Krishak Bondhu 2024: কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে নতুন আপডেট। টাকা কবে ঢুকবে? টাকা না ঢুকলে কি করবেন, জেনে নিন

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প কৃষক বন্ধু (Krishak Bondhu). এই প্রকল্পের উদ্দেশ্য হল কিষানদের আর্থিকভাবে সাহায্য করা। আর সেই কারণেই কৃষকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার। সেই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন আপডেট সামনে এসেছে। কৃষকেরা কবে টাকা পাবেন? অ্যাকাউন্টে কবে আসবে টাকা? টাকা না ঢুকলে কি করবেন? এই প্রত্যেকটি বিষয়ে জানতে আজকের প্রতিবেদন অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।

Krishak Bondhu Scheme 2024

পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মৌসুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য। আবেদনকারী কৃষকরা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি ১০,০০০ টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এখন জেনে নেওয়া জরুরী যে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পাবেন?

টাকা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আরও একটি বিষয় জানা জরুরী যে, এই টাকা ঢোকার আপডেট জানতে অর্থাৎ কৃষক বন্ধু পেমেন্ট স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন সেই সংক্রান্ত বিষয় জানতে আপনাকে কি করতে হবে। সেই সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে। এই বিষয়ে আরও জানতে হলে ডিটেলস রইল আপনাদের জন্য।

কবে পাঠানো হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা?

পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রধানত বছরে দুবার টাকা দেওয়া হয়। একবার খরিফ মৌসুমে আর অপরটি রবি মৌসুমের সময়। এই প্রকল্পের টাকা সরাসরি পাঠানো হয় কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে। কোন মৌসুমের কোন সময় এই প্রকল্পের টাকা পেতে পারেন কৃষকেরা? দেখে নিন নিম্নে এই বিষয়ে আলোচনা করা হল।

দশমীর পর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18,000 টাকা পাঠাচ্ছে সরকার! আপনি পেয়েছেন? কিভাবে আবেদন জানাবেন?

একজন কৃষক কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মৌসুম যেটি চলে সাধারণত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেই খরিফ মৌসুমের অর্থ টাকা পাবেন জুন মাসে। আর রবি মৌসুম যেটি চলে সাধারণত কোন বছরের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সেই রবি মৌসুমের টাকা পাবেন ডিসেম্বর মাস নাগাদ।এই বছর কবে পেমেন্ট আসতে পারে সেই তথ্য জেনে নেওয়া যাক।

পুজোর মধ্যে চালু হল নতুন প্রকল্প। সরকার দেবে 5000 টাকা! কিভাবে আবেদন জেনে নিন

কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসবে?

সাধারণত প্রতিবছর ডিসেম্বর মাসে আবেদনরত কৃষকেরা রবি সিজনের টাকা নিজেদের ব্যাঙ্কের একাউন্টে পেয়ে থাকেন। বিগত দুই অর্থবর্ষ ২০২২ এবং ২০২৩ অর্থবর্ষে ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা পেয়েছেন কৃষকেরা। এবারেও ধারণা করা যাচ্ছে, ২০২৪ সালের রবি সিজনের টাকা আগামী ডিসেম্বর মাসেই কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে আপনি বাড়িতে বসে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। কিভাবে চেক করবেন সেটি নিম্নে আলোচনা করা হলো।

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক পদ্ধতি

  • আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ‌
  • এরপরের ধাপে আপনাকে নির্বাচন করে নিতে হবে “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনটি।‌
  • এর পরের ধাপে আপনাকে আধার অথবা ভোটার কার্ড অপশন নির্বাচন করতে হবে। যেটি দিয়ে আপনি প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন।
  • এর পরের ধাপে আপনি আপনার আধার অথবা ভোটার নম্বর সঠিকভাবে এন্টার করুন ও সার্চ অপশনে ক্লিক করুন। তাহলেই আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন।

Related Articles

Back to top button