Krishak Bandhu – ৭ লাখ কৃষক বন্ধুর একাউন্টে টাকা দিচ্ছে সরকার। কৃষক, ভাগ চাষী, দিন মজুর সবাই পাবে

WB Krishak Bandhu Scheme

কৃষকদের জন্য খুশির খবর। এবার কৃষকবন্ধুদের (Krishak Bandhu) অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার। লাখ লাখ কৃষক সরকারের দ্বারা আর্থিক সহায়তা পাবেন। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে লাভবান হবেন কৃষক, ভাগ চাষী, দিনমজুর সকলেই। ইতিমধ্যে জানা যাচ্ছে, প্রায় ৭ লাখ কৃষকবন্ধুর একাউন্টে টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার।

West Bengal Krishak Bandhu Scheme

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু (Krishak Bandhu). এই বিশেষ প্রকল্পের মাধ্যমে প্রতিবছর লাখ লাখ কৃষক উপকৃত হন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পিএম কিষান যোজনা (PM Kisan Yojana) প্রকল্পের সূচনা করেছেন ঠিক তেমনভাবেই রাজ্য সরকার কিষানদের স্বার্থে চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে আমরা কম বেশি সবাই এই প্রকল্প সম্পর্কে জানি। কৃষকেরা অপেক্ষায় থাকেন রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা পাওয়ার।

কৃষকদের একাউন্টে টাকা পাঠাচ্ছে সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কৃষক বন্ধু প্রকল্পে (Krishak Bandhu) উপকৃত হতে চলেছেন রাজ্যে বসবাসকারী কিষানরা। ইতিমধ্যে জানা যাচ্ছে যে, খারিফ মরশুমে নদীয়া জেলার ৬ লক্ষ ৪১ হাজার চাষি ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন। সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা ঢুকে গিয়েছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর এবার মোট ১৬৩ কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে বলে খবর।

এবছর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে। তাই সমস্যায় পড়েছেন রাজ্যের কৃষকরা। তাঁরা আর্থিক সাহায্য চাইছেন। অর্থ সাহায্য মিললে তাঁদের কিছুটা হলেও অবস্থার সুরাহা হবে। এদিকে, সামনেই বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের আগে যদি চাষিদের অ্যাকাউন্টে টাকা আসে, তাহলে সেটাও রাজনৈতিক ফায়দা। সার্বিকভাবে তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে।

আরও পড়ুন: বাড়ি বসে এক ক্লিকেই মিলবে সমস্ত সমস্যার সমাধান। কৃষকবন্ধুদের জন্য নতুন অ্যাপ আনলো সরকার

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের অবস্থার উন্নতি স্বার্থে কৃষকবন্ধু প্রকল্প (Krishak Bandhu Scheme) চালু করেছিলেন। এই প্রকল্পে রাজ্যের কৃষক ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি মোট ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে যাঁদের কম জমি আছে, তাঁরাও আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হন না। তাঁরাও ৪ হাজার টাকার সহায়তা পান। তাঁরাও ফসলের কোনও ক্ষতি হলে অথবা চাষের কাজে ব্যবহৃত সার কেনার জন্য, চাষের উন্নতিতে সেই টাকা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কিষান যোজনার পরের কিস্তির টাকা কবে পাবেন? কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?

উপসংহার

সরকারের তরফে আর্থিক সাহায্য পেয়ে বর্তমানে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যের কৃষকেরা। অনেক কৃষক ইতোমধ্যে টাকা পেয়ে গিয়েছেন। আরো অনেকে অতি শীঘ্রই নিজেদের একাউন্টে টাকা পেয়ে যাবেন। সরকার এই প্রকল্পকে জারি রাখবে। অনলাইনে আপনারা পেমেন্ট স্ট্যাটাস চেক করে নিতে পারেন। তার জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

Related Articles

Back to top button