সরকারি ছুটি

বিজ্ঞপ্তি থাকলেও সরকারি ছুটি কমে যাবেই।

কর্মীদের সরকারি ছুটির বিজ্ঞপ্তি থাকলেও ছুটির লিস্ট থেকে এবারে আরও একটি দিন কমে গেল। মাস পয়লা বেতন, উৎসব বোনাস সঠিক সময়ে কর্মীদের পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। তবে সরকারি ছুটি কি কারণে কমছে একদিন? এর ফলে কবে কবে থাকছে সরকারি ছুটি? রাজ্যের প্রাথমিক এবং হাইস্কুল গুলিও পূজাবকাশের পর খুলছে আজ থেকেই। তবে এবারে কোন দিনের ছুটি নস্ট হচ্ছে তা বিস্তারিত আলোচনায় জেনে নেওয়া যাক।  

Advertisement

রাজ্যের 2 দিনের ছট পুজোর সরকারি ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এই ছট পুজো হল সূর্য পুজোর আর এক নাম। এই উপলক্ষে রাজ্যে অক্টোবর মাসের 30 এবং 31 তারিখে সমস্ত স্কুল গুলিতে ছুটির নির্দেশ দিয়েছিল সরকার। এক্ষেত্রে 2 দিন ছুটির কথা বলা হলেও মিলবে এক দিনেরই ছুটি।

সবে সবে দীপাবলির পরে ভাইফোঁটার সরকারি ছুটি কাটিয়ে আজ 28.10.2022, শুক্রবার খুলছে রাজ্যের সমস্ত স্কুল। এবারে আজ আর আগামীকাল অর্থাৎ, 28, 29 এই 2 দিন স্কুল হয়েই বন্ধ হবে স্কুল। তবে 30.10.2022 তারিখটি হচ্ছে রবিবার। অর্থাৎ, এই দিনে রাজ্যের তথা সারা দেশের সপ্তাহিক ছুটি থাকে। তাই ছট পুজো ঐ একই দিনে পড়ে যাওয়ায় এই দিনের ছুটি আর তারা পাচ্ছেন না।

Ads

বকেয়া ডিএ এর দাবিতে নতুন পদক্ষেপ নিল WB Govt Employee রা, কতটা চাপের মুখে সরকার?

এই পুজোতে 36 ঘন্টার নির্জলা উপবাস করেন ভক্তেরা। দীপাবলির চতুর্থ দিন থেকেই অর্থাৎ কার্তিক মাসের শুক্ল পক্ষের চতুর্থীতে স্নানের রীতি অনুসরণ করেন তারা। এক্ষেত্রে তাদের ওপরে বেশ ধকল যায়। শিশুদের দীর্ঘায়ু, সৌভাগ্য, সুখী জীবনের জন্য পরিবারের নারীরা ছট পুজোতে নির্জলা উপবাস করা হয়ে থাকে।

Advertisement

ছট পূজোর তৃতীয় দিন অস্তগামী সূর্য থেকে অর্ঘ্য – 30 শে অক্টোবর 2022, রবিবার হল কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথি হল ছট পূজার প্রধান তিথি। ব্রতীরা এই দিন সন্ধ্যায় পূর্ণ ভক্তি সহকারে পূজার প্রস্তুতি নেয়। বাঁশের ঝুড়িতে সাজানো হয় অর্ঘ্য স্যুপ। এই দিনে উপবাস করে পুরো পরিবার নিয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিতে ঘাটে যায়। সূর্যাস্তের সময়ঃ- সন্ধ্যা 5 টা 37 মিনিট।

Advertisement

পশ্চিমবঙ্গে নভেম্বরেই মিলতে পারে বকেয়া ডিএ, জরুরী মিটিং নবান্নে।

ছট পূজার চতুর্থ দিন উদীয়মান সূর্য থেকে অর্ঘ্য – 31 শে অক্টোবর 2022, সোমবার হল চতুর্থ দিনে অর্থাত্‍ কার্তিক শুক্লা সপ্তমীর সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। এই দিনে, এমনকি সূর্যোদয়ের আগে, ভক্তরা সূর্যদেবকে দেখার জন্য জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করে। অর্ঘ্য নিবেদনের পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ হয়। সূর্যোদয়ের সময়ঃ সকাল 6.31 মিনিট।

Ads

30 শে অক্টোবর, 2022 তারিখটি রবিবার হয়ে যাওয়াতেই সরকারি ছুটিতে এই বিপত্তি। 2 দিনের ঘোষিত ছুটি থাকলেও কর্মীরা হিসেবে ছট পুজো বাবদ 31.12.2022 তারিখ, সোমবারের দিনেই ছুটি পাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীদের একটি ছুটি নস্ট হল। আরো নানা খবর পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *