Madhyamik 2022 – এবার যারা মাধ্যমিক পাশ করেছে, তাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, Big Update.
Madhyamik 2022 – মেধাবী ছাত্র-ছাত্রীদের ইচ্ছে পূরণের জন্য বড় ঘোষণা।
আজ প্রকাশিত হয়েছে বহু প্রত্যাশিত মাধ্যমিকের ফলাফল। এবার উত্তীর্ণদের পালা (Madhyamik 2022) ভবিষ্যতের কথা মাথায় রেখে এগিয়ে চলা। অনেক পড়ুয়ারই ইচ্ছে থাকে উচ্চশিক্ষা গ্রহণ করার। তবে পড়ুয়া শুধুমাত্র পয়সার অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন না।
পশ্চিমবঙ্গের সেসব মেধাবী পড়ুয়াদের জন্য রয়েছে ৬টি দুর্দান্ত স্কলারশিপের (Madhyamik 2022) হদিশ। সঠিকভাবে ফর্ম ফিলাপের মাধ্যমে প্রতি মাসে বা এককালীন পাওয়া যাবে এই স্কলারশিপের টাকা। আর দেরি না করে চলুন বিশদে জেনে নেওয়া যাক।
১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্তৃক গৃহীত একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM)। মাধ্যমিক পাশ করলেই স্কলারশিপের জন্য পড়ুয়ার আবেদন করতে পারবেন। তবে তার জন্য শেষ পরীক্ষায় কমপক্ষে ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। (Madhyamik 2022)
সকল আবেদনকারীকে দেওয়া হবে না একই রকম টাকা। স্কলারশিপের টাকা কোর্সের উপর নির্ভর করে দেওয়া হবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য চলতি বছরের সেপ্টেম্বর থেকে অনলাইনে করা যাবে আবেদন। এই বৃত্তি পাওয়ার জন্য পারিবারের বার্ষিক আয় অবশ্যই ৮০,০০০ টাকার মধ্যে হতে হবে। মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য স্কলারশিপ বাবদ দেওয়া হবে ৬,০০০ টাকা। (Madhyamik 2022)
বিশদে জানতে হলে ক্লিক করুন অফিশিয়াল ওয়েবসাইট
২) ওয়েসিস স্কলারশিপ (OASIS)- (Madhyamik 2022)
OASIS একটি রাজ্য সরকারি স্কলারশিপ, যেটি পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী SC, ST এবং OBC পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য প্রদান করা হয়। পোস্ট ম্যাট্রিক লেভেলে ছাত্র-ছাত্রীরা শেষ পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নিয়ে পাশ করলে তবেই করা যাবে আবেদন। সাধারণত মে মাস থেকে শুরু হয় এই বৃত্তির জন্য আবেদন, যেখানে বার্ষিক ২,৭৬০-৯,০০০ টাকা পাওয়া যাবে।
বিশদে জানতে হলে ক্লিক করুন অফিশিয়াল ওয়েবসাইট
৩) কন্যাশ্রী প্রকল্প-
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্যে অষ্টম শ্রেণী থেকে স্নাতকোত্তর ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প শুরু করা হয়েছে। কন্যাশ্রী K1 স্কিমের অধীনে অষ্টম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েরা প্রতি বছর ৭৫০ টাকা পাবে। কন্যাশ্রী K2 স্কিমের অধীনে ১৮ বছর বয়সের পরে ছাত্রীরা এককালীন পাবে ১৮,০০০ টাকা। কন্যাশ্রী K1 এবং K2-এর আবেদন প্রক্রিয়া অফলাইনে এবং স্কুলের মাধ্যমে জানাতে হবে। (Madhyamik 2022)
বিশদে জানতে হলে ক্লিক করুন অফিশিয়াল ওয়েবসাইট
মাধ্যমিক রেজাল্ট 2022, পাশের হার, গ্রেজ নম্বর, নূন্যতম পাস নম্বর কত
৪) নবান্ন স্কলারশিপ- (Madhyamik 2022)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের তরফ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের জন্য বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তবে আবেদনের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৬০,০০০ টাকার মধ্যে। এই বৃত্তির আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই শেষ পরীক্ষায় নূন্যতম ৫০-৬০ শতাংশের বেশি নম্বর পেতে হবে। বৃত্তির পরিমাণ হল ১০,০০০ টাকা। আবেদন করার শেষ তারিখ নেই।
বিশদে জানতে হলে ক্লিক করুন অফিশিয়াল ওয়েবসাইট
৫) ঐক্যশ্রী স্কলারশিপ-
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক লেবেলে বৃত্তি প্রদান করা হয়ে থাকে। পড়ুয়ারা প্রথম শ্রেণী থেকে পিএইচডিতে অধ্যয়ন করছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইন। তবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কেন্দ্র ও রাজ্য সরকারের অধীন এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। (Madhyamik 2022)
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীকে-
১) মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
২) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ বা তারও কম হতে হবে। (WB Scholarship 2022)
এ বিষয়ে বিশদে জানতে হলে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।
বিশদে জানতে হলে ক্লিক করুন অফিশিয়াল ওয়েবসাইট
মাধ্যমিকে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে, নম্বর বাড়াতে কিভাবে রিভিউ এর আবেদন করবেন
৬) সাসাকাওয়া ইন্ডিয়ান লেপ্রোসি ফাউন্ডেশন (S-ILF) স্কলারশিপ-
সাসাকাওয়া ইন্ডিয়ান লেপ্রোসি ফাউন্ডেশনের তরফে সেই সমস্ত পিছিয়ে পড়া অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি নতুন স্কলারশিপের ঘোষণা করা হয়েছে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা- (Madhyamik 2022)
১) যেকোনো প্রফেশনাল কোর্সে পাঠরত প্রথম বর্ষের ছাত্র-ছাত্রী এতে আবেদন করতে পারবেন। যেমন- ব্যাচেলার ডিগ্রী, মাস্টার্স ডিগ্রী, ডিপ্লোমা কোর্স।
২) স্কলারশিপটিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই ১৭ বছরের বেশি হতে হবে।
৩) পূর্ববর্তী কোর্স অর্থাৎ ২০২১ বা ২০২২ সালে শেষ হয়েছে এমন প্রার্থীদের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৪) পরিবারের একজনই সদস্যই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
৫) স্কলারশিপে আবেদনকারীর জন্য আবেদনকারীরা পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা, দিল্লি, অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্যের বাসিন্দা হলে আগে সুবিধা পাবেন। (Madhyamik 2022)
৬) অবশ্যই করা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা চালাতে হবে।
আবেদন পদ্ধতি-
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নিম্নে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ৫ জুন, ২০২২ তারিখ পর্যন্ত করা যাবে এই আবেদন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) সেল্ফ অ্যাটেস্টেড সহ নিজের পাসপোর্ট সাইজ ছবি।
২) জন্মের শংসাপত্র বা জন্ম তারিখ সম্বন্ধিত অন্য কোন প্রমাণপত্র।
৩) মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা কলেজ পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
৪) অ্যাডমিশন লেটার। (Madhyamik 2022)
৫) পিতা-মাতার লেপ্রোসি হওয়ার সার্টিফিকেট।
উপরিউক্ত সমস্ত নথিপত্র অনলাইনে আবেদন করার সময় স্ক্যান ও সেল্ফ অ্যাটেস্টেড করে যথাস্থানে আপলোড করতে হবে।
স্কলারশিপের প্রদান করা অর্থের পরিমাণ-
যোগ্য প্রার্থীদের টিউশন ফি, হোস্টেল খরচ, মেস ফি, অ্যাডমিশন ফি সবই এই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হবে। মোট ২৭ জনকে প্রার্থীকে ইন্টারভিউয়ের মাধ্যমে এই স্কলারশিপ দেওয়ার জন্য বেছে নেওয়া হবে। (Madhyamik 2022)
এ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন- Sasakawa India Leprosy Foundation, 2nd Floor, IETE Building, 2, Institutional Area, Lodhi Road, New Delhi- 110003.
বিশদে জানতে হলে ক্লিক করুন অফিশিয়াল ওয়েবসাইটে
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য কয়েকটি জনপ্রিয় প্রাইভেট স্কলারশিপ বা বেসরকারি স্কলারশিপ হল-
১) জিপি বিড়লা স্কলারশিপ
২) প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ
৩) অনন্ত মেধাবৃত্তি
৪) আলো স্কলারশিপ স্কিম
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
রেজাল্ট বেরোনো সঙ্গে সঙ্গে প্রকাশিত হল আগামী বছর মাধ্যমিক পরীক্ষার সময়সূচি, দেখুন কি জানালো পর্ষদ