বকেয়া ডিএ wb govt employee da case

রাজ্য সরকার কর্মীদের বকেয়া DA দিলে রাজ্যে নেমে আসবে আর্থিক বিপর্যয়। এমনটাই আজকের হাইকোর্টের বকেয়া ডিএ এর কন্টেম্পট মামলায় দাবি করলেন রাজ্যের চিফ সেক্রেটারি এবং অর্থ সচিব। সুপ্রিম কোর্টে রাজ্য এই বকেয়া ডিএ মামলার রিভিউ মামলা করলে তা গৃহীত না হওয়ায় কোলকাতা হাইকোর্টে কন্টেম্পট মামলা চলতে কার্যত কোন বাঁধা নেই।

Advertisement

কোলকাতা হাইকোর্টে রাজ্যের কাছে বকেয়া ডিএ মেটানোর রীতিমতো স্পষ্ট দিনক্ষণ জানতে চাওয়া হল।

ডিএ মামলার জট কাটানোর জন্য তথা কোলকাতা হাইকোর্টের (HC) ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পৌঁছায় মাননীয় সুপ্রিম কোর্টের দরবারে। কিন্তু সেখানেও রাজ্যের আবেদনকে গ্রহণ না করে সরিয়ে রাখা হল ডিফেক্ট লিস্টে। ধরা পড়েছে ১০ টি ভুল। সেগুলি ঠিক না হওয়া পর্যন্ত মামলা নেবে না মাননীয় সুপ্রিমকোর্ট (SC).

এই কারণে নিয়ম মেনে কজলিস্ট অনুযায়ী মামলা ওঠে কোলকাতা হাইকোর্টে। আজ এই মামলায় মহামান্য বিচারপতিদ্বয় এর সম্মুখে হাজির হন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA মেটানোর জন্য কোলকাতা হাইকোর্টের নির্দেশ কবে কার্যকরী হবে? এর জন্য অনির্দিষ্টকাল ধরে মামলা চলতে পারে না। কোলকাতা হাইকোর্ট (HC) এর সামনে এমনই প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজ্যকে।

Ads

যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে গ্রহণ করা হয় নি, তাই কোলকাতা হাইকোর্টে মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। দুই আমলার বিরুদ্ধে যে আদালত অবমাননার মামলা করে রাজ্য সরকারি কর্মী সংগঠনগুলি, তার বিচারে বিচারপতি মাননীয় হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় পরিষ্কার জানিয়ে দেন যে, কোলকাতা হাইকোর্ট আর বেশি সময় দেবে না রাজ্যকে। ফলে বেশ ভালো রকম শাস্তির মুখে পড়তে পারেন রাজ্য সরকারের দুই আমলা।

Advertisement

বকেয়া ডিএ এর দাবিতে নতুন পদক্ষেপ নিল WB Govt Employee রা, কতটা চাপের মুখে সরকার?

রাজ্য ডিভিশন বেঞ্চের কাছে এই বকেয়া DA মামলার রায়ের পুনর্বিবেচনা করার আর্জি জানায় কোলকাতা ডিভিশন বেঞ্চের কাছে। কিন্তু তাদের সেই আর্জিও কোলকাতা হাইকোর্ট (HC) সরাসরি খারিজ করে দেয়। ফলে রাজ্যের কাছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো ছাড়া আর কোন উপায় নেই।

Advertisement

ডিভিশন বেঞ্চের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কেন মেটানো হল না বকেয়া ডিএ? এই প্রশ্নের কারণ দেখিয়ে রাজ্যের দুই আমলা জানান, রাজ্যের কাছে বকেয়া ডিএ মেটানোর মতো টাকা নেই। তাই বকেয়া ডিএ দিলে রাজ্য আর্থিক বিপর্যয় এর মুখে পড়বে। অপরদিকে আবার রাজ্যের শাসক দলের হেভিওয়েট কয়েক নেতার বক্তব্য এমন যে, রাজ্য সরকার সরকারি কর্মীদের ডিএ (DA) মিটিয়ে দেবে। তবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে কর্মীদের।

Ads

আজই পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর পাবেন রাজ‍্য সরকারি কর্মীরা।

রাজ্যের বকেয়া ডিএ মামলায় সরকারের শেষ রক্ষা হলো না কোথাও। ঘুরপথে চাপ সৃষ্টি কর্মীদের। রাজ্য সরকারি কর্মীরা নিচ্ছেন একাধিক পদক্ষেপ। আইনি এবং রাস্তার লড়াই এক করে নিজেদের হাতিয়ারকে আরও শক্তিশালী করতে বেশ কয়েকটি কর্মসূচী গ্রহণ করছে রাজ্য সরকারি কর্মীদের যৌথমঞ্চ। সকলে একজোট হয়েই অধিকার আদায়ের পথে নামার অঙ্গিকার করেছেন তারা।

কর্মীদের মতে, রাজ্য সরকার এই প্রক্রিয়াকে বিলম্বিত করতেই গিয়েছে সুপ্রিম কোর্টে। আদতে তেমন কোন লাভ হবে না। কারণ এই সংক্রান্ত ৮ টি মামলার মধ্যে ৭ টি মামলাতেই জয় পেয়েছে সরকারি কর্মীরা। কোলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলবে। আগামী ৩০ শে নভেম্বর, ২০২২ তারিখে এই মামলার পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। এমন আরও নিউজ পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *