আন্দোলনের মাঝে ডিএ নিয়ে বড় খবর কোর্টের, স্বস্তিতে সরকারি কর্মীরা।
অবশেষে হতে চলেছে ডিএ মামলার অবসান! জানুন বিস্তারিত।
দীর্ঘ সময় ধরে বকেয়া ডিএ মেটানোর দাবিতে কলকাতার ধর্মতলাতে অবস্থান বিক্ষোভে বসেছে রাজ্যের সরকারি কর্মীরা। তবে রাজ্য সরকার এই দাবি মেটানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে। এরপরে কেস গড়ায় হাইকোর্টে। হাইকোর্ট, সরকারি কর্মীদের সপক্ষে রায় দিয়ে রাজ্য সরকারকে সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেবার নির্দেশ দেয়। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে ফের মামলা করে সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টে অবশ্য একের পর এক মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে, অবশেষে যাবতীয় অপেক্ষার অবসান হল। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হল যে আগামী শুক্রবার অর্থাৎ, 28 এপ্রিল DA মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। রাজ্য বনাম সরকারি কর্মচারীদের এই DA মামলার শুনানি হবে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কারোলের ছয় নম্বর আদালতকক্ষে।
গত মঙ্গলবার রাতে্যসুপ্রিম কোর্টের তরফে একটি কজলিস্ট প্রকাশিত হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে, শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি কারোলের বেঞ্চে 49 নম্বর সিরিয়ালে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলাটির শুনানি হতে চলেছে। তবে শুক্রবার বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি কারোলের বেঞ্চে মোট 50 টি মামলা রয়েছে। তার মধ্যে 49 নম্বরে আছে এই ডিএ মামলাটি, অর্থাৎ, শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য 2022 সালের শেষ থেকেই সুপ্রিম কোর্টে এই DA মামলাটি চলছে। এত দিন ধরে একাধিকবার এই মামলার শুনানি হয়েছে। চলতি সপ্তাহের সোমবারও DA মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। তবে, শেষমুহূর্তে সেই মামলার শুনানি পিছিয়ে দেয় কোর্ট। এর ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তবে এই সপ্তাহেই ফের সুখবর শোনাল কোর্ট। জানানো হলো, চলতি সপ্তাহের শুক্রবারেই ডিএ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।
বর্তমানে, রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ DA দিয়ে থাকে রাজ্য সরকার। অন্যদিকে, সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএয়ের হার 42 শতাংশ! DA -র অঙ্কে 36% পিছিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। এদিকে, সুপ্রিম কোর্টে এখন যে ডিএ সংক্রান্ত মামলা চলছে, তা পঞ্চম বেতন কমিশনের আওতাধীন বকেয়া DA সংক্রান্ত মামলা। আদৌ কি সুপ্রিম কোর্টের রায় সরকারি কর্মীদের পক্ষে যাবে? নাকি জয় হবে সরকারের? উত্তর মিলবে 28 এপ্রিল।
ব্যাংক একাউন্ট থেকে 436 টাকা কাটবে, ব্যালান্স না থাকলে টাকা জমা করুন, জরুরী নির্দেশ।