Mid Day Meal Recruitment বা মিড ডে মিলে নিয়োগ

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবারও খুশির খবর। রাজ্যের ব্লক উন্নয়ন আধিকারিক অফিসে Mid Day Meal Recruitment বা মিড ডে মিলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মিড ডে মিলের জন্য সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে। কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়া সরাসরি ইন্টারভিয়ের মাধ্যমে এই নিয়োগ করানো হবে। তাই যারা চাকরি খুঁজছেন আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। কোন পদে নিয়োগ করানো হবে? কীভাবে নিয়োগ করানো হবে? সমস্ত বিষয়টা আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

Mid Day Meal Recruitment in BDO Office Vacancy Details

  • কোন পদে নিয়োগ করানো হবে?
  • কী কী যোগ্যতা লাগবে?
  • কীভাবে নিয়োগ হবে?
  • প্রয়োজনীয় নথি

কোন পদে নিয়োগ করানো হবে?

পূর্ব বর্ধমানের বুদবুদে PM-POSHAN এর অধীনে CMDMP প্রোগাম পরিচালনার জন্য Block Level Supervisor পদে কর্মী নিয়োগ বা Mid Day Meal Recruitment করানো হবে। উক্ত পদের জন্য একটি শূন্যপদ রয়েছে। উক্ত পদে নিযুক্ত ব্যাক্তিদের প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। purbabardhaman.nic.in অফিসিয়াল পোর্টাল থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কী কী যোগ্যতা লাগবে?

Block Level সুপারভিসর আবেদন করার জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছর। অবসর প্রাপ্ত সরকারি কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদের জন্য পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন এবং কম্পিউটারের বিশেষ নলেজ থাকা প্রয়োজন। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন। উল্লেখ্য, ১ বছরের চুক্তি ভিত্তিক এই নিয়োগ করানো হবে।

Ads

 বিভিন্ন গ্রাম পঞ্চায়েত দপ্তরে 18-50 বছরের মধ্যে কর্মী নিয়োগ।

কীভাবে নিয়োগ হবে?

Mid Day Meal Recruitment এর উক্ত পদের জন্য অফলাইন কিংবা অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। কোনো প্রকার আবেদন ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করানো হবে।

Advertisement
Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি নিয়োগ

আগামী ২৭শে ফেব্রুয়ারী বেলা ১১.৩০ মিনিট থেকে ইন্টারভিউ শুরু হবে। ইচ্ছুক প্রার্থীদের বেলা ১১ টার মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে। ইন্টারভিউয়ের স্থান Chamber of the Block Development Officer, Galsi-I Development Block।

Advertisement

রাজ্যে আবার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা।

প্রয়োজনীয় নথি

  • অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত বায়ো ডাটা
  • মাধ্যমিক অ্যাডমিট কার্ড
  • PPO ডকুমেন্ট
  • এডুকেশনাল সার্টিফিকেট
  • ঠিকানার প্রমান হিসাবে আধার কার্ড
  • ২ কপি কালার পাসপোর্ট সাইজের ছবি
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *