WB Holiday: দারুন খবর! 1 মাস টানা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। কবে থেকে ছুটি পড়ছে দেখে নিন

টানা একমাস ছুটি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

নভেম্বরে দারুন সুখবর দিল রাজ্য সরকার। ফের বাড়ল ছুটি (WB Holiday). টানা একমাস ছুটির ঘোষণা করল সরকার। বছরের নানান সময় নানা উৎসব ও অনুষ্ঠানের জন্য ছুটির ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। বছরের ছুটির ক্যালেন্ডার‌ প্রকাশ করা হয় বছরের শুরুর দিকে। আর এবার নতুন আপডেট সামনে এল। ছুটি বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। তাহলে কবে থেকে ছুটি পড়ছে জেনে নিন।

WB Holiday Update 2024

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই সূত্র ধরে বছরের নানান সময় ছুটি (Holiday) পেয়ে থাকেন ছাত্র-ছাত্রী, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ও অফিস কর্মীরা। তাও পশ্চিমবঙ্গ সরকার মাঝে মধ্যেই নতুন ছুটির ঘোষণা করে থাকে। অনুষ্ঠান ছাড়াও নানান প্রশাসনিক কিংবা অন্যান্য কারণে ছুটির ঘোষণা করা হয়ে থাকে। আর সেই কারণেই লম্বা ছুটি পেয়ে থাকেন সবাই। এই পাশাপাশি গ্রীষ্মকালে অত্যাধিক গরমের কারণে টানা ছুটি দেয় সরকার। তবে এবার ছুটি নিয়ে নতুন আপডেট চলে এল। তাহলে কি আবার বেড়ে গেল ছুটি? কি‌ জানা যাচ্ছে আসুন জেনে নেওয়া যাক।

ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার!

পশ্চিমবঙ্গের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এক বিশেষ সিদ্ধান্ত সামনে এল। বাংলার শিক্ষকেরা দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন। আর তার জন্যই এবার নতুন পদক্ষেপ নিল রাজ্য সরকার। শোনা যাচ্ছে, যে আগামী ২০২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন করে ছুটির তালিকা কার্যকর করতে চলেছে। আর বাংলার সরকারের এই পদক্ষেপের পর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলের ছুটি নিয়ে বৈষম্য কমে আসবে। অতএব এই সমতার কারণে কিছুটা স্বস্তি পাবেন শিক্ষক শিক্ষিকারা।

টানা এক মাস ধরে ছুটি পাবেন ছাত্র-ছাত্রীরা!

সাধারণত, এতদিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুজোর জন্য টানা এক মাস ধরে ছুটি দেওয়া হত না। কিন্তু এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্কুলগুলিতেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর মতো পুজোয় টানা একমাস ধরে ছুটি রাখা হবে। আর এর ফলে সব শিক্ষার্থীরাও পূর্ণাঙ্গ পুজোর ছুটি উপভোগ করতে পারবেন।

এর পাশাপাশি শোনা যাচ্ছে, গ্রীষ্মের প্রচন্ড গরমের জন্য স্কুলগুলিতে নতুন ব্যবস্থা হিসাবে এপ্রিল মাস পড়ার শুরু থেকেই সকালবেলার স্কুল তথা মর্নিং স্কুল চালু করা হবে। আর প্রচণ্ড গরমের সময় এই রাজ্যের শিক্ষার্থীরা যাতে আরামদায়ক ভাবে ক্লাস করতে পারেন সেই লক্ষ্যে রাজ্যের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত দিয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিবর্তন বিশেষ করে উপকারী হবে রাজ্যের সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য।

ক্যালেন্ডার দেখেছেন? নভেম্বর জুড়ে লাগাতার ছুটি! কবে কবে ছুটি পাবেন?‌

ইতিমধ্যে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর এবং অন্যান্য শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা একটি বৈঠকের আয়োজন করেছিলেন। আপাতত শিক্ষাবর্ষের প্রতিটি স্তরে শিক্ষার্থীদের জন্য উল্লেখিত সমতার নীতি গ্রহণের প্রস্তাবটি এই বৈঠকে গৃহীত হয়েছে।এতদিন এই রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাধ্যমিক স্তরের তুলনায় বছরে কম ছুটি পান বলে বারংবার অসন্তোষ প্রকাশ করছিল। বর্তমানে এই রাজ্যের প্রায় ৫০ হাজার প্রাথমিক স্কুল ও প্রায় ১০ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের মধ্যে ছুটি নিয়ে সমন্বয় কমিয়ে আনায় শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। তাই নতুন সিদ্ধান্ত ‌সকলের জন্য ‌ভাল হবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button