স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ (WB Health Recruitment 2023)

কয়েকশো শূন্য পদে রাজ্যের স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ (WB Health Recruitment 2023). চাকরি হবে নিজের জেলাতেই। আবেদন প্রক্রিয়া প্রায় শেষ।
চতুর্দিকে লেগে আছে উৎসবের আনন্দ। তবে চাকরিপ্রার্থীদের কাছে এই উৎসবের আনন্দ এবার দ্বিগুণ হতে চলেছে রাজ্য সরকারের এক ঘোষণায়। সম্প্রতি রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য চাকরির ঝুলি নিয়ে হাজির হয়েছে রাজ্য সরকার।

Advertisement

WB Health Recruitment 2023

আবারো রাজ্যের স্বাস্থ্য বিভাগে একটি বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত (WB Health Recruitment 2023) হয়েছে। একটি নয় দুটি নয় একসঙ্গে কয়েকশো শূন্যপদে লোক নেওয়ার কথা বলা হয়েছে এখানে। নিয়োগ হবে নিজের জেলাতেই। যেকোনো জেলা থেকে যেকোনো প্রার্থী অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদনযোগ্য। নিচে এই নিয়োগের সম্পর্কে জেনে নিন।

নিয়োগ কারী সংস্থা

ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন এবং আয়ুস মিশনের অধীনে কর্মী নিয়োগ করা হতে চলেছে। নিয়োগ হবে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের (West Bengal Health And Family Welfare Department) তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। পশ্চিমবঙ্গে নদিয়া জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

Ads

আবেদন পদ্ধতি

WB Health Recruitment 2023 এ আবেদন করতে হবে অনলাইনে,
১. www.wbhealth.gov.in ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।
২. সেখানে নির্দিষ্ট পদের নাম এবং ক্যাটাগরি পছন্দ করতে হবে।
৩. তারপর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য লাগবে মোবাইল নম্বর, ইমেইল আইডি, নিজের নাম এবং একটি পাসওয়ার্ড।

Advertisement

৪. পরের পেজে এসে আবেদনের জন্য নির্দিষ্ট চার্জ অনলাইনে জমা করতে হবে। এক্ষেত্রে লাগবে ১০০ টাকা।
৫. পরের পেজে এসে আবেদনপত্র পূরণ করতে হবে। ‌ আবেদনপত্রে কোনো তথ্য যেন ভুল না থাকে। তাহলে কিন্তু আবেদনপত্র বাতিল করা হবে।
৬. এই প্রক্রিয়া শেষ হলে নিজের নিজের আবেদন পত্রের একটি প্রিন্ট আউট রেখে নিন।

Advertisement
পিএম কিষান যোজনা তথা PM Kisan Samman Nidhi

শূন্য পদের বিবরণ

WB Health Recruitment 2023 নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে বিভিন্ন ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। শূন্য পদের সংখ্যা সবমিলিয়ে ৩৯০ টি। নিয়োগ হবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে। শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন। নিয়োগ হবেঃ

Ads

ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্পেশালিস্ট মেডিকেল অফিসার যেমন মেডিসিন, পেডিয়াট্রিক্স, জিঅ্যান্ডও, চক্ষু বিশেষজ্ঞ, পরামর্শক, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, সমাজকর্মী এবং সহকারী, GNM-HCP, TBHV, সিনিয়র মেডিকেল অফিসার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন কর্মী, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, যোগ প্রশিক্ষক, মাল্টিটাস্কিং স্টাফ, অ্যাকাউন্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে।

আরও পড়ুন, জেলায় জেলায় আশাকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। নিজের এলাকায় চাকরি।

বয়স সীমা

WB Health Recruitment 2023 এর ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বয়সসীমা বিভিন্ন ধরনের আছে। তবে ৪০ বছরের নিচে এবং ৬২ বছরের উপরে বয়সসীমা কোন পদের ক্ষেত্রেই গ্রাহ্য হবে না। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সে অবশ্যই নির্দিষ্ট সীমা অনুযায়ী ছাড় থাকবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

১. এখানে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিও ভিন্ন ভিন্ন রয়েছে। তবে পদবিশেষে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক থেকে শুরু করে স্নাতকোত্তর শিক্ষার অধিকারী সকলেই আবেদনযোগ্য।
২. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. কার্তিকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে।
৪. সংশ্লিষ্ট কাজে অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৫. কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে রাজ্যের ডিএম অফিসে কর্মী নিয়োগ। দ্রুত চাকরি হবে।

বেতন সীমা

যেহেতু বিভিন্ন ধরনের শূন্য পদ রয়েছে তাই পদের সঙ্গে বেতনের পরিমাণও আলাদা আলাদা। তবে কোন ক্ষেত্রেই সর্বনিম্ন ১০০০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৬০০০০ এর বাইরে বেতন প্রদান করা হবে না। তবে যুক্তিভিত্তিক চাকরি হওয়ায় কোন বাড়তি সুবিধা পাবেন না কর্মীরা।

আবেদনের সময়সীমা

WB Health Recruitment 2023 এ আবেদনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ১৭ই অক্টোবর তারিখ থেকে। আর চলতি সপ্তাহেই শেষ হবে আবেদন প্রক্রিয়া। তাই সময় ফুরোনোর আগেই দ্রুত আবেদন সম্পন্ন করে ফেলুন।
Written by Nabadip Saha.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *