Joint Entrance Exam 2024 – শুরু হলো জয়েন্ট পরীক্ষার ফর্ম ফিলাপ! কিভাবে আবেদন করবেন জেনে নিন?

পশ্চিমবঙ্গে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আছে ওই কলেজগুলিতে ব্যাচেলর ডিগ্রী কোর্সে ভর্তি হতে গেলে ছাত্র ছাত্রীদের Joint Entrance Exam বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে হয়। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ওই কলেজগুলিতে ছাত্র ছাত্রীরা ভর্তি হতে পারে। এবার প্রশ্ন হল এই Joint Entrance Exam এ বসতে গেলে যোগ্যতা কি দরকার? এই পরীক্ষার জন্য আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে? কেমন ভাবে আবেদন করতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

WB Joint Entrance Exam 2024 From Fillup

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে 28/12/2023 তারিখ থেকে Joint Entrance Exam এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। যে সমস্ত পড়ুয়ারা WBJEE Exam 2024 এর পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। ছাত্রছাত্রীরা অনলাইনের মধ্যমে আবেদন করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস

আবেদন করার জন্য 2 টি ডকুমেন্টস এর প্রয়োজন হবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার। পাসপোর্ট সাইজের কালার ফটোর সাইজ হতে হবে JPF ফরমেটে 10KB থেকে 200KB এর মধ্যে। আর সিগনেচারটির সাইজ হতে হবে 4KB থেকে 30KB এর মধ্যে JPG Format এ। এছাড়াও আবেদনকারীর

  • ভোটার কার্ড
  • পাসপোর্ট
  • রেশন কার্ড
  • দশম শ্রেণীর অ্যাডমিড কার্ড
  • অন্য যে কোনো সরকারি প্রমাণপত্র
  • অথবা স্কুলের আই কার্ড

এই সমস্ত ডকুমেন্টস গুলি জেরক্স করে রাখতে হবে। এর মধ্যে যেকোনো একটি ডকুমেন্ট Joint Entrance Exam এর ফর্ম ফিলাপের সময় প্রয়োজন হবে।

পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ। ফেল করলেও পাশ করার সুযোগ।

পরীক্ষার আবেদন ফি

এই Joint Entrance Exam এর জন্য যে আবেদন ফি লাগবে সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন।
(A) জেনারেল পুরুষ প্রার্থীদের জন্য 500 টাকা,
(B) জেনারেল মহিলা প্রার্থীদের জন্য 400 টাকা,
(C) আর SC/ST/OBC-A/OBC-B/EWS/TFW পুরুষ প্রার্থীদের জন্য 400 টাকা,

wbbse madhyamik test paper free distribution (মাধ্যমিক পরীক্ষা ২০২৪)

(D) SC/ST/OBC-A/OBC-B/EWS/TFW মহিলা আবেদনকারীদের জন্য 300 টাকা,
(E) Third Gender প্রার্থীদের জন্য 300 টাকা জমা দিতে হবে।
এই পেমেন্ট করা যাবে Online Net Banking, Debit Card/Credit Card কিংবা Phone Pe / Google Pay / WhatsApp Pay কিংবা Upi Payment ইত্যাদির মাধ্যমে।

পশ্চিমবঙ্গে আর কেউ বেকার থাকবে না। ঘরে ঘরে চাকরি! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের।

আবেদনের সময়সীমা

2024 সালের Joint Entrance Exam অনুষ্ঠিত হতে চলেছে 24th এপ্রিল। ওই সময়ের মধ্যে যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে এবং যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তারা সকলেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সম্পর্কে আর জানতে আমাদের সাথে থাকুন এবং সুখবর বাংলা ফলো করুন।
Written by Nupur Chattopadhyay.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button