WB HS Exam 2023 এর নতুন রুটিন প্রকাশ, বিস্তারিত জেনে নিন।

WB HS Exam 2023 কবে শুরু হচ্ছে?

এ বছর অতিমারীর আবহেই অফলাইনে নেওয়া হয়েছিল WB HS Exam. এই পরীক্ষায় পাশের হার ছিল শতাংশ। আগামী বছর কবে আয়োজিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সে নিয়ে চিন্তিত রয়েছেন বহু পরীক্ষার্থী।

জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কবে হবে আগামী বছরের WB HS Exam. সেই সম্ভাব্য তারিখ সম্পর্কে জেনে নেওয়া যাক।

SBI দিচ্ছে 25 লাখ টাকার সুবিধা, কারা পাবেন?

উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য তারিখ-
১৪ মার্চ,২০২৩– বাংলা (এ), ইংলিশ (এ), হিন্দি (এ), নেপালি (এ), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি।
১৬ মার্চ,২০২৩ – বাংলা (বি), ইংলিশ (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংলিশ।
১৭ মার্চ,২০২৩ – অটোমোবাইল, হেল্থ কেয়ার, অর্গানাইজড রিটেলিং, IT & ITES, সিকিউরিটি, কনস্ট্রাকশন- ভোকেশনাল, ইলেকট্রনিকস, টুরিসম এবং হসপিটালিটি, প্লাম্বিং।

১৮ মার্চ,২০২৩ – বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস।
২০ মার্চ,২০২৩ – অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস।
২১ মার্চ,২০২৩ – কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিস, হেল্থ এবং ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়্যাল আর্টস।
২২ মার্চ,২০২৩ – ফিলোজফি, কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারীস অফ অডিটিং, সোসিওলজি। (WB HS Exam)

স্কলারশিপ দিচ্ছে ষ্টেট ব্যাংক, আবেদন করলেই পাবে 15 হাজার টাকা

২৩ মার্চ,২০২৩ – নিউট্রিশন, ফিজিক্স, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি।
২৪ মার্চ,২০২৩ – অর্থনীতি।
২৫ মার্চ,২০২৩ – কেমিস্ট্রি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ।
২৭ মার্চ,২০২৩ – স্ট্যাটিসটিক্স, জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, কস্টিং এবং ট্যাক্সেশন।

সময়সীমা-
সকাল ১০টা-দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। এর মধ্যে মোট ৩ ঘন্টা পরীক্ষার উত্তর লেখার জন্য ধার্য করা হয়েছে। বাকি ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য ধার্য করা হয়েছে। যদিও WB HS Exam এ হেল্থ এবং ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়্যাল আর্টস এবং ভোকেশনাল বিষয়ের জন্য ২ ঘন্টা সময়সীমা রাখা হয়েছে।

প্রসঙ্গত, সমস্ত প্রাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ৫ ডিসেম্বর, ২০২২ থেকে ২১ ডিসেম্বর, ২০২২. এই সময়সূচি পরিবর্তিত হলে সেই নিয়ে আপডেট দেওয়া হবে।
এই সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

এবার LPG Cylinder Business করে আপনিও আয় করতে পারেন লাখ টাকা, দেখে নিন বিস্তারিত

সম্পাদক

1 thought on “WB HS Exam 2023 এর নতুন রুটিন প্রকাশ, বিস্তারিত জেনে নিন।”

Leave a Comment