WB Holiday 2024: অক্টোবরে পুজোর ছুটি ছাড়াও লম্বা ছুটির হদিশ! কোন কোন দিন ছুটি থাকছে? একনজরে জেনে নিন

সারা বছর ধরেই ছুটির জন্য অপেক্ষা চলতে থাকে। বাংলায় বারো মাসে তেরো পার্বণে মেলে হাজারো ছুটি (WB Holiday). আগস্ট, সেপ্টেম্বর এরপর এবার অক্টোবর মাসের ছুটি যেন দোর গোড়ায় এসে দাঁড়িয়েছে। অক্টোবরের শুরুতেই পুজো। আর দুর্গোৎসব মানেই টানা ছুটি। তবে আনন্দের বিষয় হলো, শুধুই দুর্গোৎসব নয় এই মাসে রয়েছে আরো অনেকগুলো দিনের ছুটি (WB Holiday) অক্টোবর মাসের ছুটির তালিকা দেখেছেন? আসুন এই প্রতিবেদন থেকে সেটাই জানা যাক।

ফের নতুন ছুটির ঘোষণা রাজ্যে! বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, অফিস! বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন

WB Holiday In October 2024

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর কিছুদিনের মধ্যে ঢাকে পড়বে কাঠি। দুর্গোৎসব আসলেই লম্বা ছুটির মজা। তবে প্রতিমাসের মতো অক্টোবর মাসেও ভ্যাকেশন লিস্ট প্রকাশ করে রাজ্য সরকার। সেই মাসের সব কটি ছুটি নোট করা থাকে সেখানে (WB Holiday). ছুটির দিনগুলোতে বন্ধ থাকে স্কুল কলেজ অফিস।

এমনিতেই গণেশ চতুর্থী থেকেই উৎসব শুরু হয়ে যায়। দীপাবলি পর্যন্ত একের পর এক পুজো এবং উৎসব চলে সর্বত্র। আসলে অক্টোবর মাস মানেই দুর্গাপুজোর মাস। এবছরের ক্যালেন্ডার বলছে এই মাসেই রয়েছে দীপাবলিও। ফলে অক্টোবরে লম্বা ছুটি জারি থাকবে। আর সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকবে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, সব কটি রাজ্যেই এই মাস এক অর্থে উৎসবের মরশুম।

কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF Download Link.

WB Holiday In October List 2024

ক্যালেন্ডার থেকেই জানা যায়, আসন্ন অক্টোবর মাসে দুর্গাপুজো ছাড়াও রয়েছে লক্ষ্মীপুজো ও কালীপুজো। ফলে ছুটিও রয়েছে রাজ্যে, রাজ্যে। তাই জন্য প্রতিটি রাজ্য সরকারি অফিসগুলিতে থাকছে টানা ছুটি। আবার অনেক স্কুল প্রায় মাস খানেকের লম্বা ছুটি দেবে স্কুল পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের। চলুন তাহলে দেখে নেওয়া যাক অক্টোবর মাসের তারিখ ও দিন -সহ সেই লম্বা ছুটির তালিকা।

আগামী ২ অক্টোবর মহালয়া আর ওই দিনই গান্ধী জয়ন্তী। এবছর মহালয়া ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে বলে বুধবার ছুটি পাবেন রাজ্যের সরকারি ও বেসরকারি কর্মীরা। দুর্গাপুজোর দিন গুলিতে ছুটি থাকবে রাজ্যে। আগামী ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর দশমীর ছুটি থাকবে গোটা দেশে। ব্যাঙ্ক, সরকারি দফতর থেকে স্কুল-কলেজ ইত্যাদি সরকারি প্রতিষ্ঠানে ছুটি থাকবে এই দিন।

তবে সবচেয়ে মজার বিষয় হলো, অক্টোবর মাসে ১১ থেকে ১৩ তারিখ পর্যন্ত একটা লম্বা ছুটির সুযোগ পেয়ে যাবেন সবাই। কারণ অষ্টমী-দশমীর ছুটির পরেই পড়েছে রবিবার। অতএব এই দিনেও ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা থেকে স্কুল-কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা। ছুটি থাকছে আগামী ১৩ অক্টোবর তারিখে। তবে এটাই একমাত্র নয়, দুর্গোৎসবের পর দীপাবলি ও দিওয়ালির ছুটি পাচ্ছেন সবাই। আগামী ৩১ অক্টোবর দীপাবলি ও ১ নভেম্বর দিওয়ালি হিসেবে দেশের সমস্ত সরকারি অফিস ও স্কুল-কলেজে ছুটি থাকবে।

Purbasha