WB HS Result 2022 – চলছে বিক্ষোভ, দাবি না মানলে করবে আত্মহত্যা! পূর্ব থেকে পশ্চিমে অবরোধ করে হুমকি উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণদের।
WB HS Result 2022 – এবার কি সিদ্ধান্ত নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ?
এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ১০ জুন। ২০২০ সালের পর এবছর নেওয়া হলো উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2022)। অতিমারীর কারণে প্রথমবারের মত অফলাইনে নিজের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে আয়োজন করা হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার। এদিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর বেলা ১২ টা থেকে অনলাইনে পরীক্ষার্থীরা জানতে পেরেছেন নিজেদের পরীক্ষার ফলাফল।
এখনো পর্যন্ত হাতে পাওয়া যায়নি মার্কশিট। পরীক্ষায় পাশ করেছেন মোট পরীক্ষার্থীর ৮৮ শতাংশ। আর যে সমস্ত পরীক্ষার্থীরা করতে পারেননি পাস, তারা রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে করছেন বিক্ষোভ আন্দোলন (WB HS Result 2022)। উত্তর ২৪ পরগনা জেলার একাধিক স্কুলের পরীক্ষার্থীরা হয়েছেন এই বিক্ষোভে সামিল।
বরগুনা জেলার সদর শহর বারাসাতের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে এবারে পরীক্ষা দিয়েছেন মোট ৭০ জন পড়ুয়া। তাদের মধ্যে অনুত্তীর্ণ ৪০ জন। এই সমস্ত অনুত্তীর্ণ পরিবার দাবি, তাদেরকে ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে ফেল। অন্যদিকে বনগাঁর একটি স্কুলে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2022) দিয়েছেন মোট ২৭৯ জন। যাদের মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী করেছেন নানা বিষয়ে ফেল।
এবার এই সমস্ত পরীক্ষার্থীদের দাবি যাতে পরীক্ষায় তাদের পাশ করিয়ে দেওয়া হয়। এরই ফলস্বরূপ তারা সোমবার সকাল থেকে বিক্ষোভ (WB HS Result 2022) দেখাতে শুরু করেন যশোর রোডে। এই স্কুলের এক ছাত্রী অঙ্কিতা পাল বলেন, ‘‘সিলেবাস বার বার পাল্টাছে। অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা ছিল, অফলাইনে তা দিতে হয়েছে। সকলেই এক বিষয়ে ফেল করতে পারে না। যত ক্ষণ পর্যন্ত আমাদের পাশ করিয়ে না দেওয়া হয়, আমরা আন্দোলন করব। এ রাস্তা থেকে উঠব না।’’
অন্যদিকে বনগাঁর আরও এক স্কুলের পড়ুয়াদের ঘটনা চমকে দেবে সকলকে। বনগাঁ কুমুদিনী স্কুলের পড়ুয়ারা যশোর রোড অবরোধ করে অনশন আন্দোলনের হুমকি দেন। শুধু তাই নয় বলা হয় তাদের দাবি মানা না হলে তারা করবেন আত্মহত্যা! (WB HS Result 2022)
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ফের বাড়ছে গরমের ছুটি। কবে খুলবে স্কুল?
প্রীতিকা দে নামে বনগাঁ কুমুদিনী স্কুলের এক ছাত্রী বলেন, ‘‘স্কুল থেকে আমাদের সকলকে অকৃতকার্য দেখিয়েছে। কিন্তু, আমরা এমন পরীক্ষা দিইনি যে পাশ করব না। আমরা কী করে একটি বিষয়ে (ইংরেজিতে) ফেল করলাম? এত জন একসঙ্গে কী করে অকৃতকার্য হয়? এটা আমরা কিছুতেই মানতে পারছি না। আমরা আন্দোলন করছি। আমাদের পাশ করিয়ে দিয়ে হবে। তা না হলে এখানেই অনশনে বসব, নয়তো আত্মহত্যা করব।’’ (WB HS Result 2022)
পাশাপাশি অবরোধের শামিল হয়েছে বাঁকুড়া এবং হুগলির স্কুলের পড়ুয়ারা। বীরভূমের সাঁইথিয়ায় শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের মোট ৩১০ জন পরীক্ষার্থী দিয়েছিলেন এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Result 2022)। তাদের মধ্যে ২৯০ জন পরীক্ষার্থী ফেল করেছেন। সেদিন তারা নিজেদের স্কুলে গিয়ে হাজির হয়ে পাশ করিয়ে দেওয়ার দাবিতে সাঁইথিয়া-লাভপুর চৌহাট্টা যাওয়ার রাস্তা অবরোধ করে শুরু করেন বিক্ষোভ।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে গোপন তথ্য ফাঁস, কড়া গার্ড ও খাতা দেখা, সবার নম্বর বাড়বে? দেখুন
একটাই দাবি, অবিলম্বে পাশ করাতে হবে তাদের। পরে অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছে অবরোধ ওঠানোর চেষ্টা শুরু করেন। আরেক ইতিহাস সমৃদ্ধ শহর হুগলি চুঁচুড়ার দেশবন্ধু গার্লস নারী শিক্ষামন্দির, জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ সহ বেশ কয়েকটি স্কুলের (WB HS Result 2022) উচ্চমাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়ারা চুঁচুড়া ঘড়ির মোড়ে দাঁড়িয়ে সোমবার সকাল থেকে দেখাতে শুরু করেন বিক্ষোভ।
পরে অবশ্য চুঁচুড়া থানার পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করেন। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর জয়জয়কার জেলা কোচবিহারের। তবে এই মুহূর্তে রাজ্যের পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতে ধরা পড়ছে একইরকম বিক্ষোভ আন্দোলনের ছবি। এখন দেখার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WB HS Result 2022) তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়।
বঙ্গে ফের নিয়োগ সরকারি চাকরিতে। দেখুন কিভাবে করা যাবে আবেদন
পুনরায় করানো হবে রিভিউ নাকি নেওয়া হবে অন্য কোনো ব্যবস্থা। এখন সেদিকেই তাকিয়ে পড়ুয়াদের একাংশ। কারণ যতই হোক উচ্চমাধ্যমিকের ফলাফলের (WB HS Result 2022) উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের একটি ভিত নির্মাণ করা হয়। এই ফলাফল যেন হয় নিখুঁত নির্ভেজাল। এমনটাই আশা সকলের।
আপনাদের এ বিষয়ে কোন মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। তার সাথে প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
দ্বাদশ পাশেই চাকরির সুযোগ, প্রশিক্ষণের পরই HCL এ চাকরি মিলবে, বেতন কত? জেনে নিন