ROPA 2019 Increment Calculator 2023 (ইনক্রিমেন্ট ক্যাল্কুলেটর)

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আন্দোলন চলছে। এমতবস্থায় ৩% ইনক্রিমেন্ট (Increment Calculator) বাড়লো সমস্ত রাজ্য সরকারি কর্মীদের। যদি ও এটা বিশেষ কোনও ঘোষণা, বা সুখবর বলে মানতে রাজি নন সরকারি কর্মীদের একাংশ। তাদের মতে, এটা প্রতিবছরই সার্ভিস রুলের নিয়মানুসারে বেসিকের ৩% বেতন বৃদ্ধি হয়।

Advertisement

Increment Calculator for WB Govt Employees

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ৬ষ্ঠ বেতন কমিশন (6Th Pay Commission) অনুযায়ী আগের মতো আর গ্রেড পএ সিস্টেম নেই। নতুন নিয়ম অনুসারে সকলের জন্যই নির্দিষ্ট পে মাট্রিক্স (Pay Matrix) ও এন্ট্রি লেভেল দেওয়া রয়েছে। তাই সহজ ভাবে হিসাব করলে, বর্তমানে যিনি যে বেসিক পেয়ে থাকেন, তার নিচের লেভেলে গেলে ৩% ইনক্রিমেন্ট (Increment Calculator) এ বর্ধিত নতুন ইনক্রিমেন্ট কত হবে সেটা সহজেই পেয়ে যাবেন।

Increment Calculator বা কিভাবে হিসাব করবেন?

প্রতিবেদনের শেষে ROPA 2019 এর PDF Download Link দেওয়া রয়েছে, সেটি ডাউনলোড করে নিজের টেবল থেকে বর্তমানে যে বেসিক পাচ্ছেন, তার পরের বেসিক পাবেন। আর এইভাবেই সহজেই নিজের নতুন বেতন জেনে নিতে পারবেন। কিভাবে হিসাব করবেন, নিচে একটি উদাহরন দিয়ে Increment Calculator বোঝানো হলো।

Ads
Ropa 2019 increment calculator

ROPA 2019 এর P.B.3 এর 7100 – 37600 ব্যান্ড পে এর ৯ নম্বর লেভেল এর ২৮৯০০ হলো প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক বেসিক। অর্থাৎ কেউ প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরিতে নিযুক্ত হলে তিনি ২৮৯০০ বেসিক দিয়ে শুরু করবেন। ৩০ জুন পর্যন্ত তার স্যালারি হবেঃ

Advertisement

বেসিক ২৮৯০০ টাকা
ডিএ ১৭৩৪ টাকা
বাড়িভাড়া ৩৪৬৮ টাকা
মেডিকেল ৫০০ টাকা
__________________________
গ্রস পে ৩৪৬০২ টাকা।
এক্ষেত্রে প্রফেসনাল ট্যাক্স হিসাবে ১৫০ টাকা এবং সাস্থ্যসাথী নিলে ৫০০ টাকা বাদ যাবে।

Advertisement

নতুন ইনক্রিমেন্ট এর ফলে ২৮৯০০ এর নিচের ধাপে অর্থাৎ নতুন বেসিক হবে ২৯৮০০ টাকা।
তাহলে তার নতুন বেতন হবে,

বেসিক ২৯৮০০ টাকা
ডিএ ১৭৮৮ টাকা
বাড়িভাড়া ৩৫৭৬ টাকা
মেডিকেল ৫০০ টাকা
__________________________
গ্রস পে ৩৫৬৬৪ টাকা।

Ads

অর্থাৎ ইনক্রিমেন্টের ফলে তার বেতন বাড়ছে, ৩৫৬৬৪ – ৩৪৬০২ = ১০৬২ টাকা
বেসিক বেশি হলে বেতন বৃদ্ধির পরিমান আরও বাড়বে। এবার নিচের ফাইল্টি ডাউনলোড করে ১২ নম্বর পেজ থেকে নিজের পরবর্তী বেসিক নিয়ে নিজেরই এই সুত্র ধরে হিসাব করে দেখুন। নিজের নতুন বেতন ও বর্ধিত বেতন পেয়ে যাবেন।

click here png 1

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে বিরাট বড় স্বস্তির খবর! জুলাই মাসেই হতে চলেছে ফয়সালা।

Advertisement
2 thoughts on “Increment Calculator – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মীদের 3% ইনক্রিমেন্ট ঘোষণা, কার কত বেতন বাড়লো হিসাব দেখে নিন।”
  1. Ai 3% service rule er modhye pore. Kajei kono sarkarer Daya noy.eita ditei hoy. Kajei apnar content er title ta puro sathik noy. Aita jara sarkari karmocharii noy Tara ei bisoye abogato noy.kintu apnar title ta emon j sarkar jeno bariye dilo. Ta kintu noy. Ekta kotha… Private firm a COD arthat charter of demand er madhyame proti tin bachhor antor betan bare. R sarkari karmocharider 10 bachhor antar. Tai er sange DA k guliye deben na jeno. Please!!

  2. According to Ropa 2019, every employee is entitled to get 3% increment in month of July every year . So there is nothing new in it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *