WB Primary TET – তৃণমূল জামানায় চাকরী পাওয়া সকল প্রাথমিক শিক্ষকের নথি তলব, এবার সবার ভেরিফিকেশন হবে, Latest Update 2022.

WB Primary TET – প্রাথমিক পর্ষদের তরফ থেকে কি তথ্য চাওয়া হয়েছে?

প্রাইমারি টেট নিয়ে এখনও নয়া তথ্য উঠে আসছে (WB Primary TET)। এবার আবারও সম্প্রতি নয়া তথ্য পাওয়া গেলো। প্রাইমারি বোর্ডের তরফ থেকে ডিপিএসসিদের একটি পাঠানো হয়েছে। সকল টেট চাকরীজীবীদের জন্য এটি বড়ো খবর।

প্রসঙ্গত, গত ৩০ আগস্ট প্রাইমারি বোর্ডের তরফ থেকে সমস্ত ডিপিএসসিদের একটি নোটিশ পাঠানো হয়েছে। ২০১১ সাল থেকে যে সকল প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে, সেগুলি এখন ED-র স্ক্যানারে। ওই নোটিশের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১ সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালের মধ্যে বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে। (WB Primary TET)

 কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে সামান্য বিনিয়োগেই অবসরের পর মিলবে মাসিক 50,000 টাকা পেনশন

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ED -এর জয়েন্ট ডিরেক্টর ও ডেপুটি ডিরেক্টরের তরফ থেকে প্রাথমিক পর্ষদকে এই সংক্রান্ত তথ্য চাওয়ার জন্য তলব করা হয়েছে। প্রাথমিক পর্ষদ সেই অনুসারে নোটিশ পাঠিয়েছে। ২০১১ সাল থেকে বর্তমানে যে সকল ব্যক্তিরা টেটের মাধ্যমে চাকরি পেয়েছেন, তারা মূলত ED এর স্ক্যানারে। নোটিশের মাধ্যমে কি তথ্য চাওয়া হয়েছে? তা জানতে হলে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে। (WB Primary TET)

ষ্টেট ব্যাংকে একাউন্ট থাকলে, ব্যবসা করার দারুন সুযোগ

নোটিশের মাধ্যমে কি তথ্য চাওয়া হয়েছে?
প্রাথমিক শিক্ষা পর্ষদ, জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছ থেকে ১লা সেপ্টেম্বরের মধ্যে ২০১১ সাল থেকে বর্তমানে টেটের মাধ্যমে-
১) চাকরি পাওয়া ব্যক্তিদের নাম।
২) টেট রোল নম্বর।
৩) পিতার নাম।
৪) কোন জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
৫) ব্যক্তির ঠিকানা।
৬) মোবাইল নম্বর।
৭) কোন স্কুলে তাদের নিয়োগ হয়েছে।
৮) ইমেইল আইডি।
৯) যেই বছর নিয়োগ করা হয়েছে। (WB Primary TET)

বর্তমানে এই তথ্য চাওয়ার আগে ED এর তরফ থেকে ২০১৭ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত প্রাইমারি শিক্ষক নিয়োগের তথ্য তলব করা হয়েছিল। এই সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে এই ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

এই নিয়ম না মানলে বাতিল হবে আধার কার্ড , সাথে জরিমানা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button