Government Notice 2024: অবশেষে স্বস্তি! পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য অর্থ দপ্তরের নতুন নোটিশ! সমস্ত চিন্তা দূর হলো

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য ফের একটি বড় খবর। রাজ্য সরকার জারি করল নতুন বিজ্ঞপ্তি (Government Notice). নতুন বিজ্ঞপ্তি জারি হলো অর্থ দপ্তরের তরফে। মাঝেমধ্যেই বাংলার সরকার কর্মীদের জন্য নানান প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে থাকে। কখনো সরকারি কর্মীদের বেতন এবং বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি তো কখনো ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

আবার সরকারি কর্মীদের কিছু নির্দেশ দেওয়ার জন্য সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে (Government Notice). সম্প্রতি ফের একটি বিজ্ঞপ্তি জারি হল অর্থ দপ্তরের তরফে। কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? রাজ্যের সরকারি কর্মীরা কোন নতুন সুখবর পেতে চলেছেন?

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট! হঠাৎ বদলে গেল নিয়ম! অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি দেখে অবাক হবেন

Government Notice For Employees 2024

পুজোর মাস অক্টোবরে রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মেমো জারি করল রাজ্যের অর্থ দফতর। অতি সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের সকল সরকারি কর্মী তথা পেনশনভোগীদের জন্য (WB Government Notice). পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেলের দ্বারা জারি হয়েছে নির্দেশিকা। আর এই নির্দেশিকা প্রকাশ পাওয়ার পর, সেখানে যে বিষয়টি উল্লেখ রয়েছে, তা দেখে নিঃসন্দেহে বলা যায়, চিন্তা কমল রাজ্য সরকারি কর্মীদের।

সরকারি কর্মীদের জন্য সুখবর! চলতি মাসেই বাড়ছে বেতন? পেনশন বাড়াবে সরকার! জানুন বিস্তারিত

জেনে রাখা প্রয়োজন, গত সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফে সরকারি কর্মীদের জন্য একটি নতুন মেমোব়্যান্ডাম জারি করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল, যে সকল রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরা হেল্থ স্কিমের আওতায় আছেন, তাঁদের সকলের পরিবারের সদস্যরাও নিয়মিত প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। আর এই বিষয়টি নিয়ে অনেকের মনেই সংশয় ছিল। আর তাই বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি সর্বসমক্ষে স্পষ্ট করা হয়।

প্রধানত রাজ্যের সরকারি দপ্তরে কর্মরত অবস্থায় যদি কোনও সরকারি কর্মীর মৃত্যু হয়, তবে সেই ক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যরা এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আসবেন কিনা অথবা এর দ্বারা সঠিক সুবিধা মিলবে কি না এই সব বিষয়গুলি সম্পর্কে যাবতীয় তথ্য আরও স্পষ্ট করতে অর্থ দফতরের মেডিক্যাল সেলের তরফে জারি করা হয়েছিল এই মেমোব়্যান্ডামটি।

রাজ্য সরকারি কর্মীরা জেনে নিন যদি পরিবারে ফ্যামিলি পেনশনার থেকে থাকেন এবং তাঁরও মৃত্যু হয়ে থাকে, তাহলে এরপর থেকে সুবিধা মিলবে না। অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে কোন পরিবারের ফ্যামিলি পেনশনারের মৃত্যু‌ হলে তাঁর নামের জায়গায় অন্য কাউকে যোগ করা যাবে না এই হেল্থ স্কিমের আওতায়।‌

তবে যদি, কর্মরত কোনও কর্মীর মৃত্যু হয়, তাঁর জায়গায় অন্য কেউ ‘কমপ্যাশনেট নিয়োগ’ পান, কেবল মাত্র সেক্ষেত্রে নতুন নিযুক্ত কর্মী ও তাঁর নির্ভরশীল পরিবারের সদস্যরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ফ্যামিলি পেনশনার হিসেবে সেই সুবিধা অবশ্যই আর মিলবে না। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ধারণা করা যায়, রাজ্য সরকারি কর্মীদের চিন্তা দূর হলো। যে সংশয় ছিল সে সংশয় কেটেছে। হেলথ স্কিম বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা পেয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা।

Purbasha