WB Holiday 2024: অক্টোবর মাসে কোন কোন দিন থাকছে ছুটি?একনজরে দেখে নিন অক্টোবর মাসের সম্পূর্ণ ছুটির তালিকা

দেখতে দেখতে বছরের হিসেবে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর এসেছে (WB Holiday). অনেকগুলি মাস কেটে গিয়ে অক্টোবরের দোরগোড়ায় দাঁড়িয়ে ২০২৪ সাল। প্রতিবছরের শুরু থেকেই ছুটির (WB Holiday) দিকে আগ্রহ থাকে আমজনতার। কচি কাঁচারা থেকে অফিস কর্মী হলিডে পেতে কার না ভালো লাগে? বছরের শুরু থেকেই ছুটির লিস্ট চলে আসে সবার হাতেই। অক্টোবর মাসের ছুটির তালিকাও পেয়ে গিয়েছেন নিশ্চয়ই। তাহলে এই মাসে ঠিক কোন কোন দিন ছুটি থাকছে এইবার জেনে নেওয়া যাক। আজকের প্রতিবেদনে রইল অক্টোবর মাসের হলিডে লিস্ট।

WB Holiday List 2024

অক্টোবর মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অতএব লম্বা ছুটি (WB Holiday) থাকছে রাজ্য জুড়ে। এছাড়াও রয়েছে দীপাবলি, ভাইফোঁটার মত উৎসব। সব মিলিয়ে পরপর ছুটি আছে ‌অক্টোবরে। দুর্গাপুজোর জন্য লম্বা ছুটি তো পাবেনই। তাছাড়াও অন্যান্য দিন, উইকেন্ড ও বেশ কিছু ছুটি অক্টোবরে রয়েছে।

সম্পূর্ণ ছুটির তালিকা ‌দেখলেই তা বুঝতে পারবেন। আসলে বছরের শুরু থেকে নানা উৎসব ও অনুষ্ঠানে ছুটি পান রাজ্য বাসী। বাঙালির আবার বারো মাসে তেরো পার্বণ। তাই ছুটির সংখ্যাও বেশি হাতে দু-একদিনের ছুটি পেলেই এদিক ওদিক ঘুরে আসার জন্য প্ল্যান বানিয়ে নেন। তাহলে কি এবার অক্টোবরেও এরকম একটা প্ল্যান হবে? তাহলে তো জেনে নেওয়া দরকার ‌অক্টোবরে কোন কোন দিন ছুটি পাচ্ছেন।

অক্টোবরে পুজোর ছুটি ছাড়াও লম্বা ছুটির হদিশ! কোন কোন দিন ছুটি থাকছে? একনজরে জেনে নিন

WB Holiday Of October 2024

সেপ্টেম্বর মাস পড়ার পর থেকেই যেন ছুটি ছুটি মরশুম রাজ্যের স্কুলগুলিতে। ইতোমধ্যে স্কুলে শেষ হয়েছে হাফ ইয়ার্লি পরীক্ষা। আর পরীক্ষা শেষ হতেই শুরু হয়ে গিয়েছে লম্বা ছুটির দিন গোনার পালা। কারণ আসন্ন অক্টোবর হল সেই মাস, যে মাসে শুরু থেকেই রয়েছে উৎসব ও ছুটির সুখবর। পড়ুয়ারা তাই অবশ্যই মুখিয়ে থাকে অক্টোবরের অপেক্ষায়।

এই মাস সেপ্টেম্বরেও কিন্তু ছুটির দিন কিছু কম ছিল না। তবে ছুটির নিরিখে সেপ্টেম্বর মাসকে টেক্কা দিতে চলেছে আগামী মাস। অর্থাৎ ছাত্রী ও অভিভাবকদের এবার অক্টোবর মাসটি কাটতে চলেছে একাধিক উৎসব, ছুটির মেজাজে।মহাত্মা গান্ধির জন্মদিন, দুর্গাপুজো, নবরাত্রি, দশমী বা দশেরা, করভা চৌথ, দীপাবলির মতো বিশেষ উৎসব উপলক্ষে ছুটি পাবেন সকলেই।

ফের নতুন ছুটির ঘোষণা রাজ্যে! বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, অফিস! বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন

October Month Holiday List 2024

আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে ছুটি থাকবে স্কুল-কলেজ অফিস। ৩ অক্টোবর ছুটি মহারাজা অগ্রসেন জয়ন্তী এবং শারদীয়া নবরাত্রির প্রথম দিন উপলক্ষে। এরপর আগামী ৬ অক্টোবর হলো পাবলিক হলিডে। আর সেই উপলক্ষে ছুটি থাকছে রাজ্যজুড়ে। ১০ অক্টোবর দুর্গাপুজোর মহাসপ্তমী।

দুর্গাপুজার ষষ্ঠী থেকে দুর্গোৎসবের ছুটি থাকছে বাংলায়। ১২ অক্টোবর শনিবার, দশেরার কারণে ছুটি পাবেন রাজ্যবাসী। তারপরের দিন আগামী ১৩ অক্টোবর রবিবার সাপ্তাহিক পাবলিক হলিডে বা সাধারণ সাপ্তাহিক ছুটি হিসেবে ছুটি থাকছে। আগামী ১৭ অক্টোবর বৃহস্পতিবার কাটি বিহু এবং বাল্মীকি জয়ন্তী উপলক্ষে ছুটি থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

২০ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি থাকছে। এরপর আগামী ২৯ অক্টোবর কালীপুজো ও দীপাবলি উপলক্ষে থাকছে ঐচ্ছিক ছুটি। তার পরের দিন ৩০ অক্টোবরও দিওয়ালির জন্য রয়েছে ঐচ্ছিক ছুটি। নরক চতুর্দশী ও দীপাবলি উপলক্ষে ৩১ অক্টোবর বৃহস্পতিবার ছুটি থাকছে।

Purbasha