Gram Panchayat Recruitment 2024 – বাড়ি বসে নিজের মোবাইলেই করে ফেলুন পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের চাকরির ফর্ম ফিলাপ করুন।

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট তথা Gram Panchayat Recruitment 2024 ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অনলাইন পোর্টাল শুরু করা হলো। লোকসভা ভোটের আগে যে হারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে তা অভাবনীয়। ভোটের আগে এটাই হয়তো মাস্টার স্ট্রোক। চাকরির প্রার্থীরা পর পর চাকরির বিজ্ঞপ্তি শুনে তারা তাদের স্বপ্নকে যেনো চোখের সামনে পূরণ হওয়ার একটি আশা খুঁজে পেয়েছেন। লাখে লাখে আবেদনকারী পদ গুলিতে আবেদন জানাচ্ছেন।

WB Gram Panchayat Recruitment 2024 Form Fillup

চাকরি নিয়ে এতো দুর্নীতি হওয়ার পরও তারা কঠোর পরিশ্রম করে একের পর এক চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছেন। Gram Panchayat Recruitment 2024 বা পঞ্চায়েতের তরফ থেকে যে পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে টেট সরকার একটি আলাদা পোর্টাল খুলতে বাধ্য হয়েছেন।

এর ফলে সাধারণ মানুষদের আবেদন করতে যথেষ্ট সুবিধা হবে। তবে আজকের প্রতিবেদনে আমরা জানবো যে এই Gram Panchayat Recruitment 2024 এ কিভাবে আবেদন করতে হবে? কিভাবে রেজিস্ট্রেসন করতে হবে? এছাড়া আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন? তার সাথে আরো গুরুত্বপূর্ণ তথ্য।

  • রেজিস্ট্রেসন এর প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি

এই Gram Panchayat Recruitment 2024 বা গ্রাম পঞ্চায়েতে নিয়োগের রেজিস্ট্রেসন কত দিন পর্যন্ত চলবে বা তার অন্তিম তারিখ কবে সেই বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ওয়েবসাইট মারফৎ দেওয়া হয়নি। সুতরাং এখন আপনারা আপাতত রেজিস্ট্রেসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন।

রাজ্যের 23টি জেলায় 6,652টি শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। 8th পাশ হলেই আবেদন করুন।

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। রেজিস্ট্রেশনের সময় ব্যাক্তির নাম, জন্মের তারিখ, লিঙ্গ, ইমেল আইডি সহ নেসেসারি কিছু তথ্য চাওয়া হবে যা ইনপুট করলেই আপনার নিজস্ব একটি আইডি তৈরি হয়ে যাবে। তারপর সেই আইডি এবং সেখানে দেওয়া স্ট্রং পাসওয়ার্ড আপনাকে মনে রাখতে হবে পরবর্তীতে আবার লগইন করার জন্য।

Utkarsh Bangla Recruitment - উৎকর্ষ বাংলাতে চাকরি

আবেদন পদ্ধতি

  • প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
  • তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিতে হবে।
  • তারপর প্রত্যেকটি পর পর চাওয়া তথ্য গুলো পূরণ করতে হবে।
  • এর পর কনফার্ম বাটনে ক্লিক করুন। এখানে উল্লেখ্য যে আপনি যদি সব তথ্য না পূরণ করেন তবে তার ওপরে লাল লেখা আসবে এবং আপনি ত সাবমিট করতে পারবেন না ।
  • সাবমিট করার পর প্রয়োজনীয় সকল ডকুমেন্টস স্ক্যান করে ফেলতে হবে।

এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শূন্যপদ, বেতন ও আবেদন প্রক্রিয়া।

  • অনলাইন আবেদনের ফী আপনাকে প্রদান করতে হবে। তার জন্য এক একটি পদের জন্য আলাদা আলাদা আবেদন ফী। আবার সংরক্ষিত শ্রেণীর জন্য আবেদন ফীর বিশেষ ছাড় আছে সেখাত্রে প্রত্যেকটি পদের জন্য আপনাকে আসল বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে হবে।
  • ডকুমেন্টস , ফী সমস্ত কিছু আপলোডের পর আপনার কাছে ফাইনাল সাবমিট করার অপশন থাকবে সেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তাহলেই ফাইনাল সাবমিট হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button