোন কোন দিন ছুটি মিলবে? উত্তর থাকে ছুটির ক্যালেন্ডারে। প্রতিবছরের রীতি মেনে চলতি বছরের শেষের দিকে নবান্নের তরফে এবার প্রকাশ হলো সেই সরকারি ছুটির ক্যালেন্ডার। আসুন দেখে নেওয়া যাক সরকারি ছুটির তালিকা (WB Holiday List 2025) কবে কবে ছুটি পাবেন।

WB Holiday Update 2024

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সকল উৎসব অনুষ্ঠানে ছুটি (WB Holiday) চলে রাজ্যে। সারা বছর ধরে টানা ছুটি পান সরকারি কর্মীরা ও স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়াও গরমের ছুটির কারণে লম্বা ভ্যাকেশন চলে। আবার মাঝে মধ্যেই নতুন করে সরকারি ছুটির ঘোষণা করে রাজ্য সরকার। তবে প্রতি এ বছরের শুরুতে যে ক্যালেন্ডার প্রকাশিত হয়, সেখানে ছুটির হিসেব স্পষ্ট করে লেখা থাকে। যেহেতু সম্প্রতি ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে, তাই আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব আগামী ২০২৫ সালে আপনি কোন কোন দিন ছুটি পেতে চলেছেন।

অনেক সময় দেখা যায়, কোন একটি বছরে বহু প্রতীক্ষিত সব ছুটির দিন পড়েছে রবিবার করে।সরকারি-বেসরকারি কর্মীদের তা নিয়ে আফসোস শেষ থাকে না। আবার অনেক সময়েই দেখা যায়, বেশ কিছু বেছে ছুটি পড়েছে শুক্রবার। মানে লং উইকেন্ড পাবেন। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালেও এমনই মিশ্র ফল নজরে পড়ছে। বছরের মোট ৮টি ছুটির দিন পড়েছে রবিবার। রবিবার করে পড়েছে স্বামী বিবেকানন্দর জন্মদিন, রাম নবমী, প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো, মহরম, ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী। অর্থাৎ সেই সব ছুটি মিস হয়ে যাচ্ছে সকলের। আবার, নবান্নের ছুটির তালিকা থেকে এও দেখা যাচ্ছে, রাজ্য সরকার টানা ৪৬ দিনের ছুটি ঘোষণা করেছে। তালিকা থেকে দেখা যাচ্ছে সরস্বতী পুজো রবিবার পড়লেও সোমবার ছুটি দেওয়া হয়েছে।

২০২৫ সালে কবে কবে ছুটি পাবেন?

২০২৫ সালের সারা বছর ভর চলবে ছুটি। এই বছর এনআই অ্যাক্টে ছুটি রয়েছে মোট ২৫ দিনের। তবে রাজ্য সরকার আরও ২১ দিনের জন্য ছুটি দেবে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪৭ দিনের ছুটি রয়েছে। মানে হিসাব মতো বলা যায়, প্রায় অধিকাংশ শনি ও রবিবার বাদ দিয়ে আরও প্রায় দেড় মাস ধরে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। দুর্গাপুজোর সময়ে চতুর্থী থেকে অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ছুটি থাকবে।

ছুটির ক্যালেন্ডারের লং উইকন্ডের হিসাব!

আগামী বছর তথা ২০২৫ সালে লম্বা উইকেন্ড বা টানা তিন দিন ছুটির সুযোগ রয়েছে। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজো পড়েছে রবিবার। তবে তার পরের দিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে। মানে শনি থেকে টানা সোমবার পর্যন্ত তিন দিনের ছুটি পাবেন। এছাড়াও, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন ও শবেবরাতের জন্য ছুটি থাকবে শুক্রবার ১৪ ফেব্রুয়ারি। দোলযাত্রা পড়েছে ১৪ মার্চ শুক্রবার। ফলে এখানেও পাবেন তিন দিনের ছুটি।

বছর শেষে লম্বা ভ্যাকেশন! টানা ১৫ দিনের ছুটি ঘোষণা করল সরকার

আগামী ৩১ শে মার্চ সোমবার ইদ উল ফিতরের জন্য ছুটি থাকবে। বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনের জন্য ১৪ এপ্রিল সোমবার ছুটি থাকবে। আগামী ১৮ এপ্রিল ছুটি থাকবে গুড ফ্রাইডের জন্য। আগামী ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে সরকারি অফিসে ছুটি চলবে।। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ১২ মে সোমবার ছুটি। আগামী ৬ জুন ইদুজ্জোহার জন্য শুক্রবার এবং রথযাত্রার জন্য ২৭ জুন শুক্রবার ছুটি থাকছে। আগস্ট মাসের ১৫ তারিখ স্বাধীনতা দিবসের জন্য ছুটি থাকবে। আবার আগামী ৫ সেপ্টেম্বর ফতেহা দোহাজ দাহামের জন্য ছুটি থাকবে। ২০২৫ সালে লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর ও কালীপুজো ২০ অক্টোবর। এই দুদিনই পড়েছে সোমবার। সামগ্রিক হিসেব থেকে দেখা যাচ্ছে, ২০২৫ সালে লং ছুটি তথা লম্বা ভ্যাকেশন পাচ্ছেন সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button