রাজ্যের এই 1টি Scheme এ আবেদন করলেই মিলবে নিজের এলাকায় চাকরি।

কিভাবে আবেদন জানাবেন এই Scheme এ?

অতিমারীর আবহে পেশা বদলেছেন অনেকেই। কিন্তু তাও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককেই। তাই বেকারদের জন্য নতুন Scheme চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবার বেকারদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পে আবেদন করলে নিজের জেলাতেই বাসিন্দারা কাজের সুযোগ পাবেন।

প্রকল্পের নাম – কর্মতীর্থ প্রকল্প।
এই প্রকল্পে আবেদনকারীরা নিজেদের এলাকাতে কাজের সুযোগ পাবেন। তার সাথে সাথে সম্পূর্ণ বিনামূল্যে আর্থিক সহায়তাও প্রদান করা হবে। নিচে আরো বিস্তারিতভাবে আলোচনা করা হল।

পুজোর আগেই Primary TET নিয়োগ নিয়ে দৃষ্টান্তমূলক নির্দেশ দিলো আদালত

প্রকল্পের উদ্দেশ্য-
নতুন এই Scheme এর মাধ্যমে রাজ্যের সকল বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর হওয়ার সুযোগ দেওয়া হবে। আবেদনকারীর যদি কোন দোকান/ অফিস করার ইচ্ছে থাকে। সেই কাজে রাজ্য সরকার আর্থিক সাহায্য করবে।

কাজের জায়গা-
১) ক্ষুদ্র ও ছােট শিল্প/রেডিমেড পােশাক (ব্যক্তি/ ক্লাস্টার) নির্মাতা/স্বনির্ভর গােষ্ঠী/সমবায় বা শিল্প সমবায় সমিতি। এক্ষেত্রে এগুলির যেকোনও বাণিজ্যিক উৎপাদন বা বিক্রির কাজে নিযুক্ত করা।
২) কোনও ক্লাস্টার/স্বনির্ভর গােষ্ঠী/সমবায় সমিতি/শিল্প সমবায় সমিতি/গ্রামীণ স্ব-উদ্যোগী সংস্থা। এগুলির মধ্যে যেকোনো একটির অফিস ঘরের জন্য নিযুক্ত কাজ।
উল্লেখ্য, কোনও দাহ্য বা বিস্ফোরক বস্তু কর্মতীর্থে রাখার পরিকল্পনা গ্রহণযোগ্য হবে না।

বাংলায় আর বেকার থাকবে না, 100 Days Work Scheme ও নতুন চাকরী নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আবেদন পদ্ধতি-
এই প্রকল্পে অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই আবেদন জানানো যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে কর্মতীর্থ পাের্টালে আবেদনজানাতে হবে।
ওয়েবসাইট লিংক-
www.wbkarmatirtha.org

অফলাইনে আবেদন জানাতে চাইলে নিচে দেওয়া লিংক থেকে আবেদনপত্র ডাউনলোড করে মুখবন্ধ খামে ভরে ব্লক ডেভলপমেন্ট অফিসারের কাছে জমা দিতে হবে। এই প্রকল্পে আবেদন করার পরে নির্বাচিত হলে আবেদনকারী সঙ্গে যোগাযোগ করা হবে। এছাড়া রাজ্যের কোন জেলায় কর্মতীর্থগুলিতে কত ফাঁকা স্টল আছে, তা আবেদনকারীরা জানতে পারবেন। তা জানা যাবে নিচের লিংকের মাধ্যমে।
ওয়েবসাইট লিংক- www.wbkarmatirtha.org

এগিয়ে বাংলা-
www.wb.gov.in

প্রতিদিন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manika Basak.

স্বাবলম্বী হওয়ার জন্য টাকা দিচ্ছে সরকার, এই সুযোগ নিয়ে নিজের পায়ে দাড়ান

সম্পাদক

1 thought on “রাজ্যের এই 1টি Scheme এ আবেদন করলেই মিলবে নিজের এলাকায় চাকরি।”

Leave a Comment