Holiday List 2024: ক্যালেন্ডার দেখেছেন? নভেম্বর জুড়ে লাগাতার ছুটি! কবে কবে ছুটি পাবেন? দেখে নিন
উৎসবের মরশুমে রাজ্য জুড়ে একের পর এক ছুটি (Holiday List) চলে রাজ্যে। সেই আগস্ট মাস থেকে টানা ছুটি পেয়ে চলেছেন রাজ্যবাসী। আগস্ট ও সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর মাসে এক। তো দুর্গোৎসব আর তারপর অন্যান্য উৎসবের কারণে একঝাঁক ছুটি পেয়েছেন সবাই। আসলেই বছরের শুরু থেকে বঙ্গবাসীর ছুটির ক্যালেন্ডার পরিপূর্ণ থাকে। কারণ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ফলে জানুয়ারি থেকে অক্টোবর ছুটির পর ছুটি পাচ্ছেন সবাই।
তাও কিন্তু সবাই অপেক্ষা করে থাকেন ছুটির জন্য। তাই দুর্গোৎসবের মাস পেরোলেও নভেম্বর মাসে সবাই আসন্ন ছুটির দিন গুনছেন। এবার অক্টোবর মাসেই কালীপুজো। তবে ভাইফোঁটা পড়েছে নভেম্বর মাসে। অন্যান্য বার নভেম্বর মাসে এই উৎসব গুলি থাকে। তাও সকলে আশা করেই রয়েছেন যে নভেম্বর মাসে অনেকগুলো দিন ছুটি পাবেন। কিন্তু জানেন কি নভেম্বর মাসে আপনি কোন কোন দিন ছুটি পেতে পারেন? আর সেটাই জানার জন্য পড়ে নিতে হবে আজকের এই প্রতিবেদন।
WB Holiday List In November 2024
আসলে দুর্গাপুজোর পর অনেকেই ভাবছেন যে পরপর না হলেও মাঝেমধ্যে কয়েকদিনের ছুটি (Holiday) পেলে ভালোই হয়। দীপাবলি এবং ভাইফোঁটা উপলক্ষে আবার আনন্দে মাতবেন সবাই। আর এর মাঝেই সবার জন্য আরও একটি খুশির খবর হলো, নভেম্বর মাসে একঝাঁক ছুটি রয়েছে। অর্থাৎ আপনি একের অধিক দিন ছুটি পাবেন। উইকেন্ড অর্থাৎ শনি এবং রবিবার বাদ দিলেও গোটা মাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছুটি।
এখন আপনি যদি ভেবে থাকেন নতুন করে কোন প্ল্যান বানাবেন এদিক-ওদিক ঘুরে আসার তাহলে সেটি করে নিতেই পারেন। কারণ আপনি যে কদিন ছুটি পাবেন, সে ক’দিনের মধ্যে প্ল্যান সফল হতেই পারে। তারপর ডিসেম্বর মাসে ফের ছুটির হাতছানি তো থাকছেই। তাহলে আর দেরি কিসের? আসুন এক নজরে জেনে নেওয়া যাক নভেম্বর মাসের হলিডে কবে কবে। দেরি না করে আপনিও একবার চোখ বুলিয়ে নিন ছুটির তালিকায়।
অক্টোবরে পুজোর ছুটি ছাড়াও লম্বা ছুটির হদিশ! কোন কোন দিন ছুটি থাকছে? একনজরে জেনে নিন
WB Holiday List In November 2024
চলতি বছর ৩১শে অক্টোবর কালীপূজা। তাই দীপাবলি উপলক্ষে কালীপুজো এবং তারপরের দিন ধরে চলবে উৎসবের মরশুম। এককথায় বলতে গেলে, অক্টোবর মাসের শেষে দীপাবলি উপলক্ষে ছুটি তো থাকছেই, নভেম্বরের শুরুর দিকে ছুটির হাতছানি থাকছে। এখন জেনে নেওয়া যাক কবে কবে ছুটি। আগামী ১লা নভেম্বর শুক্রবার দীপাবলি উপলক্ষে ছুটি থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস। এরপরের দিন ২রা নভেম্বর শনিবার ছুটি থাকছে। এই দিন অনেক অফিস ছুটি থাকবে।
পাশাপাশি স্কুল কলেজেও ছুটির আবহ চলবে। এরপর ৩রা নভেম্বর রবিবার এমনিতেই উইকেন্ড অর্থাৎ সপ্তাহ শেষে ছুটি থাকবে। আবার ওই দিনেই পড়েছে ভাইফোঁটা। তাই সেই উপলক্ষে ছুটি থাকছে। তবে এবার ভাইফোঁটার ছুটি হাতছাড়া হবে। যেহেতু রবিবার পড়েছে। এরপর আগামী ৯ই নভেম্বর শনিবার মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বেশ কিছু জায়গায় ছুটি থাকার সম্ভাবনা রয়েছে। যেমন বন্ধ থাকবে ব্যাংক।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় খবর! সমস্ত ছুটি বাতিল করল রাজ্য সরকার! বিস্তারিত জানুন
এরপর আগামী ১০ই নভেম্বর রবিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। এই দিন সেই উপলক্ষে বন্ধ থাকবে স্কুল কলেজ এবং অফিস। এরপর আগামী ১৫ ই নভেম্বর শুক্রবার দিন গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকছে। ১৫ তারিখের পর আগামী ১৭ই নভেম্বর ছুটি থাকছে। রবিবার সাপ্তাহিক বন্ধের দিন হিসাবে সর্বত্র ছুটি জারি থাকবে। এরপর আগামী ২৩ শে নভেম্বর শনিবার, মাসের চতুর্থ শনিবার হওয়ায় এই দিন ছুটি থাকছে।
আর তারপরের দিন ২৪শে নভেম্বর পড়েছে রবিবার। আর তাই মাসের শেষ রবিবার সাপ্তাহিক ছুটি হিসাবে বন্ধ থাকবে স্কুল কলেজ এবং অফিস। প্রসঙ্গত উল্লেখ্য, উপরের ছুটির তালিকায় হয়তো আপনারা লক্ষ্য করেছেন ছট পুজোর জন্য ছুটির কোনো উল্লেখ নেই। আর এর কারণ হিসেবে বলা যায়, সাধারণত, এই দিনে গোটা দেশে ছট পুজোর জন্য আলাদা করে কোনো ছুটি দেওয়া হয়না। তবে বেশ কয়েকটি রাজ্য যেমন উত্তরপ্রদেশ, সিকিম, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র ও রাজস্থানে ৭ ই নভেম্বর ছুটির জন্য ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও বিহার রাজ্যে ৮ ই নভেম্বর ছট পুজো উপলক্ষে ছুটির সম্ভাবনা থাকছে।