WB Health Recruitment – রাজ্যে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ। ইন্টার্ভিউয়ের মাধ্যমেই করা হবে কর্মী চয়ন।
আবারো রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর ( WB Health Recruitment). পুনরায় রাজ্যের কর্মীদেরকে খুশি করে একাধিক গ্রামে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেশ ভালো মানের বেতনের ভিত্তিতে এই পোস্টে আপনারা কাজ করতে পারবেন। তবে এই পদতিতে শুধুমাত্র গ্রামের বিবাহিত মহিলারাই আবেদন জানাতে পারবেন। সুতরাং আর দেরি না করে জানা যাক কি এই পদের নাম? কত রয়েছে শূন্যপদ, যোগ্যতা কি, আবেদন পদ্ধতি সহ একাধিক তথ্য আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।
WB Health Recruitment at Surveyor Post
- পদের নাম
- বয়স ও বেতন
- যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- আবেদনের শেষ তারিখ
পদের নাম
পশ্চিমবঙ্গ সরকারের তরফ ( WB Health Recruitment ) থেকে যে পদটির জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো সার্ভেয়ার পদে নিয়োগ। সোসাইটি ফর হেলথ এন্ড ডেমোগ্রাফিক সার্ভিলেন্স সংস্থার তরফ থেকে এই পদটির জন্য নিয়োগ করা হচ্ছে। সার্ভেয়ার পদে ৬ মাসের চুক্তির ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে। কর্মীদের কাজ সন্তোষজনক মনে হলে আরো ৬ মাসের ভিত্তিতে কর্মীদের নিয়োগ করা হবে।
বয়স ও বেতন
সার্ভেয়ার পদে নিয়োগের জন্য ২০২৪ পয়লা জুন অনুযায়ী কর্মীদের বয়স ২৫ বছরের বেশি থেকে ৩৫ বছরের কম অব্দি থাকতে হবে। এবং উক্ত পদটিতে কাজের জন্য কর্মীদের মাসিক ১২৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।
জলবিদ্যুৎ দপ্তরে সারা ভারত জুড়ে কর্মী নিয়োগ। অনলাইনেই করুন আবেদন।
যোগ্যতা
বিশিষ্ট এই পদটির জন্য চাকরিপ্রার্থীদের খুব বেশি যোগ্যতার প্রয়োজন নেই। স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমে উত্তীর্ণ হলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। যেহেতু এই পদে আবেদনের জন্য কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে সেহেতু প্রার্থীদের কম্পিউটারেও দক্ষ হতে হবে।
আবেদন পদ্ধতি
আবেদনটি হবে সম্পূর্ণ অফলাইনে। প্রার্থীকে নিজের হাতে আবেদন পত্র লিখে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনটি নিজের সাথে লেখার সাথে সাথে জমা করতে হবে প্রার্থীর কিছু ডকুমেন্টস । যেমন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, বয়সের যেকোনো প্রমাণপত্র, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং আধার কার্ড ও ভোটের কার্ড।
আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ হলো ২৬ সে জুন ২০২৪। ইন্টারভিউয়ের প্লেস হলো জুন ২৬, ২০২৪, বেলা ১১টা, রুম নাম্বার ২৪, রোনাল্ড রস বিল্ডিং ( ৪থ ফ্লোর ), এস.এস.কে.এম হাসপাতাল ( পি.জি ) , কলকাতা ৭০০০২০। এছাড়া এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার WB Health Recruitment সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারবেন।
Written by Sathi Roy.