Holiday: ফেব্রুয়ারিতে লম্বা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস। দেখে নিন ছুটির তালিকা
WB February Holiday List 2025
ফেব্রুয়ারি মাসে বাংলায় লম্বা ছুটি (Holiday)। ছুটি থাকছে স্কুল, কলেজ এবং অফিস। আসলে ২০২৫ সালের শুরু থেকেই নানান উৎসব এবং অনুষ্ঠানে ছুটি পাচ্ছেন রাজ্যবাসী। আর এই ছুটি থাকছে বলেই খুশির আমেজ বাংলায়। জানুয়ারি মাসেও প্রচুর ছুটি পেয়েছেন সবাই। এই ফেব্রুয়ারি মাসেও ছুটির সংখ্যা নেহাত কম নয়। তাহলে কবে কবে থাকছে ছুটি? আসুন দেখে নেওয়া যাক।
West Bengal Holiday List In February
বছরের শুরু থেকে শেষ, সকলেই ছুটির জন্য অপেক্ষা করে থাকেন। রাজ্য সরকার যে ছুটির ক্যালেন্ডার প্রকাশ করে তাতেই সমস্ত ছুটি নথি বদ্ধ থাকে। এমনিতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর তার সাথে যুক্ত হয় এক্সট্রা কিছু ছুটি। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো বোর্ড পরীক্ষা চলাকালীন বছরের শুরুর দিকে সেই সমস্ত স্কুল গুলি ছুটি থাকে যেখানে পরীক্ষার সিট পড়ে। তাহলে ফেব্রুয়ারি মাসে কবে কবে ছুটি পাচ্ছেন জানেন কি? আসুন তালিকা দেখে নিন।
ফেব্রুয়ারি মাসে কবে কবে ছুটি থাকছে?
রাজ্য সরকারের তরফে প্রকাশিত ছুটির তালিকা অনুসারে বলা যায়, ফেব্রুয়ারি মাসে স্কুল কলেজ অফিস টানা ছুটি থাকছে। তার মধ্যে রয়েছে বোর্ড পরীক্ষার জন্য বিশেষ ছুটি। গত সপ্তাহে সরস্বতী পূজা উপলক্ষে ছুটি চলছিল স্কুল কলেজে। তবে আবার শুরু হয়েছে পঠন-পাঠন। আগামী ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার রয়েছে পঞ্চানন শর্মার জন্ম জয়ন্তী এবং সবেবরাত। সেই উপলক্ষে স্কুল ছুটি থাকবে বলে জানা যাচ্ছে।
১৪ ফেব্রুয়ারির পর ছুটি থাকছে ২১শে ফেব্রুয়ারি, শুক্রবার- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সেদিন শ্রদ্ধাজ্ঞাপনের পর স্কুল ছুটি হয়ে যাবে। এরপর ছুটি থাকছে আগামী ২৬শে ফেব্রুয়ারি তারিখে বুধবার। ওই দিন মহা শিবরাত্রি উপলক্ষে স্কুল ছুটি থাকবে।
টানা ১৫ দিনের ছুটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য। কারা ও কবে থেকে পাবেন?
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উপলক্ষে বিশেষ ছুটি!
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি থেকে যা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই রাজ্যের যেসব স্কুল মাধ্যমিক পরীক্ষার সিট পড়বে, অর্থাৎ মাধ্যমিকের কেন্দ্র হিসেবে নির্বাচিত হবে, সেই সকল স্কুলগুলিতে পরীক্ষার দিনগুলোয় ছুটি থাকবে। এই স্কুলগুলিতে ১০ থেকে ২২ ফেব্রুয়ারি সাধারণ ক্লাসের পঠনপাঠন বন্ধ থাকবে। তবে শুধুই স্কুল নয়, ফেব্রুয়ারি মাসে সরকারি অফিস ও কলেজেও বিভিন্ন ছুটি ঘোষণা করা হয়েছে।
সরকারি কর্মীদের পোয়াবারো! এক্সট্রা একদিন ছুটি দিল রাজ্য সরকার। কবে মিলছে ছুটি? জেনে নিন
যেমন, আগামী ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার- পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী এবং সবেবরাত উপলক্ষে, ২৬শে ফেব্রুয়ারি, বুধবার মহা শিবরাত্রি উপলক্ষে ছুটি থাকছে অফিস ও কলেজগুলি। তবে ছুটির জন্য নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখবেন। ছুটি সংক্রান্ত ঘোষণা সেখানেই উল্লেখ করা হবে।