WB Madhyamik Result 2022 – আর নয় অপেক্ষা, মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন, Big News
WB Madhyamik Result 2022 – আজ ভাগ্য নির্ধারণের পালা এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের।
অতিমারীর আবহে গত বছর মাধ্যমিক পরীক্ষা (WB Madhyamik Result 2022) নেওয়া না গেলেও এবছর সংক্রমণের গ্রাফ কিছুটা নামতেই সমস্ত করোনা বিধি মেনে নেওয়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ৭ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলেছিল পরীক্ষা। আজ সেই ব্রক্ষ্মক্ষণ উপস্থিত, যেখানে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিকের ফলাফল।
এবছর পরীক্ষার্থীর সংখ্যা (WB Madhyamik Result 2022) ছিল প্রায় ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এবারে ছাত্রের তুলনায় পরীক্ষার্থী হিসেবে ছাত্রীর সংখ্যাই বেশি। ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। করোনা আবহে পরীক্ষা নেওয়া হলেও পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট বিধি নিষেধ আরোপ করা হয়েছিল।
পরীক্ষা শুরুর আগে যেমন পরীক্ষার্থীদের মধ্যে একটা চাপা টেনশন থাকে, পরীক্ষার (WB Madhyamik Result 2022) পর ফল প্রকাশের দিন সেই টেনশন হয়ে যায় দ্বিগুণ। তবে প্রতিবারের মতো এবারে নেওয়া যায়নি স্কুলে অফলাইনে কোনও ক্লাস। যা প্রস্তুতি করানো হয়েছে পুরোটাই অনলাইনে। তাই এবারের ফলাফল নিয়ে বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা সকলেই।
গত সোমবার অর্থাৎ ৩০ মে পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল আজ অর্থাৎ ৩ জুন, ২০২২ তারিখে প্রকাশ হবে এবছরের মাধ্যমিকের ফলাফল (WB Madhyamik Result 2022)। আজ সকাল ৯ টায় ফল ঘোষণা করা হবে। এরপর সকাল ১০ টা থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে থেকে দেখতে পাওয়া যাবে ফলাফল।
এক সার্টিফিকেটেই মুশকিল আসান, আর দিতে হবে না কোন পরীক্ষা, কি সেটি? জানতে অবশ্যই পড়ুন
আর যেহেতু সকলেই চান ফলাফল যত তাড়াতাড়ি হোক জানতে, তাই পর্ষদ থেকে বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইটের ব্যবস্থা করা হয়েছে ফলাফল (WB Madhyamik Result 2022) দেখার। তাই স্কুলে গিয়ে হাতে রেজাল্ট পাওয়ার আগেই জানার জন্য চট জলদি দেখে নেওয়া যাক কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে ফলাফল–
১) https://wbresults.nic.in/
২) http://wbbse.wb.gov.in/
৩) https://www.exametc.com/
৪) http://m.indiaresults.com/
৫) http://abpananda.abplive.in/
৬) https://www.anandabazar.com/
৭) https://www.results.shiksha/
৮) https://m.jagranjosh.com/
৯) http://www.schools9.com/
১০) http://www.news18bangla.com/
১১) https://www.vidyavision.com/
১২) https://www.fastresult.in/
১৩) https://bangla.hindustantimes.com/
১৪) https://www.indiatoday.in/education-today
এগুলির মধ্যে যেকোনো ওয়েবসাইটেই শুধুমাত্র লগইন করে পরীক্ষার্থীর রোল নম্বর, জন্মতারিখ এবং ক্যাপচা পুরন করে ‘Submit’ করলেই জানা যাবে পরীক্ষার ফলাফল।
যেহেতু এখনও অনেক পরীক্ষার্থীর হাতের নাগালে নেই ইন্টারনেট ব্যবস্থা, তাই ওয়েবসাইট ছাড়াও SMS এর মাধ্যমে জানার ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিকের ফলাফল।
SMS করার পদ্ধতি- (WB Madhyamik Result 2022)
WB10 পরীক্ষার্থীর রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 5676570 নম্বরে।
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই এই ওয়েবসাইটটি ফলো করতে ভুলবেন না।
Written by Manisha Basak.
আগামী সপ্তাহেই খুলতে পারে স্কুল, গরমের ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত প্রশাসনিক মহলে, দেখুন
Sir result dekhbo
Pleas my reasult sir